বাংলা নিউজ > ময়দান > IND vs WI 2nd Test: উইকেট তোলার কাজ শুরু জাদেজার, দ্বিতীয় দিনের শেষে ম্যাচের রাশ ভারতের হাতে
জাদেজাকে ঘিরে উচ্ছ্বসিত ভারতীয় দল। ছবি- এপি।

IND vs WI 2nd Test: উইকেট তোলার কাজ শুরু জাদেজার, দ্বিতীয় দিনের শেষে ম্যাচের রাশ ভারতের হাতে

India vs West Indies 2nd Test Day 2 Live Score: কেরিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমে ২৯তম টেস্ট সেঞ্চুরি করেন বিরাট কোহলি। সাড়ে চারশোর দোরগোড়ায় থামে ভারতের প্রথম ইনিংস।

ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দু'দিনে ব্যাট হাতে দাপট দেখায় ভারত। শেষমেশ সাড়ে চারশোর দোড়গোড়ায় থামে ভারতের প্রথম ইনিংস। বিরাট কোহলি মাইলস্টোন ম্যাচ শতরানে স্মরণীয় করে রাখেন। হাফ-সেঞ্চুরি করেন রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যেই ওপেনার তেজরানারণ চন্দ্রপলের উইকেট খুইয়ে বসেছে। তৃতীয় দিনে জমাট ব্যাটিংয়ে পালটা দিতে না পারলে পোর্ট অফ স্পেনে পিছিয়ে পড়বে ক্যারিবিয়ান দল।

22 Jul 2023, 03:04:11 AM IST

দ্বিতীয় দিনের খেলা শেষ

ভারতের ৪৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৮৬ রান তোলে। ১২৮ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন ক্রেগ ব্রাথওয়েট। তিনি ৩টি চার মেরেছন। ২৫ বলে ১৪ রান করে নট-আউট থাকেন ম্যাকেঞ্জি। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। জাদেজা ১০ ওভার বল করে ৬টি মেডেন-সহ ১২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। উইকেট পাননি ভারতের আর কোনও বোলার। এখনও ভারতের থেকে ৩৫২ রানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

22 Jul 2023, 02:42:56 AM IST

চন্দ্রপলকে ফেরালেন জাদেজা

৩৪.২ ওভারে রবীন্দ্র জাদেজার বলে রবিচন্দ্রন অশ্বিনের হাতে ধরা পড়েন তেজনারায়ণ চন্দ্রপল। ৯৫ বলে ৩৩ রান করেন তিনি। মারেন ৪টি চার। ৭১ রানে ১ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নামেন কার্ক ম্যাকেঞ্জি। ৩৫ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৭৪ রান। ৩৬ রানে ব্যাট করছেন ব্রাথওয়েট।

22 Jul 2023, 02:24:45 AM IST

৩০ ওভারের খেলা শেষ

৩০ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ৫৯ রান। ৯৯ বলে ৩৫ রান করেছেন ক্রেগ ব্রাথওয়েট। তিনি ৩টি চার মেরেছেন। ৮৩ বলে ২২ রান করেছেন চন্দ্রপল। তিনি ২টি চার মেরেছেন।

22 Jul 2023, 02:16:50 AM IST

এখনও উইকেটহীন ভারত

২৭ ওভারেও কোনও উইকেট তুলতে পারেনি ভারত। ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ৫৭ রান। ব্রাথওয়েট ৩৫ রানে ব্যাট করছেন। ২০ রানে ব্যাট করছেন চন্দ্রপল।

22 Jul 2023, 02:04:54 AM IST

৫০ ছুঁল ওয়েস্ট ইন্ডিজ

২২তম ওভারে প্রথম ইনিংসে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তাদের স্কোর বিনা উইকেটে ৫০ রান। ব্রাথওয়েট ৩০ রানে ব্যাট করছেন। চন্দ্রপল ব্যাট করছেন ১৮ রানে। মুকেশ কুমার নিজের প্রথম স্পেলে ৪ ওভার বল করে ১টি মেডেন-সহ ১০ রান খরচ করেন।

22 Jul 2023, 01:48:02 AM IST

অশ্বিনকে জোড়া বাউন্ডারি চন্দ্রপলের

১৯তম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে ২টি চার মারেন তেজনারায়ণ চন্দ্রপল। ১৯ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ৪৪ রান। ব্রাথওয়েট ২৬ ও চন্দ্রপল ১৭ রানে ব্যাট করছেন।

