বাংলা নিউজ > ময়দান > সাফল্যের চাবিকাঠি: একমাত্র দল হিসেবে ভারত এই কাজটি করতে পেরেছে বলেই দু'বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে

সাফল্যের চাবিকাঠি: একমাত্র দল হিসেবে ভারত এই কাজটি করতে পেরেছে বলেই দু'বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে

অনুশীলনের ফাঁকে খোশমেজাজে রোহিত-কোহলিরা। ছবি- আইসিসি টুইটার।

ICC World Test Championship: ২টি ফাইনালে হারতে হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই।

একমাত্র দল হিসেবে ২টি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেই ফাইনালে ওঠে ভারত। একবার করে খেতাবি লড়াইয়ে জায়গা করে নেয় নিউজিল্য়ান্ড ও অস্ট্রেলিয়া। যদিও ২টি ডব্লিউটিসি ফাইনালেই হারতে হয় টিম ইন্ডিয়াকে। উদ্বোধনী মরশুমের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। দ্বিতীয় মরশুমে ভারতকে পরাজিত করে খেতাব জেতে অস্ট্রেলিয়া।

এই অবস্থায় ছোট্ট একটা পরিসংখ্যানেই বোঝা যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের ধারাবাহিকতার কারণ। কেন দু'টি চক্রেই ভারত ডব্লিউটিসির ফাইনালে উঠতে সক্ষম হয়, তার প্রধান কারণ লুকিয়ে নিজেদের দেশে টিম ইন্ডিয়ার সার্বিক পারফর্ম্যান্সে। আসলে ভারতই একমাত্র দল, যারা ২টি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ঘরের মাঠে একটিও সিরিজ হারেনি বা ড্র করেনি। সব হোম সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া।

প্রতিটি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকলে প্রতিটি দলকে ঘরে-বাইরে ৩টি করে মোট ৬টি সিরিজ খেলতে হয়। অর্থাৎ, ঘরের মাঠে তিনটি টেস্ট সিরিজ এবং বিদেশে ৩টি টেস্ট সিরিজ খেলে তবেই যোগ্যতা অর্জন করতে হয় ফাইনালের। ভারত ২০১৯-২০২১ সাইকলের মতো ২০২১-২০২৩ সাইকলেও ঘরের মাঠে তিনটি করে সিরিজেই জয় তুলে নেয়।

২০১৯-২০২১ সাইকলে ভারত ঘরের মাঠে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও ইংল্যান্ডকে। তিনটি টেস্ট সিরিজের ফলাফল:-
১. দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে পরাজিত করে ভারত।
২. বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া।
৩. ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে পরাস্ত করে ভারতীয় দল।

আরও পড়ুন:- Player Of The Month: আয়ারল্যান্ডের অখ্যাত ক্রিকেটারের কাছে হেরে গেলেন বাবর, ICC-র POTM পুরস্কার জিতলেন হ্যারি

২০২১-২০২৩ সাইকলে ভারত ঘরের মাঠে হারিয়ে দেয় নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে। তিনটি টেস্ট সিরিজের ফলাফল:-
১. নিউজিল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে দেয় ভারত।
২. শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে পরাজিত করে টিম ইন্ডিয়া।
৩. অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে পরাস্ত করেন রোহিত শর্মারা।

সুতরাং, কোনও হোম সিরিজ না হারাই টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ধারাবাহিকতার চাবিকাঠি। তবে এমন নয় যে, টিম ইন্ডিয়া এই সময়ে কোনও অ্যাওয়ে সিরিজ জেতেনি। বরং দু'টি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেই বিদেশের মাটিতেও পর্যাপ্ত সাফল্য পেয়েছে ভারতীয় দল।

আরও পড়ুন:- WTC ফাইনালে ৫ দিন ঘাম ঝরিয়ে এক টাকাও পাবেন না রোহিতরা, ক্রিকেটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ঘোড়ার ডিম, কেন জানেন?

২০১৯-২০২১ সাইকলে ভারত অ্যাওয়ে সিরিজে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। তবে তারা হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। তিনটি সিরিজের ফলাফল:-
১. অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয়।
২. নিউজিল্যান্ডের কাছে ০-২ ব্যবধানে হেরে যায়।
৩. ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে পরাজিত করে।

২০২১-২০২৩ সাইকলে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ ড্র করে, দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ হারে এবং বাংলাদেশকে তাদের ঘরের মাঠে পরাজিত করে। তিনটি সিরিজের ফলাফল:-
১. ইংল্যান্ডের বিরুদ্ধে ২-২ ড্র করে।
২. দক্ষিণ আফ্রিকার কাছে ১-২ ব্যবধানে হেরে যায়।
৩. বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়ে দেয়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দেশে ফিরেই হাসপাতালে ভর্তি হবেন ঐশ্বর্য, কান মাতানো রাই সুন্দরীর কব্জি ভেঙেছে! ১.৩ হাজারের বেশি পাক-শরণার্থীর CAAর জন্য আবেদন সীমান্তের এই রাজ্যে! পঞ্চম দফায় ৩৩ শতাংশ প্রার্থী কোটিপতি, কত সম্পত্তি রয়েছে পীযূষ গোয়েলের? ১৭ মরশুমের আইপিএল ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে ‘৭০০-র’ শিখরে কোহলি পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর, প্রতিবাদে থানা ঘেরাও সৃজনের জয়ী হলে মেয়েদের জন্য ‘সম্পূর্ণা’ চালু করবেন, আর কী আশ্বাস তৃণমূলের সায়ন্তিকার বৃষ্টি পড়তেই খেলা শুরু! জালে বড়-বড় ইলিশ, দাম উঠল ১৬ লাখ ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA চিন্নাস্বামীতে তিন হাজার পার কোহলির, কোনও মাঠেই এই নজির নেই আর কোনও ব্যাটারের জাতীয় মঞ্চে ‘খুদে অরিজিৎ’ শুভ ও অরুণিতা গাইলেন বাউল গান,মুগ্ধ হয়ে শুনল নেটপাড়া

Latest IPL News

নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল অন্ধ্র প্রিমিয়র লিগের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হওয়ার নজির SRH তারকার আমাকে কী করতে হবে, তার উপর সবটা নির্ভর করছে- T20I দলে ফেরা নিয়ে বাস্তববাদী রাহুল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.