বাংলা নিউজ > ময়দান > দুরন্ত শতরান ট্রেভিস হেডের, দ্বিতীয় দিনের শেষে ১৯৬ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

দুরন্ত শতরান ট্রেভিস হেডের, দ্বিতীয় দিনের শেষে ১৯৬ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

ট্রেভিস হেড। ছবি: রয়টার্স

ব্রিসবেনের গাব্বায় দুরন্ত শতরান হাঁকালেন ট্রেভিস হেড। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে তিনি অপরাজিত রয়েছেন ৯৫ বলে ১১২ রান করে। আর দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ফেলেছে ৩৪৩ রান।

অ্যাসেজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে একেবারে কোণঠাসা করে রেখেছে অস্ট্রেলিয়া। প্রথমে দিন অস্ট্রেলিয়ার বোলারদের বিধ্বংসী ছন্দ। তার পর ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশানদের সৌজন্যে দ্বিতীয় দিনের শেষে ১৯৬ রানের লিড নেয় অস্ট্রেলিয়া। রীতিমতো চাপে পড়ে গিয়েছে ব্রিটিশ ক্রিকেটাররা।

ব্রিসবেনের গাব্বায় দুরন্ত শতরান হাঁকালেন ট্রেভিস হেড। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে তিনি অপরাজিত রয়েছেন ৯৫ বলে ১১২ রান করে। আর দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ফেলেছে ৩৪৩ রান।

টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন জো রুট। প্রথম দিনই মাত্র ১৪৭ রানে ইংল্যান্ডকে অল আউট করে দিয়েছিল অস্ট্রেলিয়া। তার পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। প্রথম দিন আর খেলা হয়নি। দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া ব্যাট করতে নামলে ১০ রানের মাথায় উইকেট হারিয়ে বসে থাকে তারা। 

অলি রবিনসনের বলে ৩ রান করে মার্কাস হ্যারিস আউট হয়ে যান। তবে সেই সময়ে দলের হাল ধরেন ডেভিড ওয়ার্নার এবং মার্নাস ল্যাবুশান। দ্বিতীয় উইকেটে তারা ১৫৬ রান যোগ করে। ৭৪ করে আউট হন ল্যাবুশান। এর পর ২০০ রানের মাথায় আরও ৩ উইকেট পড়ে যায়। স্টিভ স্মিথ ১২ রান করে আউট হন। ডেভিড ওয়ার্নার আবার মাত্র ৬ রানের জন্য শতরান হাতছাড়া করেন। ৯৪ রান করে আউট হন ওয়ার্নার। ক্যামেরন গ্রিন আবার ০ শূন্য রানে আউট হন। এর পর প্যাট কামিন্স এবং অ্যালেক্স ক্যারি ১২ রান করে আউট হয়ে যান।

দিনের শেষে অপরাজিত রয়েছেন ট্রেভিস হেড এবং মিচেল স্টার্ক (১০)। হেড এ দিন নিজের কেরিয়ারে তৃতীয় টেস্ট শতরান করে ফেললেন। তবে অ্যাসেজের মঞ্চে এটাই প্রথম শতরান তাঁর। অলি রবিনসন ৩ উইকেট নিয়ে ফেলেছেন।

বন্ধ করুন
Live Score