শুভব্রত মুখার্জি: আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান দুই দল তাদের অভিযান শুরু করবে একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। যে লড়াই দেখতে মুখিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। এই মেগা ম্যাচের টিকিটও ইতিমধ্যেই প্রায় শেষ। ম্যাচ ঘিরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে যেমন উত্তেজনা থাকে। তেমন উত্তেজনা থাকে ক্রিকেটারদের মধ্যেও। আর এমন আবহেই ভারতকে কার্যত হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের পেসার হ্যারিস রউফ। তিনি ভারতীয়দের মনে করিয়ে দিতে ছাড়লেন না মেলবোর্ন তাঁর ঘরের মাঠ।
আরও পড়ুন… দুর্নীতি-পরিবারতন্ত্রের ফলে ভারতের ক্রীড়ার ক্ষতি হয়েছে- বিস্ফোরক প্রধানমন্ত্রী
লাহোরে এক সাংবাদিক সম্মেলনে হ্যারিস রউফ বলেন, ‘ভারত বনাম পাকিস্তান ম্যাচ সবসময়ে প্রচন্ড চাপের একটা ম্যাচ থাকে। যেই প্রতিপক্ষ দলে থাকুন না কেন চাপ থাকবেই। গত বছরের বিশ্বকাপের সময়তেও আমি নিজে ম্যাচটিতে বেশ চাপে ছিলাম। তবে এশিয়া কাপের শেষ দুটি ম্যাচে আমি সেই ভাবে চাপ অনুভব করিনি। আমি চাপটা অনুভব করিনি কারণ এটা জানতাম যাই হোক না কেন আমাকে সেরাটা উজাড় করে দিতে হবে।’
আরও পড়ুন… ভারতীয় ফুটবলে শোকের ছায়া! চলে গেলেন কিংবদন্তি রেফারি সুমন্ত ঘোষ
হ্যারিস রউফ আরও বলেন, ‘আমি জানতাম নিজের সেরাটা দিলে আমাকে খেলাটা ওদের পক্ষে সহজ হত না। আসন্ন বিশ্বকাপের ম্যাচ নিয়ে এটাই বলতে পারি যে বিষয়টি নিয়ে আমি খুব খুশি যে ম্যাচটা মেলবোর্নে খেলা হচ্ছে। ওটা তো আমার ঘরের মাঠ। কারণ আমি ওখানে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলি। আমার সম্পূর্ণ ধারণা রয়েছে ওখানকার পরিবেশে পিচ কেমন হয়। আমি ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছি ভারতের বিরুদ্ধে আমি কী ভাবে বল করব।’
আরও পড়ুন… অলিম্পিক্সে কি আদৌও থাকবে বক্সিং! বিশ্ব বক্সিং অ্যাসোসিয়েশনের কাজে অখুশি IOC
প্রসঙ্গত ঘরের মাটিতে পাক দল ইংল্যান্ড দলের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলছে। ৭ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই হয়ে গিয়েছে ৫ টি ম্যাচ। ৩-২ ফলে এগিয়ে রয়েছে বাবর আজমরা। সিরিজে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হ্যারিস রউফ। ৫ ম্যাচ থেকে তাঁর ঝুলিতে এসেছে ৮টি উইকেট।