বাংলা নিউজ > ময়দান > IND vs WI: ‘জানি কী ভাবে ৫০-কে ১০০-তে নিয়ে যেতে হবে’, বাদ পড়ার আশঙ্কার মধ্যেই ফর্ম নিয়ে আত্মবিশ্বাসী শিখর

IND vs WI: ‘জানি কী ভাবে ৫০-কে ১০০-তে নিয়ে যেতে হবে’, বাদ পড়ার আশঙ্কার মধ্যেই ফর্ম নিয়ে আত্মবিশ্বাসী শিখর

শিখর ধাওয়ান।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শিখর। বারবার বৃষ্টির ঝামেলার মধ্যে ভারত ৩৬ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল। আর ৩৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৫ রান করে। এর পরে ক্যারিবিয়ান দল ডাকওয়ার্থ-লুইস নিয়মের কারণে ৩৫ ওভারে ২৫৭ রানের লক্ষ্য পায়।  তবে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৩৭ রানে অলআউট হয়ে যায়।

শিখর ধাওয়ানের নেতৃত্বে তরুণ প্লেয়াররা ওয়েস্টন্ডিজকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতেছে। দুই দলের মধ্যে শেষ ম্যাচটি ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এই ম্যাচে টিম ইন্ডিয়া বোলিং এবং ব্যাটিং উভয় ক্ষেত্রেই উইন্ডিজকে একেবারে গুড়িয়ে দিয়েছে।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শিখর ধাওয়ান। বারবার বৃষ্টির ঝামেলার মধ্যে টিম ইন্ডিয়া ৩৬ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল। আর ৩৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৫ রান করে। এর পরে ক্যারিবিয়ান দল ডাকওয়ার্থ-লুইস নিয়মের কারণে ৩৫ ওভারে ২৫৭ রানের লক্ষ্য পায়।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজকে ১১৯ রানে হারিয়ে হোয়াইটওয়াশ করল ভারত

তবে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৩৭ রানে অলআউট হয়ে যায়। যে কারণে ভারত ১১৯ রানে জিতে ৩-০ সিরিজ পকেটে পুড়ে ফেলে।

আর ম্যাচের পর তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিখর, তেমনই নিজের ফর্ম নিয়ে আত্মবিশ্বাসী তিনি।

জুনিয়রদের নিয়ে উচ্ছ্বাস

তরুণ প্লেয়ারদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিখর। তিনি বলেছেন, ‘আমার ছেলেরা বয়সে ছোট, কিন্তু পরিপক্ক ভাবে খেলে। ওরা কমনসেন্স দেখিয়েছে। এবং নিজেদেরকে ভালো ভাবে পরিচালনা করেছিল। পুরো দল যে ভাবে পারফর্ম করেছে, সেটা গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন: আশঙ্কা সত্যি হল, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে T20 সিরিজ পাওয়া যাবে না রাহুলকে-রিপোর্ট

নিজের ফর্ম নিয়ে আত্মবিশ্বাস

শিখর দল থেকে বাদ পড়তে পারেন, সেই আশঙ্কার মাঝেও তিনি চূড়ান্ত আত্মবিশ্বাসী। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘আমি আমার ফর্ম নিয়ে সন্তুষ্ট, আমি জানি কী ভাবে ৫০-কে ১০০-তে রূপান্তর করতে হয়। প্রথম খেলায় ৯৭ রানে আউট হয়েছি, আজও ভালো খেলছিলাম। আমি রান রেট বাড়ানোর জন্য একটি ঝুঁকি নিয়ে আউট হয়েছি, তাই সব মিলিয়ে এটা ভালো ছিল।’

শুভমন গিলের প্রশংসা

শুভমন গিল ৯৮ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরাও হন তিনি। শিখর বলেন, ‘এটি কখনও কখনও ঘটে, ৯৮ রান ভালো ছিল। ওর ভালো টাইমিং ছিল। শ্রেয়স যে ভাবে এবং সবাই যে ভাবে খেলেছে, তা দারুণ ছিল।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সূর্যর দিকে শনির তির্যক দৃষ্টি, তৈরি হয়েছে ষড়ষ্টক যোগ, ৫ রাশি হবে ঝড়ের সন্মুখীন তাঁবুতে বসেই চিকিৎসা করছেন সিনিয়র, লড়াইয়ের পাঠশালায় রোগীর পাশে জুনিয়ররাও বিচ্ছেদের গুঞ্জন, তার মাঝেই SIIMA 2024- এ ঐশ্বর্যের জয়ের পর কী লিখলেন অমিতাভ? ‘আমরাও কল্কি বুঝতে পারিনি…’ অমিতাভকে কেন এমন বললেন নাতি নাত্নিরা? 'জি করদা' গানে বাড়িতেই জমিয়ে নাচ শাহিদ কাপুরের ‘‌জুনিয়র ডাক্তাররা বাচ্চা ছেলেমেয়ে’‌, কলকাতার মেয়র স্মরণ করালেন তাঁদের কর্তব্য নিজেরা ফাইনালে ওঠেনি,ভারত উঠেছে! তাই চিনকে সমর্থন পাকিস্তানের!মুখে ঝামা ঘষল ভারত সঞ্জয় রায়কে আগে থেকেই চিনতেন টালা থানার ওসি, কথা হত ফোনে 'ওঁরা ভুলে গিয়েছেন যে এই প্রতিবাদ কোথা থেকে শুরু হয়েছিল…', কেন ক্ষুব্ধ সুরজিৎ? আন্দোলনকারীদের উপর গরম জল ঢালতে বলা অভিনেত্রী অরুণার নামে খুনের চেষ্টার মামলা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.