এবার বিসিসিআই-কে এক হাত নিলেন অস্ট্রেলিয়া মহিলা দলের প্রাক্তন অধিনায়ক লিসা স্থলেকর। জন্মসূত্রে লিসা ভারতীয় হলেও কর্মে সূত্রে তিনি একজন অজি। তবে বাইশ গজে তিনি বহুবার ভারতীয়দের বিরুদ্ধে নেমেছেন এবং নিজের পারফরমেন্স দিয়ে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন।
সেই লিসা এবার ভারতীয় মহিলা ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তির পাশে দাঁড়ালেন। শুধু পাশেই দাঁড়ালেন না, বেদা কৃষ্ণমূর্তির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে একহাত নিলেন। বেদার সঙ্গে করা বিসিসিআই-এর অমানবিক আচরণটা তুলে ধরেলন লিসা।
চলতি বছরেই কোভিডের জন্য প্রথমে দিদি আর মা, মাত্র দু'সপ্তাহের ব্যবধানে দু'জন অত্যন্ত কাছের মানুষকে হারিয়েছিলেন ভারতীয় মহিলা ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তি। তিনি একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। কিছুতেই এই ঘটনা মানতে পারছেন না ভারতী মহিলা ক্রিকেট দলের তারকা ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তি। সবটাই যেন এখনও তাঁর কাছে দুঃস্বপ্ন। এমন অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়ে নিজের টুইটারে প্রশ্ন তুললেন লিসা।
লিসা নিজের টুইটারে একটি বিবৃতি দিয়ে বলেছেন, নির্বাচকরা বেদাকে ইংল্যান্ড সফর থেকে বাদ দিয়েছেন, সেটা না হয় বুঝলাম, কিন্তু বেদা কৃষ্ণমূর্তির যখন তাঁর পরিবারের প্রিয় মানুষদের হারিয়েছেন তখন অন্তত ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে বেদার পাশে দাঁড়ান উচিত ছিল। যেটা বিসিসিআই-এর তরফ থেকে করা হয়নি। এই কারণেই চোটেছেন প্রাক্তন অজি অধিনায়ক লিসা স্থলেকর।
লিসা নিজের টুইটারে জানিয়েছেন, ‘মানলাম আসন্ন সফরেরর জন্য কারণ বসত বেদাকে বাদ দেওয়া হয়েছে, হতে পারে তাদের দৃষ্টি ভঙ্গিতে এটা ঠিক, কিন্তু আমার রাগের কারণ হল, বোর্ডের একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার কেমন আছে সেটা জানার জন্য বোর্ডের তরফ থেকে কোনও যোগাযাগ করা হলনা। এমনকি সে এই পরিস্থিতির সঙ্গে কী ভাবে মোকাবিলা করছে সেটাও জানা হলনা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।