বাংলা নিউজ > ময়দান > IND vs AUS, WTC Final 2023: ভারতের প্রত্যাবর্তনে কোহলিই ভরসা হবে- সকলকে চমকে সৌরভের মুখে রাম থুড়ি বিরাট নাম

IND vs AUS, WTC Final 2023: ভারতের প্রত্যাবর্তনে কোহলিই ভরসা হবে- সকলকে চমকে সৌরভের মুখে রাম থুড়ি বিরাট নাম

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলি।

রোহিত শর্মারা প্রত্যাবর্তন করে এই ফাইনাল জিততে পারে বলে মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তাদের জেতাতে ভূমিকা নিতে পারেন বিরাট কোহলি। সৌরভের মুখে কোহলির নাম শুনে সকলেই চমকে গিয়েছেন। এ যেন অনেকটা ভূতের মুখে রাম নামের মতো।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৬৯ রান তাড়া করতে নেমে ৭১ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল ভারত। সাজঘরে ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলির মতো ভারতের চার স্তম্ভ। সেখান থেকে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া প্রথমে রবীন্দ্র জাদেজা, এবং পরে অজিঙ্কা রাহানে ও শার্দুল ঠাকুরের লড়াইয়ের হাত ধরে ঘুরে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত টেনেটুনে ২৯৬ রানে গিয়ে তাদের ইনিংস শেষ হয়। প্রথম ইনিংসে ১৭৩ রানের বড় লিড পায় অস্ট্রেলিয়া।

এর পরেও অবশ্য রোহিত শর্মারা প্রত্যাবর্তন করে এই ফাইনাল জিততে পারে বলে মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ধারাভাষ্য দেওয়ার সময়েই সৌরভ দাবি করেছেন, ‘রাহানের লড়াই দেখে আমি মুগ্ধ। চাপের মুখে শার্দুল অসাধারণ ব্যাট করেছে। তাই আমার মনে হয়, ভারতীয় দল এই অবস্থা থেকে কামব্যাক করতেই পারে।’ তবে এর জন্য শর্তও রেখেছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক। কী সেই শর্ত?

আরও পড়ুন: আউট হয়েও হলেন না সিরাজ, সাজঘরে হাঁটা লাগিয়েছিল অজি দল, ফের নামতে হল মাঠে- ভিডিয়ো

বাংলার মহারাজ বলেছেন, ‘যদি ভারতকে ৩৬০ বা ৩৭০ রান তাড়া করতে হয়, তা হলে ভারতের হাতে ম্যাচ থাকবে। ওদের দলে বিরাট কোহলি আছে, রান তাড়া করার ক্ষেত্রে বিশ্বের সেরা প্লেয়ার এবং এ ছাড়াও আরও ভালো মানের বেশ কিছু প্লেয়ার রয়েছে। তাই গত দু'দিনে যে কোনও কিছু ঘটতে পারে।’ সৌরভের মুখে কোহলির নাম শুনে সকলেই চমকে গিয়েছেন। এ যেন অনেকটা ভূতের মুখে রাম নামের মতো।

ভারতের হয়ে, কামব্যাক ম্যান অজিঙ্কা রাহানে ১২৯ বলে একটি ৮৯ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। আর শার্দুল ঠাকুর ১০৯ বলে গুরুত্বপূর্ণ ৫১ রান করেন। এ ছাড়া দ্বিতীয় দিনে রবীন্দ্র জাদেজা ৫১ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন। ভারতের বাকি ব্যাটারদের অবস্থা অবশ্য তথৈবচ।

আরও পড়ুন: ওভালে হাফসেঞ্চুরি করে ব্র্যাডম্যান, বর্ডারের রেকর্ড স্পর্শ করলেন শার্দুল

ভারতের টপ-অর্ডারে খেলা রোহিত (১৫), শুভমন (১৩), পূজারা (১৪), কোহলিদের (১৪) ফ্লপ শো দেখার পর, জাদেজার ইনিংস ছিল কিছুটা অক্সিজেন। এর পর ভরসা জোগান রাহানে আর শার্দুল। রাহানে-শার্দুল জুটি সপ্তম উইকেটে ১০৯ রান যোগ করে। যা ভারতকে ফলোয়ান বাঁচাতে সাহায্য করে। তবে তাঁদের লড়াইয়ে ফসোয়ান বাঁচলেও, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৭৩ রানের বিশাল লিড পায়। টিম ইন্ডিয়ার জন্য যেটা চাপের হয়ে গেল।

তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ৪ উইকেট পড়ে গিয়েছে। তৃতীয় দিনের শেষে ৪ উইকেটে ১২৩ রান অজিদের। তবে বিশাল লিড থাকায় অস্ট্রেলিয়া তৃতীয় দিনের শেষে ২৯৬ রানে এগিয়ে রয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক ভারত-পাকিস্তান ম্যাচ যে স্টেডিয়ামে হবে,তার কাজ এখনও অনেকটাই বাকি,তবু আশাবাদী ICC কাজ দেয়নি দিদি,পেটের টানে মোদীর 'দেশে', মালদায় কী বলছে পরিযায়ীদের পরিবার? ‘রুসলান’-এর প্রিমিয়ারে ভাগ্নির কপালে চুমু খেলেন সলমন, মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো রক্তের টান এড়াতে পারলেন না! ক্রুষ্ণার সঙ্গে ঝামেলা ভুলে ভাগ্নির বিয়েতে গোবিন্দা টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন লোকসভা নির্বাচনে VVPAT'র ১০০% ভোট গণনা হবে? রায়দান করে কী জানাল সুপ্রিম কোর্ট বুথের সামনেই সুকান্তকে শুনতে হল ‘গো–ব্যাক’ স্লোগান‌, মেজাজ হারান প্রার্থী ‘বাংলাদেশকে দেখলে লজ্জা পাই’, বলছেন আর্থিক সঙ্কটে বেহাল পাক প্রধানমন্ত্রী বেঙ্গালুরুর 'স্ট্রাইক রেট' যেন বাড়ে, হাফ প্যান্ট পরে ভোটের লাইনে রাহুল দ্রাবিড়

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.