বাংলা নিউজ > ময়দান > IND vs ENG: লড়েও শেষরক্ষা হল না, গতবারের ফাইনালের মতো এবারও বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হার মানল ভারত
লড়াই চালাচ্ছে ইংল্যান্ড। ছবি- আইসিসি।

IND vs ENG: লড়েও শেষরক্ষা হল না, গতবারের ফাইনালের মতো এবারও বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হার মানল ভারত

লড়াকু শতরানে দলের জয় নিশ্চিত করেন হেথার নাইট।

চলতি আইসিসি মহিলা বিশ্বকাপের প্রথম তিন ম্যাচের দু'টিতে দাপুটে জয় তুলে নেয় ভারত। শুরুতে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেন মিতালি রাজরা। পরে আয়োজক নিউজিল্যান্ডের কাছে হারতে হলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফের জয়ে ফেরে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবার মিতালিদের সামনে ছিল পুরনো শত্রু ইংল্যান্ডের চ্যালেঞ্জ। এই ইংল্যান্ডের কাছেই গতবারের ফাইনালে হেরে খেতাব হাতছাড়া করতে হয়েছিল ভারতকে। সেদিক থেকে মিতালিদের সামনে বদলে নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার চেনা ছন্দে ছিল না। তারা টুর্নামেন্টে নিজেদের প্রথম তিন ম্যাচে পরাজিত হয়েছে। ভারতের বিরুদ্ধে জয়ে ফিরতে না পারলে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা চেপে বসত হেথার নাইটদের ঘাড়ে। যদিও বদলা নেওয়া তো দূরের কথা, মিতালিরা হেরে বসেন ব্রিটিশদের কাছে। দুর্দান্ত বোলিং করে ইংল্যান্ড। ভারতকে তারা দেড়শো রানের গণ্ডিও টপকাতে দেয়নি। সস্তায় গুটিয়ে যায় মিতালিদের ইনিংস। পালটা ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ইংল্যান্ডের ব্যাটারদের। যদিও লো-স্কোরিং ম্যাচে জয় তুলে নিতে বিশেষ অসুবিধা হয়নি নাইটদের।

16 Mar 2022, 12:35:00 PM IST

ম্যাচের সেরা চার্লি ডিন

২৩ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের চার্লি ডিন। তিনি ফিরিয়ে দিয়েছেন হরমনপ্রীত কউর, স্নেহ রানা, পূজা বস্ত্রকার ও মেঘনা সিংকে।

16 Mar 2022, 11:49:05 AM IST

৪ উইকেটে হার ভারতের

ভারতের ১৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৩১.২ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ১১২ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় নিশ্চিত করেন হেথার নাইটরা। ক্যাপ্টেন নাইট ৮টি বাউন্ডারির সাহায্যে ৭২ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৫ রান করে নট-আউট থাকেন সোফি একলেস্টোন। মেঘনা সিং ২৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।

16 Mar 2022, 11:33:28 AM IST

ব্রান্ট আউট

২৯.৩ ওভারে মেঘনা সিংয়ের বলে রিচার দস্তানাতেই ধরা দেন ক্যাথেরিন ব্রান্ট। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। ইংল্যান্ড ১২৮ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার সোফি একলেস্টোন। ৩০ ওভারে ইংল্যান্ডের স্কোর ১২৯/৬। জয়ের জন্য ৬ রান দরকার ইংল্যান্ডের।

16 Mar 2022, 11:30:33 AM IST

ডাঙ্কলিকে ফেরালেন মেঘনা

২৯.১ ওভারে মেঘনা সিংয়ের বলে রিচার দস্তানায় ধরা পড়েন সোফিয়া ডাঙ্কলি। ৪টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ১৭ রান করে আউট হন সোফিয়া। ইংল্যান্ড ১২৮ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার ক্যাথেরিন ব্রান্ট।

16 Mar 2022, 11:25:08 AM IST

হাফ-সেঞ্চুরি নাইটের

৮টি বাউন্ডারির সাহায্যে ৬৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হেথার নাইট। ২৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর৪ উইকেটে ১২২। নাইট ৫০ ও ডাঙ্কলি ১২ রানে ব্যাট করছেন।

