বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ফের লাল-হলুদে সার্থক গলুই, চুক্তি ৩ বছরের, ডিফেন্সে শক্তি বাড়াল ইস্টবেঙ্গল

ফের লাল-হলুদে সার্থক গলুই, চুক্তি ৩ বছরের, ডিফেন্সে শক্তি বাড়াল ইস্টবেঙ্গল

সার্থক গলুই।

সার্থক গোলুই মোহনবাগানের জার্সিতে তাঁর পেশাদার কেরিয়ার শুরু করেছিলেন। ২০১৭-১৮ সালে পুণে সিটির হয়ে আইএসএলে অভিষেক হয় সার্থকের। প্রথম মরশুমে ডিফেন্ডার হিসেবে দারুণ পারফর্ম করেছিলেন তিনি। পুণেকে সেমিফাইনালে পৌঁছাতে সাহায্য করেছিলেন সার্থক। পরের মরশুমে শক্তি বাড়িয়ে মাঠে নেমেছিল পুণে।

শেষ কয়েক বছরে বাঙালি ডিফেন্ডারদের মধ্যে সার্থক গলুই বেশ পরিচিত নাম। গত বছর বেঙ্গালুরুতে খেলা সার্থক ফের ফিরছেন লাল-হলুদে। প্রতিভাবান এই ফুটবলার আগেও খেলে গিয়েছেন ইস্টবেঙ্গলে। নতুন মরশুমে দল বদলের বাজারে সার্থককে সই করিয়ে নিজেদের ডিফেন্সের শক্তি বাড়াল লাল-হলুদ। সার্থকের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছে লাল-হলুদ।

সার্থক গোলুই মোহনবাগানের জার্সিতে তাঁর পেশাদার কেরিয়ার শুরু করেছিলেন। ২০১৭-১৮ সালে পুণে সিটির হয়ে আইএসএলে অভিষেক হয় সার্থকের। প্রথম মরশুমে ডিফেন্ডার হিসেবে দারুণ পারফর্ম করেছিলেন তিনি। পুণেকে সেমিফাইনালে পৌঁছাতে সাহায্য করেছিলেন সার্থক। পরের মরশুমে শক্তি বাড়িয়ে মাঠে নেমেছিল পুণে।

আরও পড়ুন: সন্তোষে বাংলাকে ফাইনালে তুলেছেন, সেই রঞ্জনকেই কি কোচ করা হচ্ছে ইস্টবেঙ্গলের?

আরও পড়ুন: EB-র প্রস্তাবকে গুরুত্ব না দিয়ে ISL খেলার জন্য চেন্নাইয়িনকে বেছে নিলেন মনোতোষ

তবে পুণে পরের মরশুমে প্রথম চারে জায়গা করে নিতে পারেনি। এর পর তিনি সই করেন মুম্বই সিটিতে। মুম্বইয়ের জার্সিতেও দুরন্ত খেলে নজর কাড়েন সার্থক। তবে পরের মরশুমেই গলুই দলে ঠিক করে সুযোগ পাচ্ছিলেন না এবং সেই বছরই জানুয়ারিতে দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে তিনি যোগ দেন ইস্টবেঙ্গলে। গত বছর অবশ্য বেঙ্গালুরু চলে গিয়েছিলেন সার্থক। তবে নিজেদের প্রাক্তন প্লেয়ারকে এই বছর ফের ফিরিয়ে আনছে ইস্টবেঙ্গল। ইমামির সঙ্গে গাঁটছড়া বাধার পরেই সার্থককেও তিন বছরের চুক্তিতে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল।

বন্ধ করুন