জিম্বাবোয়ের বিরুদ্ধে ইনিংস ও ১৪৭ রানে দ্বিতীয় টেস্টে জিতে ২-০ ব্যবধানে ব্রেন্ডন টেলরদের চুনকাম করতে সক্ষম হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজ জেতার পাশাপাশি একাধিক নজিরও গড়েছেন অধিনায়ক বাবর আজম-সহ বহু ক্রিকেটার। তা সত্ত্বেও খুশি নন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক রামিজ রাজা।
সাম্প্রতিককালে পাকিস্তান সাফল্য পেলেও, বারংবার প্রশ্ন উঠেছে তাঁদের দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ খেলাকে কেন্দ্র করে। প্রায় আধাশক্তির জিম্বাবোয়েও তাঁদের দুই ম্যাচেই তিনদিনের আশেপাশে গুটিয়ে যায়। এমন 'অসম সিরিজ' খেলা হতে থাকলে দর্শকরা আর ম্যাচ দেখবে না বলে আশঙ্কা প্রকাশ করেন রাজা।
প্রাক্তন পাক তারকা তাঁর ইউটিউব চ্যানেলে দাবি করেন, ‘এমন অসম সিরিজ খেলা উচিতই নয়। অনেকে মনে করেন কোন দুর্বল দল যদি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামে, তাহলে জেতা হারার বদলে তাঁরা শক্তিশালী দল থেকে কী শিখতে পারছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হয় না জিম্বাবোয়ে এই সিরিজে কিছুই শিখেছে বলে। কারণ দু'টো টেস্টে সবসময়ই রাশ পাকিস্তানের হাতেই ছিল। এমনিতেই খুব কম লোক টেস্ট ক্রিকেট দেখে। তারপর যদি এমন একপেশে ম্যাচ চলতে থাকে তাহলে দর্শকরা ক্রিকেটের বদলে ফুটবল বা অন্যান্য খেলা দেখতেই বেশি আগ্রহী হবে। যাদের বিরুদ্ধে তিনদিনে টেস্ট ম্যাচ শেষ হয়ে যায়, এমন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার কোন মানেই হয় না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।