16 Mar 2022, 11:14:58 AM IST

জোনসকে ফেরালেন গায়কোয়াড়

২৪.৪ ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে হরমনপ্রীত কউরের হাতে ধরা পড়েন অ্যামি জোনস। ১টি ছক্কার সাহায্যে ২৮ বলে ১০ রান করে ক্রিজ ছাড়েন জোনস। ইংল্যান্ড ১০২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার সোফিয়া ডাঙ্কলি। ২৫ ওভারে ইংল্যান্ডের স্কোর ১০৪/৪।

16 Mar 2022, 10:54:22 AM IST

২০ ওভারে ইংল্যান্ড ৮০/৩

২০ ওভার শেষে ইংল্যান্ড ৩ উইকেটের বিনিময়ে ৮০ রান তুলেছে। জয়ের জন্য ৩০ ওভারে ব্রিটিশদের দরকার ৫৫ রান। ৫২ বলে ২৯ রান করেছেন নাইট। ১ রানে ব্যাট করছেন জোনস।

16 Mar 2022, 10:46:23 AM IST

ন্যাট সিভার আউট

৪.৪ ওভারে ব্যক্তিগত ৪ রানের মাথায় ভাগ্য সঙ্গে দেওয়ায় আউট হওয়া থেকে বেঁচে গিয়েছিলেন ন্যাট সিভার। শেষমেশ ১৬.৬ ওভারে পূজা বস্ত্রকারের বলে ঝুলনের হাতে ধরা পড়েন তিনি। ৮টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন সিভার। ইংল্যান্ড দলগত ৬৯ রানের মাথায় ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার অ্যামি জোনস। নাইট ব্যাট করছেন ব্যক্তিগত ১৯ রানে।

16 Mar 2022, 10:34:16 AM IST

৫০ টপকাল ইংল্যান্ড

১৫ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৫৯ রান। ন্যাট সিভার ৪২ বলে ৪১ রান করেছেন। ৩৫ বলে ১৩ রান করেছেন হেথার নাইট। সিভার ৭টি বাউন্ডারি মেরেছে

16 Mar 2022, 10:18:12 AM IST

১০ ওভারে ইংল্যান্ড ৩৪/২

১০ ওভার শেষে ইংল্যান্ড ২ উইকেট হারিয়ে ৩৪ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য ৪০ ওভারে তাদের দরকার ১০১ রান। ন্যাট সিভার ২০ বলে ২১ রান করেছেন। ২৭ বলে ৯ রান করেছেন হেথার নাইট।

16 Mar 2022, 10:00:07 AM IST

ভাগ্যের সঙ্গে পেলেন নাতালি

৪.৪ ওভারে ঝুলনের বল স্টাম্পে লাগলেও বেল পড়েনি। ফলে কার্যত বোল্ড হয়েও বেঁচে যান ন্যাট সিভার। পরের বলেই তিনি বাউন্ডারি মারেন। ৫ ওভারে ইংল্যান্ডের স্কোর ১৬/২। সিভার ৮ ও নাইট ৪ রানে ব্যাট করছেন।

16 Mar 2022, 09:49:18 AM IST

বিউমন্টকে ছেঁটে ফেললেন ঝুলন

ব্যাট হাতে ইনিংসের শুরুটা যতটা খারাপ হয়, বল হাতে ভারত ইনিংস শুরু করে ততটাই দারুণভাবে। ২.৬ ওভারে ট্যামি বিউমন্টকে এলবিডব্লিউর ফাঁদে জড়ালেন ঝুলন গোস্বামী। ১০ বলে ১ রান করে মাঠ ছাড়েন ট্যামি। ইংল্যান্ড ৪ রানে দুই ওপেনারকে হারিয়ে বসে। ক্রিজে নতুন ব্যাটার ন্যাট সিভার।

16 Mar 2022, 09:38:07 AM IST

ওয়াটকে ফেরালেন মেঘনা

দ্বিতীয় ওভারে বল করতে এসে নিজের প্রথম বলেই মেঘনা সিং তুলে নেন ড্যানি ওয়াটের উইকেট। ৩ বলে ১ রান করে রানার হাতে ধরা পড়েন ওয়াট। ইংল্যান্ড ৩ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার হেথার নাইট। লো স্কোরিং ম্যাচে যেমন শুরু করা দরকার ছিল, ভারতের বোলিং ইনিংস শুরু হয়ে ঠিক সেভাবেই। প্রথম ওভারে কোনও রান খরচ করেননি মেঘনা। ২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩/১।

