বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > পুরোপুরি ফিট থাকা সত্ত্বেও রোনাল্ডো কেন রিজার্ভ বেঞ্চে? জোরালো হল ক্রিশ্চিয়ানোর জুভেন্তাস ছাড়ার জল্পনা

পুরোপুরি ফিট থাকা সত্ত্বেও রোনাল্ডো কেন রিজার্ভ বেঞ্চে? জোরালো হল ক্রিশ্চিয়ানোর জুভেন্তাস ছাড়ার জল্পনা

লিগের প্রথম ম্যাচে জুভেন্তাসের প্রথম একাদশে জায়গা হয়নি রোনাল্ডোর। ছবি- রয়টার্স (REUTERS)

প্রথম একাদশে জায়গা হয়নি ক্রিশ্চিয়ানোর। দ্বিতীয়ার্ধে পরিবর্ত ফুটবলার হিসাবে মাঠে নামেন সিআর সেভেন।

প্রথম একাদশে জায়গা হয়নি। পরিবর্ত ফুটবলার হিসেবে সিরি-এ'র নতুন মরশুম শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শেষ মুহূর্তে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে জুভেন্তাসকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন সিআর সেভেন। তবে অফসাইডে বাতিল হয় রোনাল্ডোর গোল। ফলে লিগের প্রথম ম্যাচেই জয়ের মুখ দেখা হল না জুভেন্তাসের। উদিনেসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ কোনও রকমে ড্র করেই লিগ অভিযান শুরু করে ইতালিয়ান জায়ান্টরা।

ড্র দিয়ে জুভেন্তাসের লিগ অভিযান শুরুর থেকেও বেশি করে চর্চায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ডাগআউটে বসে থাকা। কোচ আলেগ্রি স্পষ্ট জানিয়েছেন, পুরোপুরি ফিট ক্রিশ্চিয়ানো। তা সত্ত্বেও কেন শুরু থেকে মাঠে নামলেন না পর্তুগীজ তারকা, তা নিয়ে আলোচনা ক্রমশ দীর্ঘ হচ্ছে।

ক্লাব ডিরেক্টর পাভেল নেদভেদ রবিবারই ইঙ্গিত দেন, জুভেন্তাসেই থাকছেন রোনাল্ডো। তবে ম্যাচে পরিবর্ত হিসেবে তারকা ফুটবলারের মাঠে নামা অন্য কথা বলছে। শোনা যাচ্ছে যে, রোনাল্ডো দল ছাড়তে চলেছেন বলেই তাঁকে বেঞ্চে বসিয়ে রাখেন জুভেন্তাস কোচ। এও শোনা যাচ্ছিল, রোনাল্ডো নাকি দলবদলের আগে চোট থেকে বাঁচতে নিজেই শুরু থেকে মাঠে নামতে চাননি। তবে ম্যাচের শেষে আলেগ্রি স্পষ্ট জানিয়ে দেন, তিনিই রোনাল্ডোকে বলেন পরিবর্ত হিসেবে মাঠে নামার কথা।

রোনাল্ডো নিজে চান বা কোচ তাঁকে সরিয়ে রাখুন, ক্রিশ্চিয়ানোর রিজার্ভ বেঞ্চে থেকে ম্যাচ শুরুর ছবিটাই তাঁর দল ছাড়ার জল্পনা বাড়িয়ে দেয়।

শেষ ৩০ মিনিট মাঠে থেকে প্রথম ম্যাচে রোনাল্ডো গোল করতে না পারলেও জুভেন্তাসের পরিত্রাতা হয়ে দেখা দেন দিবালা। আর্জেন্তাইন তারকা নিজে গোল করেন, সঙ্গে গোল করান কুয়াদ্রাদোকে দিয়ে।

ম্যাচের শুরুটা দারুণ হয় জুভেন্তাসের। ৩ মিনিটের মাথায় বেন্তাঙ্কুরের পাস থেকে গোল করেন দিবালা। ২৩ মিনিটের মাথায় ফের গোল করে ম্যাচে ২-০ লিড নিয়ে নেয় জুভেন্তাস। এবার দিবালার পাস থেকে গোল করেন কুয়াদ্রাদো। প্রথমার্ধে জোড়া গোলে এগিয়ে থাকে ওল্ড লেডি।

তবে দ্বিতীয়ার্ধেই ম্যাচের পটপরিবর্তন হয়। ৫১ মিনিটে পেলান্টি থেকে গোল করে পেরেইরা উদিনেসের ব্যবধান কমিয়ে ২-১ করেন। ৫৯ মিনিটের মাথায় মোরাতার বদলে মাঠে নামেন রোনাল্ডো। ৮৩ মিনিটের মাথায় ওকাকার পাস থেকে গোল করে উদিনেসকে ২-২ সমতায় ফেরান দেউলোফেউ।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ট্রেডমার্ক হেডে উদিনেসের জালে বল জড়িয়ে দেন ক্রিশ্চিয়ানো। তবে ৯০+৪ মিনিটে করা রোনাল্ডোর এই গোল ভিএআরের সাহায্য নিয়ে বাতিল ঘোষণা করেন রেফারি। জার্সি খুলে সেলিব্রেট করার জন্য হলুদ কার্ড দেখতে হয় পর্তুগীজ তারকাকে। ম্যাচ শেষমেশ ২-২ গোলের সমতায় শেষ হয়। উভয় দল ১ পয়েন্ট করে ভাগ করে নেয় ম্যাচ থেকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গগৈদের ‘পুরনো’ ঘর! নয়া কাজিরাঙা কে বাজিমাত করবে? কার উপর সদয় হবেন ভোটাররা? IPL Points Table: SRH-কে হারিয়ে বিশেষ লাভ হল না RCB-র, সুবিধে হল KKR সহ অন্যদের ‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ভিকে সিংকে ছেঁটে ফেললেও সহজ নয় বিজেপির পথ টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য

Latest IPL News

টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.