22 Jul 2023, 01:42:09 AM IST

২ ওভারে ২ বার বল বদল

২ ওভার অন্তর ২ বার বল বদল করতে হল আম্পায়ারদের। বলের আকার বিগড়ে যাওয়ায় বাধ্য হয়েই আম্পায়ারদের বল পরিবর্তন করতে হয়।

22 Jul 2023, 01:22:47 AM IST

মেডেন ওভারে যাত্রা শুরু মুকেশের

১৪তম ওভারে প্রথমবার বল করতে আসেন অভিষেককারী মুকেশ কুমার। নিজের প্রথম ওভারে কোনও রান খরচ করেননি বাংলার পেসার। ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ২৫ রান। ১৯ রানে ব্যাট করছেন ব্রাথওয়েট।

22 Jul 2023, 01:06:46 AM IST

ভারতের স্পিন আক্রমণ শুরু

১১তম ওভারে ভারত প্রথমবার স্পিন আক্রমণ শানায়। বল করতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। ১১ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ২৩ রান। ব্রাথওয়েট ১৭ রানে ব্যাট করছেন। ৬ রান করেছেন চন্দ্রপল।

22 Jul 2023, 12:47:40 AM IST

প্রথম বাউন্ডারি ওয়েস্ট ইন্ডিজের

সপ্তম ওভারে সিরাজের প্রথম বলে চার মারেন ব্রাথওয়েট। ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের এটিই প্রথম বাউন্ডারি। ৭ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ১৩ রান। ব্রাথওয়েট ১০ রানে ব্যাট করছেন।

22 Jul 2023, 12:37:57 AM IST

সতর্ক শুরু ওয়েস্ট ইন্ডিজের

৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ৭ রান। ব্রাথওয়েট ৪ রানে ব্যাট করছেন। চন্দ্রপল ব্যাট করছেন ব্যক্তিগত ৩ রানে। এখনও কোনও বাউন্ডারি মারেনে ওয়েস্ট ইন্ডিজ।

22 Jul 2023, 12:22:30 AM IST

খাতা খুলল ওয়েস্ট ইন্ডিজ

দ্বিতীয় ওভারে বল করতে আসেন জয়দেব উনাদকাট। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন চন্দ্রপল। তৃতীয় বলে ১ রান নেন ব্রাথওয়েট। ২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ২ রান।

22 Jul 2023, 12:15:28 AM IST

রান তাড়া শুরু ওয়েস্ট ইন্ডিজের

তেজনারায়ণ চন্দ্রপলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ক্রেগ ব্রাথওয়েট। ভারতের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। প্রথম ওভারে কোনও রান ওঠেনি। ৬টি বল খেলেন ব্রাথওয়েট।

21 Jul 2023, 11:57:13 PM IST

অল-আউট ভারত, চায়ের বিরতি

১২৭.৬ ওভারে কেমার রোচের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রবিচন্দ্রন অশ্বিন। ৮টি বাউন্ডারির সাহায্যে ৭৮ বলে ৫৬ রান করেন তিনি। ভারত প্রথম ইনিংসে ৪৩৮ রানে অল-আউট হয়ে যায়। মুকেশ কুমার শূন্য রানে নট-আউট থাকেন। তিনি মাত্র ১টি বল খেলার সুযোগ পান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নেন কেমার রোচ ও জোমেল ওয়ারিকান। ২টি উইকেট নেন জেসন হোল্ডার। ১টি উইকেট দখল করেন শ্যানন গ্যাব্রিয়েল। ভারতের প্রথম ইনিংস শেষ হওয়া মাত্রই দ্বিতীয় দিনের চায়ের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা।

21 Jul 2023, 11:52:56 PM IST

অশ্বিনের হাফ-সেঞ্চুরি

৭টি বাউন্ডারির সাহায্যে ৭৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রবিচন্দ্রন অশ্বিন। ১২৮তম ওভারে কেমার রোচের বলে তিনটি চার মারেন রবিচন্দ্রন।

21 Jul 2023, 11:46:54 PM IST

মহম্মদ সিরাজ আউট

১২৬.৫ ওভারে জোমেল ওয়ারিকানের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মহম্মদ সিরাজ। আম্পায়ার প্রাথমিকভাবে আউট দেননি। তবে রিভিউ নিয়ে সাফল্য পায় ওয়েস্ট ইন্ডিজ। ১১ বল খেলেও খাতা খুলতে পারেননি সিরাজ। ভারত ৪২৬ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অভিষেককারী মুকেশ কুমার।

