বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: ডিআরএস লটারির মতন- সমালোচনা এড়াতে দাবি রোহিতের

IND vs AUS: ডিআরএস লটারির মতন- সমালোচনা এড়াতে দাবি রোহিতের

রোহিত শর্মা এবং বিরাট কোহলি।

ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ভুলভাল ডিআরএস নেন রোহিত শর্মা। রবীন্দ্র জাদেজার পীড়াপীড়িতে বেশ তিনটি রিভিউ নেন, তিনটিই ভারতের পক্ষে যায়নি।

শুভব্রত মুখার্জি: বর্তমান সময়ে ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ ডিআরএস অর্থাৎ ডিসিশন রিভিউ সিস্টেম। আম্পায়ারের কোনও সিদ্ধান্ত পছন্দ না হল, বা ভুল বলে মনে হলে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো সম্ভব। চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে এই ডিআরএসের ব্যবহারের ক্ষেত্রে বারবার সমস্যায় পড়তে হয়েছে ভারতীয় দলকে। বিশেষ করে ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সময়ে এই সমস্যা আরও বেশি করে দেখা দিয়েছে। রবীন্দ্র জাদেজার পীড়াপীড়িতে বেশ কয়েক বার ভুল ডিআরএস নিয়ে ফেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনটি রিভিউ তিনটিই ব্যবহার করে ফেলেন রোহিত। যদিও একটিও ভারতের পক্ষে যায়নি। আমদাবাদ টেস্টের প্রথম দিনে রোহিত শর্মাকে ডিআরএস ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। যার উত্তরে রোহিতের স্পষ্ট জবাব, ডিআরএস লটারির মতন। দলগুলোকে আরও ভালো ভাবে ব্যবহার করতে হবে।

আরও পড়ুন: প্রোটিয়া বোলারদের দাপটে ২৫১-তে খেল খতম WI-এর,দ্বিতীয় দিনের শেষে SA এগিয়ে ৭৩ রানে

রোহিত বলেন, ‘সত্যি বলছি জাড্ডু (রবীন্দ্র জাদেজা) ভাবে প্রতি বলেই বুঝি (ব্যাটার) আউট হয়। খুব উত্তেজিত থাকে প্রতিটা বিষয় নিয়ে। খেলাটার বিষয়ে জাড্ডু খুব প্যাশানেট। এই জায়গাতেই আমার ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি জাদেজাকে বলি, ভাই একটু রিল্যাক্স কর। স্ট্যাম্পের আশেপাশে যদি বল প্যাডে লাগছে তো ঠিক আছে। ওই ক্ষেত্রে তো বল স্ট্যাম্পেও লাগছিল না। বল তো পিচও করছিল স্ট্যাম্প লাইনের বাইরে। আমাদের বাজে ভুল হয়েছে সে দিন। আমরা আমদাবাদ ম্যাচে সেই ভুল শুধরাতে চাই।’

আরও পড়ুন: WTC ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়াই, শ্রীলঙ্কাকে খাটো করলেন মঞ্জরেকর

ডিআরএস নিয়ে বলতে গিয়ে রোহিত শর্মা বলেন, ‘ডিআরএস বেশ জটিল একটা বিষয়। এটা অনেকটা লটারির মতন। তুমি ঠিক সিদ্ধান্ত নেওয়ার পর ডিআরএস যদি তোমাকে ঠিক দেখায়, তবেই তুমি ঠিক। ডিআরএসের বেশ কিছু জিনিস বোঝার রয়েছে। যেমন বল স্ট্যাম্পের লাইনে পিচ করেছে কিনা? প্যাডে বলটা উইকেটের মধ্যে লেগেছে কিনা ? ভারতে পিচে সেই রকম বাউন্স থাকে না। ফলে রিভিউয়ের ক্ষেত্রে সেই দিকটাও মাথায় রাখতে হবে। গত ম্যাচে ইন্দোরে বল খুব স্পিন করেছে। ফলে বল কোথায় পিচ করছে সেটা মাথাতে রাখতেই হবে। দিল্লিতেও বল স্পিন করছিল, সেখানে বলের লাইন,বল কোথায় লেগেছে এইগুলো মাথায় রাখতে হচ্ছিল। আমি এটা মেনে নিচ্ছি যে, ইন্দোরে আমরা সঠিক সিদ্ধান্ত নিইনি ডিআরএস নিয়ে। তবে এটাও মাথায় রাখতে হবে ডিআরএসের ক্ষেত্রে ভরত (শ্রীকর) একেবারে নতুন। ভারতের হয়ে ভরত সবে মাত্র কিপিং করছে। রঞ্জিতে ভরত কিন্তু ডিআরএস ব্যবহারের সুবিধা পায় না।’

বন্ধ করুন