16 Mar 2022, 09:32:21 AM IST

ইংল্যান্ডের রান তাড়া করা শুরু

ইংল্যান্ডের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন ট্যামি বিউমন্ট ও ড্যানি ওয়াট। ভারতের হয়ে বোলিং শুরু করেন ঝুলন গোস্বামী। প্রথম ওভারে ৩ রান ওঠে।

16 Mar 2022, 09:02:36 AM IST

ভারত ১৩৪ রানে অল-আউট

৩৬.২ ওভারে চার্লি ডিনের বলে বোল্ড হন মেঘনা সিং। ভারত ১৩৪ রানে অল-আউট হয়ে যায়। সুতরাং, জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১৩৫ রান। মেঘনা ১২ বলে ৩ রান করেন। ৩ বলে ১ রান করে অপরাজিত থাকেন রাজেশ্বরী। চার্লি ২৩ রানে ৪ উইকেট দখল করেন। ২০ রানে ২টি উইকেট নিয়েছেন শ্রুবসোল। ভারতের হয়ে সব থেকে বেশি ৩৫ রান করেন স্মৃতি মন্ধনা। ৩৩ রান করেন রিচা।

16 Mar 2022, 08:53:56 AM IST

ঝুলনকে ফেরালেন ক্রস

৩৩.৫ ওভারে কেট ক্রসের বলে ড্যানি ওয়াটের হাতে ধরা পড়েন ঝুলন গোস্বামী। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ২০ রান করেন ঝুলন। ভারত ১২৯ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটার রাজেশ্বরী গায়কোয়াড

16 Mar 2022, 08:49:48 AM IST

রান-আউট রিচা

ছন্দে ছিলেন। ঝুলনকে নিয়ে কার্যকরী পার্টনিরশিপ গড়ছিলেন। তবে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে সাজঘরে ফিরতে হল রিচা ঘোষকে। ৩৩.১ ওভারে রিচা আউট হওয়ার পরে ভারতের স্কোর ১২৩/৮। রিচা ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৬ বলে ৩৩ রান করেন। ক্রিজে নতুন ব্যাটার মেঘনা সিং।

16 Mar 2022, 08:47:06 AM IST

৩৩ ওভারে ভারত ১২৩/৭

৩৩ ওভার শেষে ভারত ৭ উইকেট হারিয়ে ১২৩ রান তুলেছে। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১ বলে ১৬ রান করেছেন ঝুলন। ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৬ বলে ৩৩ রান করেছেন রিচা।

16 Mar 2022, 08:35:22 AM IST

১০০ টপকাল ভারত

ঝুলন গোস্বামীকে সঙ্গে নিয়ে ভারতকে দলগত ১০০-র গণ্ডি পার করালেন রিচা ঘোষ। ৩০ ওভার শেষে ভারত ৭ উইকেটের বিনিময়ে ১০৩ রান তুলেছে। রিচা ৪টি বাউন্ডারির সাহায্যে ৪৯ বলে ২৬ রান করেছেন। ঝুলন অপরাজিত রয়েছেন ৩ রানে।

16 Mar 2022, 08:18:30 AM IST

পূজা আউট

২৪.১ ওভারে রিভিউ নিয়ে আউট হওয়া থেকে বেঁচে গিয়েছিলেন। তবে ২৪.৩ ওভারে চার্লি ডিনের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরতে হয় পূজা বস্ত্রকারকে। ৯ বলে ৬ রান করেসাজঘরে ফেরেন পূজা। ভারত দলগত ৮৬ রানে ৭ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন ঝুলন গোস্বামী। ২৫ ওভারে ভারতের স্কোর ৮৮/৭। রিচা ১৩ রানে ব্যাট করছেন।

16 Mar 2022, 08:05:47 AM IST

স্মৃতি মন্ধনা আউট

২১.৪ ওভারে সোফি একলেস্টোনের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন স্মৃতি মন্ধনা। ৪টি বাউন্ডারির সাহায্যে ৫৮ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন তারকা ওপেনার। ভারত দলগত ৭১ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার পূজা বস্ত্রকার। ২২ ওভারে ভারতের স্কোর ৭২/৬। যেরকম ধারাবাহিকভাবে উইকেট হারাচ্ছে ভারত, তাতে আশঙ্কা চেপে বসেছে যে, ১০০ রানের গণ্ডি টপকাতে পারবে তারা?

