পয়লা বৈশাখে সকাল সকাল মোহনবাগান ক্লাব তাঁবুতে হাজির ফুটবলার দীপেন্দু বিশ্বাস, আমনদীপ সিংরা। ইস্টবেঙ্গল তাঁবুতে আসেন কোচ কার্লেস কুয়াদ্রাতরাও। পুরোহিতের পুজোর সময় দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলেন বাঙালির রীতি নীতির। সঙ্গে ইষ্টদেবতার কাছে প্রার্থনাও সেড়ে ফেললেন নতুন বছরের জন্য।
1/8 মোহনবাগান ক্লাবের বারপুজোর অনুষ্ঠানে হাজির সমর্থকরা। ফুটবলার-কর্তাদের সঙ্গে পুজো দেখতে ভিড় জমিয়েছেন সবুজ মেরুন সমর্থকরা। মোহনবাগান ক্লাবে অন্যান্য বছরের মতো সাত সকালেই উপস্থিত হয়েছিলেন ক্লাব সচিব দেবাশিস দত্ত। ছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়সহ দলের বাকি কর্তারাও। বর্তমান ফুটবল দল থেকে এসেছিলেন অমনদীপ সিং এবং দীপেন্দু বিশ্বাস।
2/8 দেবাশিস দত্তের সঙ্গে দীপেন্দুরাও বার পোস্টে প্রণাম করে প্রার্থনা করেন। আমনদীপের কাছে বিষয়টা একটু নতুন, তাই মাঝে মধ্যেই দীপেন্দুর থেকে জেনে নিলেন। এবারের আইএসএলে দুই ফুটবলারই নিজেদের প্রমাণের জন্য মরিয়া চেষ্টা করেছেন। যখনই সুযোগ পেয়েছেন, নিজেদের উজার করে দিয়েছেন।
3/8 গতবছরটা দুই প্রধানের কাছে খুব খারাপ গেছে বলা যাবে না। কারণ সেপ্টেম্বরেই ডুরান্ড কাপ জেতে মোহনবাগান। এরপর জানুয়ারিতে সুপার কাপ জেতে ইস্টবেঙ্গল। দুই দলের ডার্বির পরিসংখ্যান এই বছরে ২-২। কেউ এগিয়েও নেই কেউ পিছিয়েও নেই। চলতি মরশুমে আইএসএলে শিল্ড জয়ের সামনে রয়েছে সবুজ মেরুন শিবির। কালই ফাইনাল বলা চলে। তার আগে মোহনবাগান, ইস্টবেঙ্গল দুই ক্লাবেই চলল বারপুজোয় ঈশ্বরের কাছে আবদারের পালা। বারপুজোর পর চলল দেদার খানা-পিনা।
4/8 ফুটবলপ্রেমীদের কাছে বারপুজোর দিন। বাঙালির কাছে দুর্গোৎসব যেমন, বাংলার ফুটবলপ্রেমীদের কাছে এই দিনটিও তেমন অষ্টমির মতোই। পয়লা বৈশাখের সকালে স্নান সেড়ে ময়দানের দুই প্রধানে বাঙালি সাজে পঞ্জাবি পড়ে চলে আসার দীর্ঘদিনের রীতি রয়েছে। দীর্ঘ দশকের পর দশক ধরেই চলে আসছে ময়দানের বারপুজো।মোহনবাগানের বারপুজোয় উপস্থিত প্রসূণ বন্দোপাধ্যায়, দলের শুভেচ্ছা কামনা করে ফাটালেন নারকেল।
6/8 অবশ্য ময়দানের বারপুজো তো আর শুধু ফুটবলার, কর্তাদের নয়। সভ্য-সমর্থকদেরও। তাঁরাও সাংস্কৃতিক অনুষ্ঠান, পেট পুজোর পাশাপাশি পয়লা বৈশাখের সকালে প্রীয় ক্লাবের জন্য ফুটবল দেবতার কাছে আশীর্বাদ চেয়ে নিলেন।
7/8 ইস্টবেঙ্গল দলের কোচ গত এক বছর ধরে প্রতি মূহূর্তে চেয়েছেন ক্লাবের সংস্কৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে নিতে। ব্রাজিলিয়ান ফুটবলার ক্লেইটনকে সঙ্গে নিয়েই তিনি চলে এসেছিলেন বারপুজো দেখতে। এই বছর কাঙ্খিত সাফল্য অর্থাৎ আইএসএল আসেনি। আগামী বছরের জন্য দলের সাফল্য প্রার্থনা করে গেলেন কুয়াদ্রাতরা।