21 Jul 2023, 11:43:10 PM IST

হাফ-সেঞ্চুরির দিকে এগোচ্ছেন অশ্বিন

১২৬ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৮ উইকেটে ৪২৫ রান। অশ্বিন ব্যক্তিগত ৪৩ রানে ব্যাট করছেন। তিনি ৫টি চার মেরেছেন। ৯ বল খেলে এখনও খাতা খোলেননি মহম্মদ সিরাজ।

21 Jul 2023, 11:29:36 PM IST

জয়দেব উনাদকাট আউট

১২২.৫ ওভারে জোমেল ওয়ারিকানের বলে জয়দেব উনাদকাটকে স্টাম্প আউট করেন জোশুয়া ডা'সিলভা। ২৬ বলে ৭ রান করে মাঠ ছাড়েন উনাদকাট। ভারত ৪১৬ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ সিরাজ।

21 Jul 2023, 11:22:33 PM IST

অশ্বিনকে সঙ্গ দিচ্ছেন উনাদকাট

১২১ ওভার শেষে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৪১২ রান। রবিচন্দ্রন অশ্বিন ৫৭ বলে ৩২ রান করেছেন। তিনি ৪টি চার মেরেছেন। ১৭ বলে ৫ রান করেছেন জয়দেব উনাদকাট।

21 Jul 2023, 11:02:18 PM IST

৪০০ টপকাল ভারত

১১৭তম ওভারে দলগত ৪০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার স্কোর ৭ উইকেটে ৪০১ রান। ৪৩ বলে ২৪ রান করেছেন অশ্বিন। তিনি ৩টি চার মেরেছেন। ৭ বলে ২ রান করেছেন উনাদকাট।

21 Jul 2023, 10:44:05 PM IST

জীবনদান পাওয়ার পরের বলেই আউট ইশান

১১৩.৪ ওভারে জেসন হোল্ডারের বলে ইশান কিষানের সহজ ক্যাচ ছাড়েন ম্যাকেঞ্জি। বল বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। ঠিক পরের বলেই অর্থাৎ, ১১৩.৫ ওভারে হোল্ডারের বলে খোঁচা দিয়ে উইকেটকিপার জোশুয়ার দস্তানায় ধরে পড়েন ইশান। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন ইশান। ভারত ৩৯৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জয়দেব উনাদকাট।

21 Jul 2023, 10:28:48 PM IST

গ্যাব্রিয়েলের বলে জোড়া বাউন্ডারি অশ্বিনের

১১১তম ওভারে শ্যানন গ্যাব্রিয়েলের বলে জোড়া বাউন্ডারি মারেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের স্কোর ৬ উইকেটে ৩৮৭ রান।  ইশান কিষান ২০ ও অশ্বিন ১৭ রানে ব্যাট করছেন।

21 Jul 2023, 10:22:15 PM IST

বলে ভেসলিন লাগিয়েছিলেন, স্বীকার করলেন আকাশ

ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে পালিশ বজায় রাখার জন্য আম্পায়ারদের লুকিয়ে বলে ভেসলিন লাগিয়েছিলেন আকাশ চোপড়া, জিও সিনেমায় ধারাভাষ্য দেওয়ার সময় স্বীকার করলেন আকাশ চোপড়া। যদিও তিনি স্পষ্ট জানান যে, তাঁর দলের বোলাররা কেউই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না।

21 Jul 2023, 10:16:12 PM IST

দ্বিতীয় সেশনের খেলা শুরু

দ্বিতীয় সেশনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং শুরু করেন শ্যানন গ্যাব্রিয়েল। দ্বিতীয় বলে ১ রান নিয়ে স্কোরবোর্ড চালু করেন ইশান কিষান। ১০৯ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৬ উইকেটে ৩৭৪ রান।

21 Jul 2023, 09:34:56 PM IST

দ্বিতীয় দিনের লাঞ্চের বিরতি

দ্বিতীয় দিনের লাঞ্চে ভারত তাদের প্রথম ইনিংসে ১০৮ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ৩৭৩ রান সংগ্রহ করেছে। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৬ রান করে অপরাজিত রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৩টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ১৮ রান করে নট-আউট রয়েছেন ইশান কিষান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখনও পর্যন্ত ২টি উইকেট নিয়েছেন কেমার রোচ। ১টি করে উইকেট দখল করেছেন গ্যাব্রিয়েল, ওয়ারিকান ও হোল্ডার।

