বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > Replacement of Jofra Archer: দেশে ফিরছেন আর্চার, বদলি হিসাবে ক্রিস জর্ডনকে দলে নিল MI

Replacement of Jofra Archer: দেশে ফিরছেন আর্চার, বদলি হিসাবে ক্রিস জর্ডনকে দলে নিল MI

ক্রিস জর্ডন। ছবি- টুইটার 

চোট পেয়ে ছিটকে গেলেন জোফ্রা আর্চার। তাঁর পরিবর্তে ক্রিস জর্ডনকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

চলতি আইপিএল মরশুমের শুরু থেকেই চোট আঘাতের সমস্যায় ভুগছে মুম্বই ইন্ডিয়ান্স। চোটের জন্য মরশুমের আগেই ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। দীর্ঘদিন ধরে পিঠের চোটে কাবু হয়ে জাতীয় দলের বাইরে এই পেসার। চোট পুরোপুরি সেরে না ওঠায় তাঁকে নিয়ে কোনও রকম ঝুঁকি নেয়নি বিসিসিআই। এবার সূর্যকুমার যাদবরা হারালেন তারকা জোরে বোলার জোফ্রা আর্চারকে। তাঁর পরিবর্তে দলে এলেন ক্রিস জর্ডন।

গত সপ্তাহেই শোনা গিয়েছিল, মুম্বই ইন্ডিয়ান্স সই করাচ্ছে জর্ডনকে। তবে কোন ক্রিকেটারের পরিবর্ত হিসাবে সই করানো হচ্ছে তা জানা যায়নি। এবার তা প্রকাশ্যে এল।এই মরশুমে নিজের পুরনো চোট কাটিয়ে উঠে জোফ্রা যোগ দেন মুম্বই শিবিরে। প্রথম দিকে কয়েকটা ম্যাচ খেলেন তিনি। সব মিলিয়ে এই বছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন। নিয়েছেন দুটি উইকেট। তারপরেই তিনি পুরনো চোটের সমস্যায় ভুগতে থাকেন। সূত্র মারফত জানা যায় কনুইয়ে অস্ত্রোপচার করতে হবে তাঁকে।

 

কনুইয়ের চোট তারকা এই ইংরেজ বোলারকে দীর্ঘ দুই বছর ধরে ভুগিয়ে যাচ্ছে। ২০২১ সালে তিনি চোট পান। তারপর থেকে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ, অ্যাশেজ সহ অন্য গুরুত্বপূর্ণ খেলা থেকে বাদ পড়েন তিনি‌‌। কনুইর সঙ্গে সঙ্গে পিঠের চোটও সমস্যার মধ্যে ফেলে দেয় তাঁকে। তবে চোট সারিয়ে ফের ক্রিকেটে ফিরে আসেন। ফের ছিটকে যেতে হল তাঁকে।

অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এই বছর বাকি ম্যাচে দেখা যাবে ক্রিস জর্ডনকে। এই বছর আইপিএলের নিলামে ২ কোটি টাকা তাঁর বেস প্রাইস ছিল। কিন্তু কোনও দলই তাঁকে নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেনি। জোফ্রা চোটের কারণে বাদ পড়ায় মুম্বই ইন্ডিয়ান্স পরিবর্ত ক্রিকেটার হিসেবে দলে নিল তাঁকে। তবে এর আগে জর্ডান আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ,পঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিত্ব করেছেন। জর্ডনকে দলে নেওয়ার বিষয়ে মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো হয়, 'এই মরশুমের বাকি ম্যাচগুলির ক্ষেত্রে জর্ডন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবে। জোফ্রার পরিবর্তন হিসাবে ক্রিসকে দলে নেওয়া হয়েছে। আর্চার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীনে নিজের চোট সারিয়ে তোলার লক্ষ্যে ইংল্যান্ডে ফিরে যাবে।'

ক্রিস জর্ডন ২০১৬ সালে আইপিএলে তাঁর অভিষেক ঘটান। এখনও পর্যন্ত ২৮টি আইপিএল ম্যাচ খেলে ২৭টি উইকেট নিয়েছেন তিনি। ইংল্যান্ডের এই ক্রিকেটার ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে জাতীয় দলের হয়ে ৯৬টি উইকেট নিয়েছেন। জর্ডন শেষবার আইপিএলে ২০২২ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। যেখানে তিনি চারটি ম্যাচে দুটি উইকেট নিয়েছেন।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

বন্ধ করুন