বাংলা নিউজ > ময়দান > লর্ডসে ফিরল ২০ বছর আগের সিডনির ইতিহাস, পোলক-এনতিনির কথা মনে করালেন টপলি-উইলি জুটি

লর্ডসে ফিরল ২০ বছর আগের সিডনির ইতিহাস, পোলক-এনতিনির কথা মনে করালেন টপলি-উইলি জুটি

দাপুটে বোলিং টপলির। ছবি- এএফপি (AFP)

দীর্ঘ দুই দশক পরে ওয়ান ডে ক্রিকেটে বিরল এক ঘটনার সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা।

লর্ডসে ফিরল ২০ বছর আগের সিডনির ইতিহাস। দীর্ঘ দুই দশক পরে একদিনের আন্তর্জাতিক ম্যাচে আবার দেখা গেল বিরল এক ছবি।

লর্ডসে ইংল্যান্ডের ঝুলিয়ে দেওয়া ২৪৭ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নামে ভারত। তবে ইনিংসের প্রথম চার ওভারে ভারতের কোনও ব্যাটসম্যান খাতা খুলতে পারেননি। প্রথম চার ওভারে ভারত ৫ রান সংগ্রহ করে বটে, তবে ৫ রানই আসে অতিরিক্ত হিসেবে।

২.২ ওভারে টপলির বল রোহিতের পায়ে লেগে বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। লেগ-বাই চার রান পেয়ে যায় ভারত। পরে ২.৫ ওভারে টপলির বল কোহলির পায়ে লাগলে ১ রান সংগ্রহ করে ভারত। সুতরাং রীস টপলি ও ডেভিড উইলি নিজেদের প্রথম ২টি করে ওভার মেডেন নেন।

ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন

ওয়ান ডে ক্রিকেটে শেষবার এমন ছবি দেখা গিয়েছিল ২০০২ সালে। সিডনিতে ত্রিদেশীয় ভিবি সিরিজের ফাইনালে (দুই ম্যাচের ফাইনালের দ্বিতীয় ম্যাচে) নিউজিল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দুই পেসার শন পোলক ও মাখায়া এনতিনি নিজেদের প্রথম ২টি করে ওভারে কোনও রান খচর করেননি। ৪ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ছিল শূন্য। ব্যাটসম্যান ছিলেন ন্যাথন অ্যাস্টল ও লউ ভিনসেন্ট।

আরও পড়ুন:- নিষিদ্ধ ড্রাগ নিয়ে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত বাংলাদেশের পেসার

লর্ডসে অবশ্য প্রথম চার ওভারে তিনজন ভারতীয় ব্যাটসম্যান ব্যাট করনে। রোহিত আউট হলে ধাওয়ানের সঙ্গে ক্রিজে যোগ দেন বিরাট কোহলি।

বন্ধ করুন