বাংলা নিউজ > ময়দান > IND vs WI: ফের উৎপাত চালালেন সেই অশ্বিন, ঘরের মাঠে সব থেকে বড় ব্যবধানে টেস্ট হার ওয়েস্ট ইন্ডিজের

IND vs WI: ফের উৎপাত চালালেন সেই অশ্বিন, ঘরের মাঠে সব থেকে বড় ব্যবধানে টেস্ট হার ওয়েস্ট ইন্ডিজের

ক্যারিবিয়ানদের বরাবর জ্বালাতন করেন অশ্বিন। ছবি- এএফপি।

India vs West Indies 1st Test: সবাই ওয়েস্ট ইন্ডিজে খেলতে যায়, ভারত লাঞ্ছিত করে সব থেকে বেশি। ঘরের মাঠে সব থেকে বড় ব্যবধানে টেস্ট হারের নতুন রেকর্ড ক্যারিবিয়ানদের।

ওয়েস্ট ইন্ডিজের উৎসবমুখর পরিবেশে ক্রিকেট খেলতে যায় সবাই, তবে ভারতীয় দল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট খেলতে গেলেই বিব্রত হতে হয় হোম টিমকে। সেদিক থেকে টিম ইন্ডিয়ার মতো উৎপেতে দল ওয়েস্ট ইন্ডিজের কাছে আর দ্বিতীয় নেই।

এমনিতে গত দুই দশকে ভারতের বিরুদ্ধে কোনও সিরিজ জেতা তো দূরের কথা, একটি টেস্টও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২০০২ সালে শেষবার ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ক্যারিবিয়ান দল। তার পর থেকে ঘরে-বাইরে ২৪টি টেস্টে ভারতের বিরুদ্ধে মাঠে নামে তারা, যার মধ্যে ৯টি টেস্ট ড্র করলেও জয় অধরা ওয়েস্ট ইন্ডিজের।

এর আগের টানা ৮টি টেস্ট সিরিজে ভারতের কাছে হারতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। নয় নম্বর সিরিজেও তারা ইতিমধ্যেই ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে। অর্থাৎ, গত ২১ বছরে ২৪টি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে অপরাজিত রয়েছে ভারতীয় দল।

একের পর এক টেস্টে শুধু হারানোই নয়, বরং ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হেনস্থা করতেও ভারতের জুড়ি মেলা ভার। ওয়েস্ট ইন্ডিজ তাদের ঘরের মাঠে সব থেকে বড় ব্যবধানে টেস্ট হেরেছে ভারতের কাছেই। সদ্য সমাপ্ত ডমিনিকা টেস্টটিই ওয়েস্ট ইন্ডিজের লাঞ্ছিত হওয়ার নতুন রেকর্ড।

আরও পড়ুন:- IND vs WI: ডমিনিকায় এরাপল্লি প্রসন্নর ৪৭ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন অশ্বিন, বুড়ো হাড়ে ভেল্কি বোধহয় একেই বলে

এবার ডমিনিকায় সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংস ও ১৪১ রানের ব্যবধানে পরাজিত করে ভারত। ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে টেস্টে এত বড় ব্যবধানে হারাতে পারেনি আর কোনও দল। যদিও এর আগের রেকর্ডটিও ছিল ভারতের নামেই। ২০১৬ সালে নর্থ সাউন্ডে ভারত ১ ইনিংস ও ৯২ রানে হারিয়ে দেয় ক্যারিবিয়ানদের। ওয়েস্ট ইন্ডিজের সেই লজ্জা এবার আরও একটু বাড়িয়ে দেয় টিম ইন্ডিয়া।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সব থেকে বড় ব্যবধানে টেস্ট হার:-
১. ভারতের কাছে এক ইনিংস ও ১৪১ রানে হার (ডমিনিকা, ২০২৩)।
২. ভারতের কাছে এক ইনিংস ও ৯২ রানে হার (নর্থ সাউন্ড, ২০১৬)।

আরও পড়ুন:- IND vs WI: সেঞ্চুরি হাতছাড়া, তবু মাঠের মাঝেই নেচে ফাটালেন কোহলি, জয় আসছে বুঝেই কি আগাম সেলিব্রেট বিরাটের?- ভিডিয়ো

