শুধু দল বদলাননি, সেলিব্রেশনের স্টাইলও বদলে ফেলেছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমে মেসিকে গোল করার পরে নতুন ভঙ্গিতে সেলিব্রেট করতে দেখা যাচ্ছে, যা নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের অন্ত নেই। অবশেষে জানা গেল সেই সেলিব্রেশনের রহস্য। বলা বাহুল্য, মার্ভেলের অনুরাগীরা যারপরনাই খুশি হবেন মেসির নতুন সেলিব্রেশনের অনুপ্রেরণার কথা জেনে।
পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরে মেসি ইতিমধ্যেই নতুন ক্লাবের হয়ে একজোড়া ম্যাচে মাঠে নেমেছেন। ক্রুজ আজুলের বিরুদ্ধে লিগ কাপের ম্যাচ দিয়ে ইন্টার মায়ামিতে অভিষেক হয় মেসির। প্রথম ম্যাচেই গোল করে দলকে জেতান লিওনেল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ফ্রি-কিক থেকে দর্শনীয় গোল করেন মেসি।
পরে আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে শুরু থেকে মাঠে নেমে মায়ামির সমর্থকদের সম্মোহিত করেন মেসি। ম্যাচে ২টি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে একটি গোলও করান তিনি। ম্যাচের ৮ মিনিটের মাথায় দলের হয়ে গোলের খাতা খোলেন মেসি। পরে ২২ মিনিটের মাথায় দলের দ্বিতীয় গোলটিও আসে মেসির পা থেকে। মায়ামি ৪-০ গোলে উড়িয়ে দেয় আটলান্টাকে।
উল্লেখযোগ্য বিষয় হল, গোলের পরে স্ত্রী-সন্তানরা যেখানে বসে খেলা দেখছিলেন, সেদিকে একটি হাত বাড়িয়ে সেলিব্রেট করতে দেখা যায় মেসিকে। অবশেষে জানা যায় মেসির এমন সেলিব্রেশনের কারণ। লিওর স্ত্রী অ্যান্তোনেলাই ফাঁস করেন রহস্য। ইনস্টাগ্রামে অ্যান্তোনেলা জানান যে, মেসির এমন সেলিব্রেশনের অনুপ্রেরণা হলেন মার্ভেলের জনপ্রিয় চরিত্র থর। অর্থাৎ, থরকে যেভাবে নিজের হাতুড়ি তুলে নেওয়ার জন্য হাত বাড়াতে দেখা যায়, মেসি ঠিক সেই ভঙ্গিতেই হাত বাড়িয়ে মায়ামির গোল সেলিব্রেট করেন।
আসলে মেসির ছেলে থিয়াগো মার্ভেলের ভক্ত। থর তাঁর প্রিয় চরিত্র। সেই কারণেই গোলের পরে সন্তানদের দিকে থরের ভঙ্গিতে হাত বাড়িয়ে সেলিব্রেট করেন মেসি। নিজেকে তুলে ধরেন সুপার হিরো হিসেবে। যদিও মেসি যে আক্ষরিক অর্থেই ফুটবল বিশ্বের সুপার হিরো, এই বিশয়ে সংশয় প্রকাশ করবেন না কেউই।
উল্লেখ্য, মেসিকে বরাবর গোল করার পরে দুই হাত উপরের দিকে তুলে আকাশের দিকে তাকিয়ে সেলিব্রেট করতে দেখা যায়। ঈশ্বরকে কৃতজ্ঞতা জানানোর ভঙ্গিই ধরা পড়ে মেসির সেলিব্রেশনে। মেসির সেই সেলিব্রেশন দেখতেই অভ্যস্ত অনুরাগীরা। অবশেষে ছেলেদের খুশি করার জন্যই দীর্ঘদিনের সেই ধারা ভেঙে ফেলেন আর্জেন্তিনার তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।