শুভব্রত মুখার্জি: বিশ্ব ফুটবলে পুরুষ বিভাগে এখন পর্যন্ত বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি হেনরিক লার্সেনের দেশ সুইডেন। তবে মহিলা বিভাগে কিন্তু যথেষ্ট আধিপত্য রয়েছে তাদের। চলতি মহিলা বিশ্বকাপের শিরোপা তারা জিততে না পারলেও এদিন তৃতীয় স্থানে শেষ করল তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সহজ জয়ে নিজেদের ফুটবল ইতিহাসে চতুর্থবার মহিলা ফুটবল বিশ্বকাপে তৃতীয় স্থান পেল তারা। অজিদের বিরুদ্ধে এদিন তৃতীয় স্থান নির্নায়ক ম্যাচে ২-০ গোলে জিতল সুইডেন।
এদিন ম্যাচে হেরে যাওয়ার ফলে তৃতীয় স্থানে শেষ করার অস্ট্রেলিয়ার স্বপ্নও ভেঙে চুরমার হয়ে গেল। সেমিফাইনালে হারের পরে ফাইনালে ওঠা হয়নি আর অস্ট্রেলিয়া দলের। এবার ফিফা মহিলা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সুইডেনের কাছে ২-০ গোলে হেরে গেল অস্ট্রেলিয়ার মেয়েরা। ফিফা র্যাঙ্কিংয়ের তিন নম্বরে রয়েছে সুইডেন। এবারের জয় নিয়ে চারবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে চারবারই তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করার কৃতিত্ব দেখালো সুইডেন । এর আগে ১৯৯১, ২০১১ ও ২০১৯ বিশ্বকাপের আসরে তৃতীয় হয়েছিল তারা।সুইডেন এই বিশ্বকাপের আগেই সেমিফাইনাল খেলেছে মোট চারবার। ২০০৩ আসরে ফাইনালেও উঠেছিল তারা। তবে এখনও শিরোপা জিততে পারেনি তারা।
এবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল স্পেন। কিন্তু প্রথমবার শেষ চারে স্পেনের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল তারা। অপর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। এই ম্যাচে অজিদের হারতে হয়েছিল ৩-১ গোলে। ফলে এদিন তারা নেমেছিল তৃতীয় স্থান দখলের জন্য। ম্যাচে সুইডেনের আধিপত্য ছিল স্পষ্ট। ম্যাচের ৩০ মিনিটে সুইডদের হয়ে ফ্রিডোলিনা রোলফো গোল করেন। পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় সুইডেন। বিরতিতে ১-০ ফলে এগিয়ে ছিল তারা। ৬২ মিনিটে পরের গোলটি করেন সুইডিশ অধিনায়ক কোসোভারে অ্যাসলানি। শেষ পর্যন্ত এই ২-০ ফলে জিতেই তৃতীয় স্থান নিশ্চিত করে সুইডেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।