বেশ কিছুদিন ধরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ লিগ খেলছেন টিম ডেভিড। ব্যাট হাতে নজরও কেড়েছেন বহুবার। তবে তাঁকে নিয়ে বিশেষ হেলদোল ছিল না ক্রিকেট অস্ট্রেলিয়ার। সিঙ্গাপুরের তারকা এবার আইপিএলে সফল হতেই নড়েচড়ে বসে অজি ক্রিকেটমহল। ডেভিডকে টি-২০ বিশ্বকাপে মাঠে নামানোর কথা এখন থেকেই মাথায় ঘুরছে ক্রিকেট অস্ট্রেলিয়ার।
অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ ইঙ্গিত দিলেন বিষয়টার। তার কথাতেই বোঝা গেল, মুম্বই ইন্ডিয়ান্স তারকার নাম অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের সম্ভাব্যদের মধ্যে ঘোরাফেরা করছে।
একাধিক দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার নজির ক্রিকেটবিশ্বে নতুন কিছু নয়। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন আয়ারল্যান্ডের হয়ে। ডার্ক ন্যানিস নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নেমেছেন। ডেভিড ওয়াইজ দক্ষিণ আফ্রিকার পরে এবার নমিবিয়ার হয়ে মাঠে নামছেন। দু'টি দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকাদের দলে নাম লেখাতে পারেন টিম ডেভিড।
সিঙ্গাপুরের হয়ে ১৪টি আন্তর্জাতিক টি-২০ খেলা ডেভিড এবছর আইপিএল নিলামে নাম দিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে বড় অঙ্কে দলে নেয়। মুম্বইয়ের হয়ে আগ্রাসী ক্রিকেট খেলার পরে এবার ল্যাঙ্কাশায়ারের হয়ে টি-২০ ব্লাস্টের শুরুতেই ঝড় তুলেছেন ডেভিড। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে আগ্রহ বাড়ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার।
এ প্রসঙ্গে foxsports.com.au-কে ফিঞ্চ বলেন, ‘আমার সেটাই মনে হচ্ছে (অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে বিবেচিত হতে পারেন ডেভিড)। আইপিএলের শেষদিকটা দারুণ কেটেছে ওর। ও ব্যাট হাতে অত্যন্ত নির্মম ছিল। প্রথম বল থেকে বড় শট নেওয়া দুর্লভ স্কিল। ও সেটা বেশ কিছুদিন ধরে করে দেখাচ্ছে।’
ফিঞ্চ আরও বলেন, ‘ওর মধ্যে ধারাবাহিকতা দেখা যাচ্ছে। সামনের কিছুদিন সেদিকেই নজর থাকবে আমাদের।’
উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৮ ম্যাচে ৩৭.২০ গড়ে ১৮৬ রান সংগ্রহ করেন ডেভিড। স্ট্রাইক-রেট ২১৬.২৭। ১২টি চার এ ১৬টি ছক্কা মেরেছেন তিনি। পরে ল্যাঙ্কাশায়ারের হয়ে টি-২০ ব্লাস্টের ২টি ম্যাচে যথাক্রমে ৩৫ ও ৬০ রান করেন ডেভিড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।