ভারত তাদের পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে চার রানে হেরেছে। যেটা হার্দিক পান্ডিয়ার তরুণ দলের কাছে বড় ধাক্কা ছিল। জিততে ৫ ওভারে ৩৯ রানের প্রয়োজন ছিল। সেখান থেকে জেসন হোল্ডারের একটি ওভারই ম্যাচের রং বদলে দেয়। ১৬তম ওভারে মেডেন সহ জোড়া উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলে দেন জেসন হোল্ডার। সেখান থেকে ম্যাচ হেরে বসে থাকে ভারত। শেষের দিকে আর্শদীপ সিং দ্রুত কিছু রান তোলার চেষ্টা করলেও, শেষ পর্যন্ত ৭ বলে ১২ করে তিনিও আউট হয়ে বসে থাকেন।
আর্শদীপও তাঁর কোটার চার ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন। উইন্ডিজ ইনিংসের ১৯তম ওভারে ৬ রান দিয়ে জোড়া উইকেট নিয়েছিলেন আর্শদীপ। যার ফলে, ওয়েস্ট ইন্ডিজের ইনিংস মাত্র ৬ উইকেটে ১৪৯ রানে আটকে যায়। ভারতের ইনিংসের ক্ষেত্রে একমাত্র তিলক বর্মা কিছুটা লড়াই করেন। তিনি অভিষেক ম্যাচে ২২ বলে ৩৯ করেন। বাকিদের দশা তথৈবচ।
দলের হার নিয়ে খুব বেশি বিচলিত নন ভারতের তরুঁ বাঁ-হাতি ফাস্ট বোলার অর্শদীপ সিং। দলের ব্যাটিং নিয়ে প্রশ্ন করা হলে ২০ বছরের তারকা বলেন, ‘এই নিয়ে বেশি চিন্তার কিছু নেই। এমন ঘটনা ম্যাচ হারলে ঘটে। যে একাদশ নিয়ে আমরা মাঠে নেমেছিলাম, তাতে আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে, আমরা ম্যাচ জিতব। আমরা সব সময়ে আমাদের একাদশের সঙ্গে থাকি, তাতে ৬ বোলার হোক বা ৯ বোলার। এটা কোনও ব্যাপার নয়।’
আরও পড়ুন: ‘তুমি এমএস ধোনি নও’, কাকতালীয় ভাবেই আকাশ চোপড়ার কটাক্ষের উচিত জবাব দিলেন ইশান- ভিডিয়ো
সাংবাদিক সম্মেলনে এসে তিলকের পারফরম্যান্স এবং আইপিএল কী ভাবে আন্তর্জাতিক পর্যায়ে তরুণ খেলোয়াড়দের প্রস্তুত করতে সহায়তা করেছে, সেই সম্পর্কে আর্শদীপ বলেন, ‘আমরা (তিলকের উইকেট হারানোকে) টার্নিং পয়েন্ট বলতে পারি না। ও এভাবেই খেলে। ও আক্রমণাত্মক শট খেলে, এবং এতে আউট হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু আমরা যেমন দেখেছি, ওর অনেক প্রতিভা আছে।’
তিনি যোগ করেছেন, ‘অভিষেক ম্যাচে খেলতে নেমে যদি অনেক চাপ থাকে, বিশেষ করে রান তাড়া করার মুহূর্তে, সেটা কঠিন হয়। তবে ও কিছু সুন্দর শট এবং দুর্দান্ত ইনিংস খেলেছে। এভাবেই ওর পাশে থাকা উচিত এবং ভবিষ্যতে অনেক ম্যাচেই ও দলকে জয় এনে দেবে।’
আরও পড়ুন: ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর 2022 T20 WC জয়ী প্রাক্তন নাইটের
তিলক গত দুই বছরে বহু সাফল্য পেয়েছে। বিশেষ করে আইপিএলে। মুম্বই ইন্ডিয়ান্সের মিডল অর্ডারে তিনি তাঁর দক্ষতা দেখিয়েছেন। আর্শদীপ নিজেও আইপিএল-এর প্রোডাক্ট। পঞ্জাব কিংসের হয়ে তাঁর দুরন্ত বোলিংই জাতীয় দলের দরজা খুলে দিয়েছে।
আইপিএল ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খাপ খাইয়ে নেওয়াটা সহজ নয়। যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হয় প্লেয়ারদের। তবে তরুণ পেসার বলেছেন, ‘আইপিএলেও উচ্চ স্তরের ক্রিকেট রয়েছে, তবে আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলেন, তখন আপনাকে বুঝতে হবে, আপনার সেই দক্ষতার রয়েছে, তাই এই জায়গায় আছেন আপনি।’
আর্শদীপ সঙ্গে যোগ করেছেন, পরিবর্তন হল, ‘এখানে আপনাকে আপনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে, আপনি খুব বেশি ভুল করার সুযোগ পাবেন না। ভুল করলে, তার শাস্তি কিন্তু পেতেই হবে। সুতরাং এই পর্যায়ে আপনাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।