শুভব্রত মুখার্জি: রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত লেজেন্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস দলের। তবে আউটফিল্ড ভিজে থাকার কারণে ম্যাচ আয়োজন করাই সম্ভব হল না। শেষ পর্যন্ত বাতিল করে দিতে হল ম্যাচ। কানপুরে এদিন আবহাওয়া অত্যন্ত প্রতিকূল ছিল। আর সেই প্রতিকূল আবহাওয়ার কারণেই সচিন বনাম লারার ২২ গজের লড়াই দেখা থেকে বঞ্চিত হলেন ক্রিকেট অনুরাগীরা। এদিন গ্রীন পার্কে একটি বল খেলা না হয়েই ম্যাচ বাতিল করে দিতে হল।
গতবারের চ্যাম্পিয়ন দল ভারতীয় লেজেন্ডসদের লক্ষ্য থাকবে পরের ম্যাচ জিতে স্ট্যান্ডিংয়ের শীর্ষ স্থান দখল করা। ভারতীয় লেজেন্ডসদের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ড লেজেন্ডস দলের বিরুদ্ধে। ১১তম ম্যাচে ভারত এবং নিউজিল্যান্ড দুই দল মুখোমুখি হবে কানপুরের গ্রীন পার্কেই। উল্লেখ্য ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগের ম্যাচেই মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড দুই দল। এই ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে পর্যুদস্ত হতে হয়েছে ইংল্যান্ড লেজেন্ডস দলকে।
চলতি মরশুমে ভারতীয় দলের শুরুটা খুব ভালো হয়েছে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস দলকে বড় ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। সচিন তেন্ডুলকরের নেতৃত্বাধীন ভারতীয় দল ওই ম্যাচে ৬১ রানের জয় তুলে নিয়েছে। আর অপরদিকে ডোয়েন স্মিথের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস দল তাদের প্রথম ম্যাচে বাংলাদেশ লেজেন্ডস দলকে বড় ব্যবধানে হারিয়েছিল।
বৃহস্পতিবার বাংলাদেশ লেজেন্ডস দলের বিরুদ্ধে ম্যাচে খেলবে নিউজিল্যান্ড লেজেন্ডস দল। এই ম্যাচে দুই দল তাদের প্রথম জয় পাওয়ার অপেক্ষা রয়েছে। উল্লেখ্য ২০২০-২১ মরশুমে ভারতীয় লেজেন্ডস দল প্রথমবার মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস দলের। ওয়াংখেড়েতে সেই ম্যাচে ৫৭ বলে ৭৪ রান করেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। ম্যাচে সহজ জয় পেয়েছিল ভারতীয় দল। ম্যাচে ম্যান অফ দি ম্যাচের পুরস্কার পেয়েছিলেন বীরেন্দ্র সেহওয়াগ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।