16 Mar 2022, 07:59:29 AM IST

২০ ওভারে ভারত ৬৬/৫

২০ ওভারের খেলা অতিক্রান্ত। ভারত ৫ উইকেট হারিয়ে মাত্র ৬৬ রান তুলেছে। একা কুম্ভ হয়ে লড়াই চালাচ্ছেন স্মৃতি মন্ধনা। তিনি ৫২ বলে ৩০ রান করেছেন। রিচা ঘোষ ব্যাট করছেন ব্যক্তিগত ৩ রানে।

16 Mar 2022, 07:49:55 AM IST

স্নেহ রানা আউট

নিজের প্রথম ওভারেই ইংল্যান্ডকে জোড়া সাফল্য এনে দিলেন চার্লি ডিন। ১৬.৪ ওভারে তিনি ফিরিয়ে দিলেন সদ্য ক্রিজে আসা স্নেহ রানাকে। হরমনপ্রীতের মতোই জোনসের দস্তানায় ধরা পড়েন রানা। ২ বল খেলে খেতা খুলতে পারেননি তিনি। ভারত দলগত ৬১ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। ক্রিজে নতুন ব্যাটার রিচা ঘোষ। ১৭ ওভারে ভারতের স্কোর ৬১/৫।

16 Mar 2022, 07:47:37 AM IST

সাজঘরে ফিরলেন হরমনপ্রীত

১৬.২ ওভারে চার্লি ডিনের বলে জোনসের দস্তানায় ধরা পড়েন হরমনপ্রীত কউর। ২টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন ভারতের ভাইস ক্যাপ্টেন। ভারত দলগত ৬১ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার স্নেহ রানা।

16 Mar 2022, 07:44:30 AM IST

ভারত ১৬ ওভারে ভারত ৬১/৩

বিপর্যয় রোধের মরিয়া চেষ্টা। ১৬ ওভার শেষে ভারতের মহিলা ক্রিকেট দল ৩ উইকেটে বিনিময়ে ৬১ রান তুলেছে। স্মৃতি মন্ধনা ২৮ ও হরমনপ্রীত কউর ১৪ রান করেছেন।

16 Mar 2022, 07:31:21 AM IST

৫০ রানের গণ্ডি টপকাল ভারত

ইনিংসের ১৩তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৫৪ রান। ওপেনার স্মৃতি মন্ধনা ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ২৫ রান করেছেন। ১৬ বলে ১২ রান করেছেন হরমনপ্রীত কউর। তিনি ২টি বাউন্ডারি মেরেছেন।

16 Mar 2022, 07:18:17 AM IST

ভারত ১০ ওভারে ভারত ৩৭/৩

১০ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ৩৭ রান তুলেছে। স্মৃতি মন্ধনা ৩টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ২৩ রান করেছেন। ৪ বলে ১ রান করেছেন হরমনপ্রীত কউর।

16 Mar 2022, 07:10:30 AM IST

দীপ্তি শর্মা রান-আউট

৭.৬ ওভারে রান-আউট হয়ে সাজঘরে ফিরলেন দীপ্তি শর্মা। ১০ বলে খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ভারত দলগত ২৮ রানে ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে। ক্রিজে নতুন ব্যাটার হরমনপ্রীত কউর। স্মৃতি মন্ধনা ১৬ রানে ব্যাট করছেন।

16 Mar 2022, 07:00:51 AM IST

মিতালি রাজ আউট

৫.২ ওভারে অ্যানা শ্রুবসোলের দ্বিতীয় শিকার হন মিতালি রাজ। ৫ বলে ১ রান করে সোফিয়া ডাঙ্কলির হাতে ধরা পড়েন ভারতের ক্যাপ্টেন। ভারত দলগত ২৫ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার দীপ্তি শর্মা। ৬ ওভারে ভারতের স্কোর ২৫/২। স্মৃতি মন্ধনা ১৪ রানে ব্যাট করছেন।