উল্লেখযোগ্য বিষয় হল, ২টি ক্ষেত্রেই রবিচন্দ্রন অশ্বিন একাই উৎপাত চালান সব থেকে বেশি। ২০১৬ সালের সেই টেস্টে অশ্বিন প্রথমে ব্যাট হাতে সেঞ্চুরি করেন। ১২টি বাউন্ডারির সাহায্যে ২৫৩ বলে ১১৩ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। পরে বল হাতে দ্বিতীয় ইনিংসে ৮৩ রানের বিনিময়ে ৭টি উইকেট দখল করেন রবিচন্দ্রন। ব্যাটে-বলে একাই ক্যারিবিয়ানদের দুমড়ে দিয়ে ম্য়াচের সেরার পুরস্কার জেতেন অশ্বিন।

এবার ডমিনিকায় সেই অশ্বিনের কাছেই আত্মসমর্পণ করতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। অশ্বিন প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৭টি উইকেট নিয়ে বিধ্বস্ত করেন ক্যারিবিয়ানদের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দিল্লির পাঁচতারা হোটেলে ‘ধর্ষণ,’ অভিযুক্ত বাংলার রাজ্যপাল, তরজায় তৃণমূল-বিজেপি চিন্তার কিছু নেই বিশ্বকাপে ভালোই খেলবে, রোহিতের অফ ফর্ম নিয়ে বার্তা সৌরভের 'ছোটবেলায় ঘরের কাঁচ ভেঙেছেন, বোলার নয়,বল দেখেন', অভিষেকের সাফল্য খুশি পরিবার,কোচ ৪ দিনে ৩ দফায় ৭০০ টাকা কমল সোনার দাম, আজ তিলোত্তমায় হলুদ ধাতুর দর কত? ‘গম্ভীর না হাসলে ক্রাশকে প্রোপোজ করব না’, তরুণীর পোস্টার দেখে হেসে দিলেন গৌতম! ভুয়ো মামলা করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, হাইকোর্টের দ্বারস্থ সন্দেশখালির মাম্পি ফের মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা, অফিস টাইমে ব্যাহত পরিষেবা ‘আমি তো কানপুরের, তুমি এদিকারই’!সারেগামাপায় অনির্বাণের গান শুনে টিপ্পনী অভিজিতের ‘হিন্দু-মুসলিম করলে জনপ্রতিনিধি হিসেবে যোগ্যতা হারাব’, মোদীর গলায় ‘ভিন্ন সুর’ ৮১-র অমিতাভের জীবনে নতুন ‘বেবি’র এন্ট্রি! ছেলের হাত ধরেই ঘরে এল জয়ার ‘সতীন’

Latest IPL News

চিন্তার কিছু নেই বিশ্বকাপে ভালোই খেলবে, রোহিতের অফ ফর্ম নিয়ে বার্তা সৌরভের 'ছোটবেলায় ঘরের কাঁচ ভেঙেছেন, বোলার নয়,বল দেখেন', অভিষেকের সাফল্য খুশি পরিবার,কোচ ‘গম্ভীর না হাসলে ক্রাশকে প্রোপোজ করব না’, তরুণীর পোস্টার দেখে হেসে দিলেন গৌতম! যিনি ব্যাটিং করছেন,তিনিই ডাগ-আউটে বসে হাততালি দিচ্ছেন! ‘পোস্ট’ নিয়ে ট্রোল LSG-কে ম্যাককালাম,স্টোক্সই ওকে বলেছিল আর সুযোগ পাবে না...জিমির অবসর নিয়ে বিস্ফোরক রব কি ক্রিকেটারদের অনুরোধ ফেরালেন দ্রাবিড়, কোচ হতে চান না ভিভিএস লক্ষ্মণও IPL-আরসিবির বিপক্ষে খেলতে পারলে প্লে অফের দৌড়ে থাকতাম…কাকে খোঁচা দিলেন ঋষভ পন্ত SRH ১৯৪ রানে হারলে প্লে-অফে যেতে পারে DC! কোন কোন দল কীভাবে যাবে? রইল IPL-র অঙ্ক ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম তুলে দিলেও রেহাই পাবেন না বোলাররা, বড় বার্তা পন্টিংয়ের আইপিএলের ম্যাচেই মধুরেণ সমাপয়েৎ, লোকেশ রাহুলের দুরন্ত ক্য়াচ, হাততালি LSG মালিকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.