বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: WTC Final-এর মতো ম্যাচের জন্য ওভালের পিচ একেবারেই প্রস্তুত নয়- বিস্ফোরক দাবি শামির

IND vs AUS: WTC Final-এর মতো ম্যাচের জন্য ওভালের পিচ একেবারেই প্রস্তুত নয়- বিস্ফোরক দাবি শামির

পিচ নিয়ে বিস্ফোরক মন্তব্য মহম্মদ শামির।

শুক্রবারই ওভালের পিচ নিয়ে শার্দুল ঠাকুর বলেছিলেন, ‘আমার মনে হচ্ছে, পিচ ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। যেমনটা আমরা অন্য বার দেখেছি।’ শার্দুলের পর একই বোমা ফাটালেন শামিও। অভিজ্ঞ পেসার সাফ বলে দিয়েছেন, এই পিচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না।

এবার পিচ নিয়ে ক্ষোভ উগরালেন মহম্মদ শামি। এর আগে শার্দুল ঠাকুর একই দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমার মনে হচ্ছে পিচ ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। যেমনটা আমরা অন্য বার দেখেছি।’ শার্দুলের পর একই বোমা ফাটালেন শামিও। ভারতের অভিজ্ঞ স্পিডস্টার মহম্মদ শামি সাফ জানিয়ে দেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য যে পিচ ব্যবহার করা হচ্ছে, তা সেই মাত্রার খেলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না।

শামি এও বলেছেন, পিচে বিভিন্ন ধরনের বাউন্স খুব বেশি ছিল। তবে প্রথম তিন দিনের তুলনায় চতুর্থ দিনে পিচ ঠিকঠাক আচরণ করেছে। চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর শামি বলেছেন, ‘টেস্ট ম্যাচের ক্ষেত্রে খেলা চলার সঙ্গে সঙ্গে পিচগুলি স্লো হয়ে যায়। তবে আমি মনে করি না, এই পিচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। এটি পুরোপুরি প্রস্তুত ছিল না। কিন্তু খেলা চলাকালীন ধীরে ধীরে এটি টেস্টের জন্য তৈরি হয়েছে।’

আরও পড়ুন: দিনের খেলা শেষ হতেই টুইটার, ইনস্টায় ছবি পোস্ট করে বিতর্কিত আউট নিয়ে বিরক্তি প্রকাশ শুভমনের

৪৪৪ রানের বিশাল রানের বোঝা পিঠে চাপিয়ে তাদের দ্বিতীয় ইনিংসে লড়াই শুরু করেছিল ভারত। চতুর্থ দিনের শেষে তাদের স্কোর ৩ উইকেট হারিয়ে ১৬৪। জিততে এখনও ২৮০ রান প্রয়োজন। শনিবার ক্রিজে থাকা বিরাট কোহলি (৬০ বলে অপরাজিত ৪৪) এবং অজিঙ্কা রাহানে (৫৯ বলে অপরাজিত ২০) পঞ্চম দিনে ফের লড়াই শুরু করবেন। তাঁদের ঘাড়ে বিশাল দায়িত্ব। শামি মনে করেন, তাঁর দলের কাছে রবিবার ইতিহাস গড়ার বড় সুযোগ রয়েছে। তিনি বলেছেন, ‘টেস্ট ম্যাচের সিদ্ধান্ত হওয়া উচিত পঞ্চম দিনে এবং শেষ সেশনে। একেই বলে যথাযথ পরীক্ষা।’

আরও পড়ুন: ৪৪৪ রান তাড়া করে জয়? টেস্টের আগের পরিসংখ্যান কিন্তু ভারতকেই চাপে রাখছে, জিতলে রেকর্ড হবে

শামি বিশ্বাস করেন যে, বাকি ব্যাটসম্যানরা যদি সঠিক ভাবে খেলেন, তা হলে বাকি ২৮০ রান করাটা কঠিন হবে না। সেটা ভারতের নাগালের মধ্যেই থাকবে। তিনি বলেওছেন, ‘বাকিরা যদি ভালো ব্যাট করে, ২৮০ রান বড় স্কোর নয়। তাই আমি মনে করি, টেস্ট ম্যাচ হিসেবে আপনার স্বাভাবিক ব্যাটিং করা উচিত। খেলার উপর মনোযোগ দিতে হবে। দীর্ঘ লক্ষ্যের দিকে তাকানো উচিত নয়। ছোট ছোট লক্ষ্য ধরে এগোলে সাফল্য আসবে।’

ভারতের তারকা পেসার যোগ করেছেন, ‘একশো শতাংশ সবাই বিশ্বাস করে যে, আমরা ম্যাচটি জিতব। আমরা সব সময়ে লড়াই করি, আমরা সারা বিশ্বের সর্বত্র ভালো পারফর্ম করছি। তাই বিশ্বাস করি, আমরা সবাই মিলেই এই ম্যাচ জিতব।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

স্বাস্থ্যকর হলেও এই ৫ খাবার বাড়িয়ে দেয় ওজন, মেপে মেপে খান এগুলি মাওবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে খুলে গেল স্কুল, দু’‌দশক পর ফিরল শিক্ষার আলো রোগী কল্যাণ সমিতিতে শুধুই চিকিৎসকরা, রাজনৈতিক নেতাদের সরিয়ে দিলেন মমতা 'আমার মেয়েটাকে যেভাবে গলা টিপে মেরেছে, আন্দোলনকে ঠিক সেভাবে মারতে চাইছেন দিদি' অভিনেত্রীকে যৌন হেনস্থার ঘটনায় FIR অরিন্দমের বিরুদ্ধে! টলিউডে কোণঠাসা পরিচালক ১১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মহালক্ষ্মী ব্রত, জেনে নিন এই পুজোর নিয়ম ও গুরুত্ব পরিবর্তিনী একাদশীতে এই ৫ জিনিস করুন দান, সমস্ত ঝামেলা থেকে মিলবে মুক্তি মামলা করেছি, ১ লাখ টাকা দে! JU-র হস্টেলেই বৈঠক ‘র‌্যাগারদের’, মারা গিয়েছিল ছাত্র আজ কী রাতে নেচে শিক্ষকদের মনোরঞ্জন খুদদের! ভাইরাল ভিডিয়ো দেখে ক্ষুব্ধ নেটপাড়া নাক দিয়ে গলায় ঢুকে বুকে আটকালো আরশোলা, ঘুম ভাঙতেই বিপাকে চিনা ব্যক্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.