বাংলা নিউজ > ময়দান > Harmanpreet Kaur in IND W vs AUS W: চরম দুর্ভাগ্য হরমনের! ক্রিজের আগে ব্যাট আটকে হলেন রান-আউট, রাগে ছুড়লেন ব্যাট

Harmanpreet Kaur in IND W vs AUS W: চরম দুর্ভাগ্য হরমনের! ক্রিজের আগে ব্যাট আটকে হলেন রান-আউট, রাগে ছুড়লেন ব্যাট

হরমনপ্রীত কৌরের সেই রান-আউট, তারপর হতাশার বহিঃপ্রকাশ। (ছবি সৌজন্যে টুইটার)

Harmanpreet Kaur in IND W vs AUS W: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে চরম দুর্ভাগ্যের শিকার হরমনপ্রীত কৌর। ক্রিজে ঢোকার আগে ব্যাট আটকে রান-আউট হয়ে যান ভারতীয় অধিনায়ক।

দুরন্ত ছন্দে ছিলেন। অর্ধশতরান করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ক্রিজে ঢোকার মুখে রান-আউট হয়ে গেলেন হরমনপ্রীত কৌর। তারপর রীতিমতো হতাশা প্রকাশ করলেন ভারতীয় অধিনায়ক। মাঠের মধ্যেই ব্যাট ছুড়ে দেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, অসুস্থ হয়ে যে হরমনপ্রীত হাসপাতালে ভরতি ছিলেন। 

বৃহস্পতিবার কেপটাউনে অস্ট্রেলিয়ার ১৭৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে হরমন এবং জেমিমা রদ্রিগেজের জুটি ভারতকে টানতে থাকে। জেমিমা আউট হওয়ার পরে সেই দায়িত্ব তুলে নেন ভারতীয় অধিনায়ক। যিনি সেমিফাইনালের আগে পর্যন্ত ছন্দে ছিলেন না। চার ম্যাচে ৬৬ রান করেছিলেন। কিন্তু বড় মঞ্চে নিজের জাত ফের চেনাতে থাকেন হরমন। ১৫ তম ওভারের শুরুতে পরপর দুটি চার মেরে ৩২ বলে অর্ধশতরান পূরণ করেন। সেইসময় মনে হচ্ছিল, কোনও উদ্ভটভাবেই হরমনকেই স্রেফ আউট করা যেতে পারে। ১৪.৪ ওভারে ঠিক সেটাই হয়।

আরও পড়ুন: IND vs AUS WC Semi-Final Live: স্নেহ রানা আউট, শেষ ওভারে ১৬ রান দরকার ভারতের

অফস্টাম্পের লাইনে ফুল বল করেন জর্জিয়া ওয়ারহ্যাম। নীচু হয়ে শক্তি উজাড় করে দিয়ে ডিপের দিকে সুইপ মারেন হরমন। চাপের মধ্যে ডাইভ দিয়ে বল ধরেন বেথ মুনি। তিনি যখন বলটা ছোড়েন, তখন একেবারে হাসতে-হাসতে দু'রান পূরণ করছিলেন হরমন। কিন্তু ক্রিজে ঢোকার ঠিক আগের মুহূর্তে ব্যাট আটকে যায় ভারতীয় অধিনায়কের। যে বিষয়টি সম্ভবত বুঝতে পেরে স্টাম্প ভেঙে দেন অজি উইকেটকিপার অ্যালিসা হিলি। রিপ্লেতে দেখা যায়, ক্রিজে ব্যাট আটকে গিয়েছে হরমনের। দেহের কিছুটা অংশ ক্রিজের ভিতরে ঢুকে গেলেও ব্যাট বাইরে ছিল। তার জেরে রান-আউট হয়ে যান হরমন (৩৪ বলে ৫২ রান)।

আরও পড়ুন: IND W vs AUS W T20 WC: সেমিতে জঘন্য ফিল্ডিং, জোড়া সুযোগ ফস্কালেন রিচা, সহজ ক্যাচ ফেললেন শেফালি

সেভাবে আউট হওয়ার পর স্বভাবতই ভারতীয় দলের অধিনায়ক হরমনকে চরম হতাশ দেখায়। রিপ্লে'র সময় থেকেই তাঁর চোখে-মুখে হতাশা ধরা পড়তে থাকে। আউট বুঝতে পেরে রেগে বাঁ-হাত থেকে ব্যাট ছুড়ে দেন হরমন। ড্রেসিংরুমে ওঠার পথেও সম্ভবত ব্যাট ঠুকে মারেন। তারইমধ্যে অবশ্য ম্যাচটা যেহেতু তখনও ভারতের আছে, তাই ক্রিজে থাকা রিচা ঘোষ এবং সদ্য মাঠে নামা দীপ্তি শর্মাকে টিপস দিতে দেখা যায় হরমনকে। সেই টিপস মেনে দুর্ভাগ্যজনক রান-আউটের পরও যাতে দীপ্তিরা ভারতকে জিতিয়ে আনতে পারেন, সেই আশা করবেন অধিনায়ক। যিনি অসুস্থ থাকায় আদৌও সেমিতে খেলতে পারবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা ছিল।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন