বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ডেঙ্গি আক্রান্ত সুব্রত ভট্টাচার্য, ভর্তি করতে হয়েছে হাসপাতালে

ডেঙ্গি আক্রান্ত সুব্রত ভট্টাচার্য, ভর্তি করতে হয়েছে হাসপাতালে

সুব্রত ভট্টাচার্য।

সুব্রত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। জ্বর না কমায় চিকিৎসকের পরামর্শে তাঁর রক্ত পরীক্ষা করানো হয়। তাতেই ধরা পড়ে, ডেঙ্গি হয়েছে প্রাক্তন তারকা ফুটবলারের। তার পরেই তাঁকে হাসপাতালের ভর্তি করানো হয়।

বাংলার ফুটবল মহলে খারাপ খবর। ডেঙ্গিতে আক্রান্ত প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। তাঁকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। মঙ্গলবার তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন সুব্রত। দেরী না করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

ডেঙ্গির প্রকোপ এখন বেড়েছে। নিয়মিত খবরের শিরোনামে থাকছে ডেঙ্গি সংক্রান্ত তথ্য। সুব্রত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। জ্বর না কমায় চিকিৎসকের পরামর্শে তাঁর রক্ত পরীক্ষা করানো হয়। তাতেই ধরা পড়ে, ডেঙ্গি হয়েছে প্রাক্তন তারকা ফুটবলারের। তার পরেই তাঁকে হাসপাতালের ভর্তি করানো হয়।

আরও পড়ুন: জোসেফের জোড়া গোল, ভবানীপুরকে ৩-০ উড়িয়ে লিগ জয়ের পথে আরও এক ধাপ এগোল মহমেডান

হাসপাতালেও চিকিৎসকেরা সুব্রতর বেশ কয়েকটি পরীক্ষা করিয়েছেন। বুধবার সকালে সেগুলির রিপোর্ট পাওয়ার পর তাঁর চিকিৎসা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। ৬৯ বছর বয়সী এই প্রাক্তন তারকা ডিফেন্ডারের রক্তে প্লেটলেটের পরিমাণ কমই ছিল। হাসপাতালে ভর্তি করানোর পরে তাঁকে স্যালাইন ও ইঞ্জেকশনও দিতে হয়েছে। পরিবারের তরফে কথা বলেছেন তাঁর পুত্র অভিনেতা সাহেব।

আরও পড়ুন: ডার্বি নিয়ে আলাদা করে ভাবতেই হবে- ATK MB কোচের ভাবনায় এখন শুধুই EB

সুব্রত পুত্র বলেছেন, ‘বাবার কয়েক দিন ধরেই জ্বর আসছিল, আবার কমেও যাচ্ছিল। মাঝে একদিন বমিও করেছিলেন। গায়ে প্রবল ব্যথা ছিল। তাই আর ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। মঙ্গলবারই বাবাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।’

হাসপাতালের তরফে জানানো হয়েছে, ডেঙ্গি চিকিৎসার নিয়ম মেনে মোহনবাগানের প্রাক্তন কোচ ও ফুটবলারের চিকিৎসা চলছে। তাঁকে অন্য রোগীদের থেকে আলাদা রাখা হয়েছে। শারীরিক তেমন সমস্যা না থাকলেও, তাঁকে কঠোর পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর প্লেটলেট ৬০ হাজার।

সুব্রত ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার এবং সফল কোচও। ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর শ্বশুর হন তিনি। তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে বাংলার ফুটবল মহলে। ক্লাব কর্তারাও খোঁজ নিয়েছেন তারকা ফুটবলারের।

বন্ধ করুন