21 Jul 2023, 09:14:53 PM IST

রবীন্দ্র জাদেজা আউট

১০৩.৫ ওভারে কেমার রোচের বলে উইকেটকিপার জোশুয়ার দস্তানায় ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। প্রাথমিকভাবে আম্পায়ার আউট দেননি। তবে রিভিউ নিয়ে সাফল্য পায় ওয়েস্ট ইন্ডিজ। যদিও বল ব্যাটে লেগেছিল নাকি ব্যাট লেগেছিল প্যাডে, তা নিয়ে সংশয় থেকেই যায়। জাদেজা ৫টি বাউন্ডারির সাহায্যে ১৫২ বলে ৬১ রান করে মাঠ ছাড়েন। ভারত ৩৬০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন।

21 Jul 2023, 09:03:52 PM IST

৩৫০ টপকাল ভারত

১০১ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৫ উইকেটে ৩৫৪ রান। ৬১ রানে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা। ২ বলে ৬ রান করেছেন ইশান কিষান। জাদেজা ৫টি ও ইশান ১টি চার মেরেছেন।

21 Jul 2023, 08:50:03 PM IST

রান-আউট হয়ে সাজঘরে কোহলি

৯৮.২ ওভারে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে সাজঘরে ফিরলেন বিরাট কোহলি। ১১টি বাউন্ডারির সাহায্যে ২০৬ বলে ১২১ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ৩৪১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান কিষান।

21 Jul 2023, 08:48:00 PM IST

জমাট জুটি কোহলি-জাদেজার

৯৮ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৪ উইকেটে ৩৪১ রান। বিরাট কোহলি ১২১ রানে ব্যাট করছেন। ব্যক্তিগত ৫৪ রানে নট-আউট রয়েছেন রবীন্দ্র জাদেজা।

21 Jul 2023, 08:34:59 PM IST

সচিনের রেকর্ড ভেঙে ব্র্যাডম্যানকে ছুঁলেন কোহলি

কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শতরান করার সুবাদে সচিন তেন্ডুলকরের দুর্দান্ত একটি রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের নজির। বিস্তারিত পড়ুন:- Kohli Breaks Sachin's Record: সচিনের ‘সেঞ্চুরির’ রেকর্ড ভেঙে কিংবদন্তি ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি

21 Jul 2023, 08:28:17 PM IST

১৫০ রানের পার্টনারশিপ কোহলি-জাদেজার

১৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। ভারত দলগত ১৮২ রানের মাথায় চার উইকেট হারিয়েছিল। আপাতত ৯৫ ওভার শেষে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ৩৩৪ রান। কোহলি ১১৭ ও জাদেজা ৫২ রানে ব্যাট করছেন।

21 Jul 2023, 08:09:28 PM IST

হাফ-সেঞ্চুরি জাদেজার

৪টি বাউন্ডারির সাহায্যে ১০৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রবীন্দ্র জাদেজা। ৯১ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৪ উইকেটে ৩১৭ রান। কোহলি ১০২ ও জাদেজা ৫০ রানে ব্যাট করছেন।

21 Jul 2023, 08:04:33 PM IST

দুর্দান্ত শতরান বিরাট কোহলির

১০টি বাউন্ডারির সাহায্যে ১৮০ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান বিরাট কোহলি। ৯০.২ ওভারে শ্যানন গ্যাব্রিয়েলের বলে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। টেস্ট কেরিয়ারে এটি কোহলির ২৯তম শতরান। তিন ফর্ম্যাট মিলিয়ে বিরাটের এটি ৭৬ নম্বর সেঞ্চুরি।

21 Jul 2023, 08:00:56 PM IST

৯০ ওভরের খেলা শেষ

৯০ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৪ উইকেটে ৩১০ রান। বিরাট কোহলি ৯৭ রানে ব্যাট করছেন। রবীন্দ্র জাদেজা ব্যাট করছেন ব্যক্তিগত ৪৮ রানে।

