বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > IND vs BAN: অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ শুনেই জানতাম ভালো ক্রিকেটিং শট খেলতে হবে, ঘুরিয়ে অনেককে জবাব কোহলির

IND vs BAN: অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ শুনেই জানতাম ভালো ক্রিকেটিং শট খেলতে হবে, ঘুরিয়ে অনেককে জবাব কোহলির

বিরাট কোহলি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে একেবারে বিধ্বংসী মেজাজে রয়েছেন কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচেও তিনি সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন। দলের জয় এবং নিজের ব্যাটিংয়ে খুশি ভারতের প্রাক্তন অধিনায়ক।

জোড়া অর্ধশতরান কেএল রাহুল এবং বিরাট কোহলির। দুই তারকা ক্রিকেটারের ব্যাটে ভর করে ১৮০ রানের গণ্ডি টপকায় ভারত। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে টিম ইন্ডিয়া। পাশাপাশি আরও একটি বিশ্ব রেকর্ড করে ফেলেন বিরাট কোহলি। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেই সঙ্গে তিনি আরও এক বার ম্যাচের নির্বাচিত হন।

কোহলি এই বিশ্বকাপে যেন স্বপ্নের ফর্মে রয়েছেন। ৪ ইনিংসে ২২০ রান করে ফেলেছেন তিনি। তাঁর এই সাফল্যের পিছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কোহলি দাবি করেছেন, ‘যেটা অতীত, সেটা অতীত। তবে আমি যখনই জানতে পেরেছিলাম যে বিশ্বকাপ অস্ট্রেলিয়ায়, আমি খুব আনন্দ পেয়েছিলাম। আমি জানতাম ,ভালো ক্রিকেটিং শটই হবে আসল চাবিকাঠি। আমি জানতাম অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা দলের জন্য কাজে আসবে।’ এ কথা বলে হয়তো নিন্দুকদেরই সমালোচনার জবাব আরও একবার ঘুরিয়ে দিলেন কিং কোহলি।

আরও পড়ুন: মাঠের বাইরে ব্রাশ হাতে কেন ঘুরছিলেন থ্রো-ডাউন এক্সপার্ট রঘু?কারণ জানলে অবাক হবেন

নিজের এ দিনের ব্যাটিং নিয়ে বিরাট বলেছেন, ‘ব্যাট হাতে একটা ভালো দিন ছিল আমার। পুরো ইনিংসেই খেলার চেষ্টা করেছি। আমি যখন নামলাম, তখন চাপ ছিল। বল ভাল দেখতে পাচ্ছিলাম। উইকেটে গতি বেশ ভাল ছিল। এমন গতিই আমার পছন্দ।’

তবে ম্যাচ একেবারে শেষ বল পর্যন্ত গড়ায়। যেটা পছন্দ হয়নি বিরাটের। ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আফসোস করে বলছিলেন, ‘খুব হাড্ডাহাড্ডি ম্যাচ। অবশ্য এতটা রুদ্ধশ্বাস হয়ে গিয়েছিল, যেটা আমরা চাইনি।’

আরও পড়ুন: কেন অভিজ্ঞ শামিকে ছেড়ে আর্শকে দিলেন শেষ ওভারের গুরুদায়িত্ব, বুঝিয়ে বললেন রোহিত

তবে অ্যাডিলেড নিয়ে কোহলি কিন্তু নস্ট্য়ালজিক হয়ে পড়েছিলেন। বলেও ফেলেন, ‘আমি এই মাঠে খেলতে খুব ভালোবাসি। ঠিক পিছনের নেট থেকে, আমি প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মনে হয় আমার ঘরের মাঠে এসে পড়েছি। আমি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যে নকটা খেলেছি, সেটা দরকার ছিল। কিন্তু আমি যখন এখানে আসি, তখন মনে হয় আমি অ্যাডিলেডে এসে আমার ব্যাটিং উপভোগ করতে চাই।’

বুধবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পর চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলিই হলেন সর্বোচ্চ রান শিকারি। ৪টি ম্যাচ খেলে কোহলি করেছেন ২২০ রান। সর্বোচ্চ অপরাজিত ৮২। স্ট্রাইক রেট ১৪৪.৭৩। গড় ২২০। এখনও পর্যন্ত তিনটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। সেই তিনটি ইনিংসেই অপরাজিত তিনি।

বন্ধ করুন