16 Mar 2022, 06:50:06 AM IST

ভাটিয়াকে ফেরালেন শ্রুবসোল

৩.৪ ওভারে যস্তিকা ভাটিয়ার উইকেট তুলে নেন অ্যানা শ্রুবসোল। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৮ রান করে বোল্ড হন ভারতীয় ওপেনার। ভারত দলগত ১৮ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার মিতালি রাজ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি অ্যানার ১০০তম শিকার।

16 Mar 2022, 06:46:54 AM IST

৩ ওভারে ভারত ১৩/০

৩ ওভার শেষে ভারত বিনা উইকেটে ১৩ রান তুলেছে। ১টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ৮ রান করেছেন যস্তিকা ভাটিয়া। ৮ বলে ৪ রান করেছেন স্মৃতি মন্ধনা।

16 Mar 2022, 06:35:47 AM IST

ম্যাচ শুরু

ভারতের হয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা ও যস্তিকা ভাটিয়া। ইংল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন ক্যাথেরিন ব্রান্ট। প্রথম বলেই লেগ-বাই রান দিয়ে ম্যাচ শুরু করে ভারত। প্রথম ওভারে ৩ রান ওঠে। কোনও উইকেট হারায়নি ভারত। ২ রান করেছেন যস্তিকা।

16 Mar 2022, 06:24:28 AM IST

ইংল্যান্ডের প্রথম একাদশ

ড্যানি ওয়াট, ট্যামি বিউমন্ট, হেথার নাইট (ক্যাপ্টেন), ন্যাট সিভার, অ্যামি জোনস (উইকেটকিপার), চার্লি ডিন, সোফিয়া ডাঙ্কলি, ক্যাথেরিন ব্রান্ট, সোফি একলেস্টোন, কেট ক্রস ও অ্যানা শ্রুবসোল।  

16 Mar 2022, 06:20:06 AM IST

ভারতের প্রথম একাদশ

স্মৃতি মন্ধনা, যস্তিকা ভাটিয়া, মিতালি রাজ (ক্যাপ্টেন), রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, হরমনপ্রীত কউর, স্নেহ রানা, ঝুলন গোস্বামী, মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড় ও পূজা বস্ত্রকার।

16 Mar 2022, 06:20:06 AM IST

টস জিতল ইংল্যান্ড

ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে টস জিতল ইংল্যান্ড। টস জিতে ব্রিটিশ ক্যাপ্টেন হেথার নাইট শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান মিতালিদের। সুতরাং, বে ওভালে টস হেরে শুরুতে ব্যাটিং ভারতের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভারত-পাকিস্তান ম্যাচ যে স্টেডিয়ামে হবে,তার কাজ এখনও অনেকটাই বাকি,তবু আশাবাদী ICC কাজ দেয়নি দিদি,পেটের টানে মোদীর 'দেশে', মালদায় কী বলছে পরিযায়ীদের পরিবার? ‘রুসলান’-এর প্রিমিয়ারে ভাগ্নির কপালে চুমু খেলেন সলমন, মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো রক্তের টান এড়াতে পারলেন না! ক্রুষ্ণার সঙ্গে ঝামেলা ভুলে ভাগ্নির বিয়েতে গোবিন্দা টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন লোকসভা নির্বাচনে VVPAT'র ১০০% ভোট গণনা হবে? রায়দান করে কী জানাল সুপ্রিম কোর্ট বুথের সামনেই সুকান্তকে শুনতে হল ‘গো–ব্যাক’ স্লোগান‌, মেজাজ হারান প্রার্থী ‘বাংলাদেশকে দেখলে লজ্জা পাই’, বলছেন আর্থিক সঙ্কটে বেহাল পাক প্রধানমন্ত্রী বেঙ্গালুরুর 'স্ট্রাইক রেট' যেন বাড়ে, হাফ প্যান্ট পরে ভোটের লাইনে রাহুল দ্রাবিড় স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে

Latest IPL News

টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.