21 Jul 2023, 07:51:09 PM IST

৩০০ টপকাল ভারত

৮৮তম ওভারে প্রথম ইনিংসে ৩০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ৩০৫ রান। রোচের বলে ১টি চার মারেন কোহলি। তিনি ৯৪ রানে ব্যাট করছেন। জাদেজা ব্যাট করছেন ব্যক্তিগত ৪৬ রানে।

21 Jul 2023, 07:42:56 PM IST

রোচের ওভারে ৬ রান

দিনের দ্বিতীয় ওভারে বল করতে আসেন কেমার রোচ। তাঁর ওভারে ৬ রান সংগ্রহ করে ভারত। ৮৬ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২৯৬ রান। জাদেজা ৪৩ ও কোহলি ৮৮ রানে ব্যাট করছেন।

21 Jul 2023, 07:34:05 PM IST

দ্বিতীয় দিনের খেলা শুরু

গতদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা পুনরায় দ্বিতীয় দিনে ব্যাট হাতে মাঠে নামেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং শুরু করেন শ্যানন গ্যাব্রিয়েল। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় নতুন বলে দিনের খেলা শুরু করে। দ্বিতীয় বলে ১ রান নিয়ে স্কোর বোর্ড চালু করেন কোহলি। দিনের প্রথম ওভারে ২ রান সংগ্রহ করে ভারত। ৮৫ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৪ উইকেটে ২৯০ রান। কোহলি ৮৮ ও জাদেজা ৩৭ রানে ব্যাট করছেন।

21 Jul 2023, 06:56:12 PM IST

১ বছর পরে শতরান করার সুযোগ জাদেজার সামনে

রবীন্দ্র জাদেজা কুইন্স পার্ক ওভালে এখনও হাফ-সেঞ্চুরির গণ্ডিও টপকাতে পারেননি। তবে যেরকম ব্যাট করছেন, তাতে বড় রানের ইনিংসে পৌঁছনো অসম্ভব নয় জাড্ডুর পক্ষে। পোর্ট অফ স্পেনে সেঞ্চুরি করতে পারলে এক বছর পরে ফের আন্তর্জাতিক ক্রিকেটে তিন অঙ্কের রানে পৌঁছবেন জাদেজা। তিনি শেষবার টেস্ট সেঞ্চুরি করে ২০২২ সালের জুলাইয়ে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে। উল্লেখ্য, জাদেজা এখনও পর্যন্ত টেস্টে ৩টি সেঞ্চুরি করেছেন। ওয়ান ডে ও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এখনও কোনও শতরান করেননি তিনি।

21 Jul 2023, 06:37:06 PM IST

ব্র্যাডম্যানকে ছোঁয়ার হাতছানি কোহলির সামনে

ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১৩ রান করলেই ডন ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেলবেন কোহলি। আসলে কোহলি আর ১৩ রান করলেই টেস্ট কেরিয়ারে ২৯ নম্বর শতরান পূর্ণ করবেন। সেক্ষেত্রে তিনি কিংবদন্তি ব্র্যাডম্যানের ২৯টি টেস্ট সেঞ্চুরির নজির ছুঁয়ে ফেলবেন।

21 Jul 2023, 06:13:51 PM IST

টেস্ট রানে সেহওয়াগকে টপকালেন কোহলি

মাইলস্টোন ম্যাচে দুরন্ত মাইলস্টোন বিরাট কোহলির। কেরিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন কোহলি। সেই সুবাদে তিনি সব থেকে বেশি টেস্ট রান সংগ্রহকারীদের তালিকায় বীরেন্দ্র সেহওয়াগকে পিছনে ফেলে দেন। বিস্তারিত পড়ুন:- IND vs WI 2nd Test: ৫০০তম ম্যাচে কেউ ৫০ টপকাতে পারেননি, শতরানের দোরগোড়ায় কোহলি, টেস্ট রানে পিছনে ফেললেন সেহওয়াগকে

21 Jul 2023, 05:52:29 PM IST

বিদেশে টেস্ট সেঞ্চুরির খরা কাটাতে পারবেন বিরাট?

বিরাট কোহলি শেষবার বিদেশের মাটিতে টেস্ট সেঞ্চুরি করেন ২০১৮ সালের ডিসেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সুতরাং, প্রায় ৫ বছর দেশের বাইরে কোনও টেস্ট সেঞ্চুরি করেননি তিনি। কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তিন অঙ্কে পৌঁছনোর হাতছানি রয়েছে কোহলির সামনে। তার জন্য দ্বিতীয় দিনে মাত্র ১৩ রান করতে হবে বিরাটকে। এখন দেখার যে, বিদেশে টেস্ট সেঞ্চুরির খরা কাটাতে পারেন কিনা কোহলি।

21 Jul 2023, 05:52:29 PM IST

প্রথম দিনের স্কোর

ত্রিনিদাদে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা প্রথম দিনে ৮৪ ওভার ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ২৮৮ রান তোলে। রোহিত শর্মা ৮০, যশস্বী জসওয়াল ৫৭, শুভমন গিল ১০ ও অজিঙ্কা রাহানে ৮ রানে আউট হন। বিরাট কোহলি ৮৭ ও রবীন্দ্র জাদেজা ৩৬ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১টি করে উইকেট নেন কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকান ও জেসন হোল্ডার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ইডেনে মুম্বইয়ের থেকে জয় ছিনিয়ে IPL 2024-এর প্লে-অফের টিকিট হাতে পেল কলকাতা চিনতে পারেননি শিল্পা, কেকেআরের শেষ ম্যাচে ঋতুপর্ণার সঙ্গে সেলফি সুহানা-অনন্যাদের তৃতীয়বার মোদী ক্ষমতায় এলেই ‘মমতা দিদির জেল হবে’ দাবি কেজরির, জবাব দিলেন শুভেন্দু তিক্ততা অতীত, সোশ্যাল মিডিয়ায় এখন খুনসুটিতে মেতেছেন দেওল পরিবারের সদস্যরা বৃষ্টি মাথায় প্রচারের মাঝে বিশেষভাবে সক্ষম ভক্তের আবদারে সেলফি তুললেন দেব সন্দেশখালির জন্য কত মদ, টাকা, অস্ত্র লাগবে? হিসাব ‘গঙ্গাধরের’, সামনে নয়া ভিডিয়ো টেস্টে দ্বিগুণ,বাড়ল ম্যাচ ফি টি২০তেও,লঙ্কা বোর্ডের সিদ্ধান্তে খুশি হাসারাঙ্গারা ১৩ বছর হয়ে পরেও বেতন দেয়নি কোচি টাস্কার্স, বিস্ফোরক ভারতের বিশ্বকাপজয়ী তারকা সহকর্মীর খাবার জোগাড়ের জন্য লেট করালেন ফ্লাইট! হতভম্ব নেটপাড়া, রইল ভিডিয়ো সমাজের জন্য 'উপদ্রব'! ইউটিউবে দেখানো বিষয়বস্তু নিয়ে অসন্তুষ্ট মাদ্রাজ হাইকোর্ট

Latest IPL News

ইডেনে মুম্বইয়ের থেকে জয় ছিনিয়ে IPL 2024-এর প্লে-অফের টিকিট হাতে পেল কলকাতা চিনতে পারেননি শিল্পা, কেকেআরের শেষ ম্যাচে ঋতুপর্ণার সঙ্গে সেলফি সুহানা-অনন্যাদের ১৩ বছর হয়ে পরেও বেতন দেয়নি কোচি টাস্কার্স, বিস্ফোরক ভারতের বিশ্বকাপজয়ী তারকা IPL 2024: প্লে-অফের টিকিট পাবে গুজরাট টাইটানস, আত্মবিশ্বাসী অধিনায়ক শুভমন গিল ইডেনে বুমরাহর অফ-স্টাম্পের ঠিকানা লেখা ইয়র্কার ছেড়ে দিয়ে বোল্ড নারিন- ভিডিয়ো প্লে-অফের দরজায় দাঁড়িয়ে গতবারের অধিনায়ককে ফেরাল KKR, ভালো খেলেও বাদ তরুণ তুর্কি KKR-র ড্রেসিংরুমে ঢুকে আড্ডা রোহিতের! নেটপাড়া বলল '২০২৫-র স্ট্র্যাটেজি বানালেন' শিরে সংক্রান্তি অবস্থা, মিরাকলের আশায় আনকোরা পেসারকে দলে নিল গুজরাট টাইটানস RCB ম্যাচে পন্ত নেই, কে নেতৃত্ব দেবেন? তারকা অলরাউন্ডারের নাম ঘোষণা করলেন পন্টিং বৃষ্টিতে সাদা পলিথিনের ঘোমটায় ঢাকা ইডেন, ম্যাচ ভেস্তে গেলে লাভ KKR-র, জানুন কারণ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.