শুভব্রত মুখার্জি: লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং নটিংহ্যাম ফরেস্ট। প্রথম লেগে ৩-০ গোলে ফরেস্টকে উড়িয়ে দিল ইউনাইটেড। ফলে কোচ এরিক টেন হ্যাগের প্রশিক্ষণে প্রথম ফাইনাল খেলার দিকে একধাপ এগিয়ে গেল ইউনাইটেড। প্রিমিয়ার লিগের খেতাব জয়ের আশা ম্যান ইউয়ের ততটা না থাকলেও তৈরি হয়েছে লিগ কাপের ফাইনাল খেলার সম্ভাবনা।
আরও পড়ুন… দলে ধোনির ফাঁকা জায়গা পূরণ করতে চাই- প্রথম T20I তে নামার আগে রাঁচিতে ইশানের শপথ
প্রসঙ্গত লিগ কাপে এদিন প্রতিপক্ষের মাঠে দাপটের সঙ্গে জয় তুলে নিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ইংলিশ ক্লাবটি লিগ কাপের সেমিফাইনালের প্রথম রাউন্ডে আয়োজক নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের পথ প্রশস্ত করে রাখল এরিক টেন হ্যাগের শিষ্যরা। সিটি গ্রাউন্ডে এদিন উপস্থিত ছিল প্রায় ৩০০০০ হাজার দর্শক। ম্যান ইউ এদিন গোটা ম্যাচে দাপটের সঙ্গে খেলেছে। মার্কাস রাশফোর্ড এদিন অনবদ্য ফর্মে খেলেছেন। ম্যাচেরও শুরুতেই গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন তিনি। ম্যাচের ৬ মিনিটে প্রায় একার প্রচেষ্টায় নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে গোল করেন রাশফোর্ড।
আরও পড়ুন… শুভমন নাকি পৃথ্বী! ইশানের সঙ্গে ওপেন করতে নামবেন কে? হার্দিকের স্পষ্ট উত্তর
সদ্য ইউনাইটেডে আসা ডাচ তারকা ওউট ওয়েগহর্স্ট ম্যাচের ৪৫তম মিনিটে ইউনাইটেডের হয়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। বার্নলে থেকে লোনে এসেছে ম্যান ইউতে। আসার পরে এই প্রথম গোল করলেন তিনি। ম্যাচের একেবারে শেষে ৮৯তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজ শেষ গোল করে ইউনাইটেডের জয় নিশ্চিত করেন।
উল্লেখ্য ১৯৯২ সালের পর এখনও কোনও লিগ কাপের ফাইনালে খেলতে পারেনি নটিংহ্যাম ফরেস্ট। কিন্তু নিজেদের মাঠেই ৩-০ গোলে হেরে গিয়ে ফাইনালে যাওয়ার সুযোগ প্রায় হাতছাড়া করে ফেলেছে তারা। আগামী সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে অন্তত ৪ গোলের ব্যবধানে জিততে হবে ফরেস্টকে। যা কার্যত অসম্ভব বলেই মত বিশেষজ্ঞদের।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup