মেয়েদের IPL-এর টাইটেল স্পনসর ঘোষণা করল BCCI
1 মিনিটে পড়ুন . Updated: 01 Nov 2020, 06:39 PM IST- ৪ নভেম্বর থেকে শুরু হবে ওমেনস টি-২০ চ্যালেঞ্জ।
চিনের সঙ্গে সীমান্তে উত্তেজনার জেরে বিসিসিআইকে আইপিএলের টাইটেল স্পনসরশিপ চুক্তি ছিন্ন করতে হয় ভিভোর সঙ্গে। পরে ড্রিম ইলেভেনের সঙ্গে নতুন করে টাইটেল স্পনসরশিপ চুক্তি স্বাক্ষর করে বিসিসিআই। তবে চুক্তির আর্থিক পরিমাণ প্রায় অর্ধেক হওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়তে হয় ভারতীয় ক্রিকেট বোর্ডকে।
একাধিক সহযোগী স্পনসরের সঙ্গে চুক্তি করে সেই ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করে ভারতীয় বোর্ড। এবার তারা মহিলা আইপিএলের জন্যও টাইটলে স্পনসর পেয়ে যাওয়ায় নিঃসন্দেহে ক্ষতি বেশ কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে বিসিসিআইয়ের পক্ষে।
রবিবারই ওমেনস টি-২০ চ্যালেঞ্জের জন্য জিওর সঙ্গে টাইটেল স্পনসরশিপ চুক্তি স্বাক্ষর করার কথা জানিয়ে দেয় বিসিসিআই। বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে লেখা হয়, ‘বিসিসিআই রবিবার জিওকে ২০২০-র ওমেনস টি-২০ চ্যালেঞ্জের টাইলেট স্পনসর হিসেবে ঘোষণা করছে। এই প্রথমবার ওমেনস টি-২০ চ্যালেঞ্জের স্পনসরশিপ চুক্তি স্বাক্ষরিত হওয়ায় নিঃসন্দেহে এটি একটি ঐতিহাসিক পার্টনারশিপ।’
স্পনসরশিপ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বিজ্ঞপ্তিতে জানান, ‘আশা করি জিও ওমেনস টি-২০ চ্যালেঞ্জ দেশের তরুণীদের খেলাধুলোয় আকৃষ্ট করবে এবং মেয়েদের কেরিয়ার হিসেবে ক্রিকেটকে বেছে নেওয়ার ক্ষেত্রে তাঁদের মা-বাবাদের আত্মবিশ্বাস জোগাবে।’