Updated: 31 Oct 2022, 07:39 PM IST
লেখক Sanjib Halder
টি-টোয়েন্টি বিশ্বকাপে ধাক্কা খেল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পেসের সামনে দাঁড়াতে পারলেন না রোহিত শর্মারা। সেই হারের ফলে ভারতের সেমিফাইনালে ওঠার রাস্তা তেমন কঠিন না হলেও পরবর্তীতে সেই হারের 'ব্যথা' মালুম হতে পারে ভারতের।