বাংলা নিউজ > ময়দান > IND vs WI: ওয়ান ডে সিরিজে কেন মাঠে নামার সুযোগ পাননি? পিচ ও কম্বিনেশনের দোহাই দিয়ে হতাশা লুকোলেন চাহাল

IND vs WI: ওয়ান ডে সিরিজে কেন মাঠে নামার সুযোগ পাননি? পিচ ও কম্বিনেশনের দোহাই দিয়ে হতাশা লুকোলেন চাহাল

যুজবেন্দ্র চাহাল। ছবি- এএফপি।

India vs West Indies: তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে কেন তাঁকে রিজার্ভ বেঞ্চেই কাটাতে হয়েছে, কারণ জানালেন যুজবেন্দ্র চাহাল। 

শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় দল। সেখানে টি-২০ সিরিজের লড়াই লড়ছে দুই দেশ। এর আগে টেস্ট সিরিজ এবং ওয়ান ডে সিরিজ ভারতীয় দল ইতিমধ্যেই জিতে নিয়েছে। তবে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে এসেই ঘটেছে ছন্দপতন। হাড্ডাহাড্ডি লড়াই করে ভারতকে চার রানে হারিয়ে দিয়েছে উইন্ডিজ দল। চলতি সফরে ভারতের ওয়ান ডে স্কোয়াডে থাকলেও একটি ম্যাচেও প্রথম একাদশে খেলার সুযোগ পাননি ডানহাতি লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। এই বিষয়টি নিয়েই তাঁকে প্রশ্ন করা হয়েছিল। যার উত্তরে তিনি জানিয়েছেন, একমাত্র পিচ স্পিন সহায়ক হলেই তবে প্রথম একাদশে তিনজন স্পিনার খেলানোটা সম্ভব।

বছর শেষে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপের আসর। ভারতে সাধারণত ২২ গজ স্পিন সহায়ক হয়ে থাকে। ফলে ওডিআই বিশ্বকাপে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন চাহাল বলে মত বিশেষজ্ঞদের। আর সেই তিনিই বিশ্বকাপের আগে প্রথম একাদশে সেইভাবে খেলার সুযোগ পাচ্ছেন না। ফলে ব্যাহত হচ্ছে তাঁর ম্যাচ অনুশীলন, যা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞমহল। তাঁদের মতে যত অনুশীলন চাহাল করুন না কেন, মাঠে নেমে ২২ গজে ম্যাচ পরিস্থিতিতে বল করার কোনও ধরনের কোন বিকল্প নেই। বিষয়টি নিয়েই সরাসরি প্রশ্ন করা হয়েছিল চাহালকে।

আরও পড়ুন:- ক্যাপ্টেন একা ১৩৫, বাকিরা কেউ ১০ রানও করতে পারেননি, T20I-তে রেবেকা ভাঙলেন ল্যানিং ও ডটিনের বিশ্বরেকর্ড

যার উত্তরে তিনি জানিয়েছেন, ‘দলের সঠিক কম্বিনেশনটাই আসল। দলের জয়টাই আসল। আমি খেললাম কি খেললাম না, সেটা বড় ব্যাপার নয়। কারণ, দলে সাত নম্বরে আমরা সাধারণত হয় রবীন্দ্র জাদেজা না হয় অক্ষর প্যাটেলকে খেলাই‌। উইকেট যদি স্পিন সহায়ক হয়, তবেই প্রথম একাদশে তিনজন স্পিনার খেলানো সম্ভব। পাশাপাশি কুলদীপ যাদবও খুব ভালো ফর্মে এবং ছন্দে রয়েছে। আর সেই কারণেই টিম ম্যানেজমেন্টও ওকে সমস্ত সাপোর্ট দিচ্ছে।’

আরও পড়ুন:- LPL 2023: ষাঁড়ের মতো গুঁতোগুঁতি দুই ফিল্ডারের, ক্যাচ তো মিস হলোই, বল চলে গেল বাউন্ডারির বাইরে- ভিডিয়ো

প্রসঙ্গত ভারত ২-১ ফলে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ওয়ান ডে সিরিজে। আর অন্যদিকে টেস্টেও ভারতীয় দল ১-০ ফলে জিতেছে। তবে এবার প্রথম টি-২০ ম্যাচে ভারতকে অবশ্য চার রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন