দিন চারেকের বিশ্রাম পর্ব কাটিয়ে কলকাতা নাইট রাইডার্স ফের মাঠে ফিরছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের এই ম্যাচে কেকেআর ও দিল্লির সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে, দেখে নেওয়া যাক। সেই সঙ্গে চোখ রাখা যাক কলকাতা নাইট রাইডার্স বনাম ক্যাপিটালস ম্যাচের ফ্যান্টাসি একাদশেই বা কাদের রাখা যেতে পারে।
কলকাতার সম্ভাব্য একাদশ: স্যাম বিলিংস (উইকেটকিপার), সুনীল নারিন, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), নীতিশ রানা, রিঙ্কু সিং, বেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, টিম সাউদি, শিবম মাভি, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, ঋষভ পন্ত (ক্যাপ্টেন ও উইকেটকিপার), ললিত যাদব, রোভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান ও খলিল আহমেদ।
সম্ভাব্য ফ্যান্টাসি একাদশ:-
নিরাপদ দল: ঋষভ পন্ত (ভাইস ক্যাপ্টেন), পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল (ক্যাপ্টেন), কুলদীপ যাদব, উমেশ যাদব, খলিল আহমেদ ও টিম সাউদি।
ঝুঁকিপূর্ণ দল: ঋষভ পন্ত, স্যাম বিলিংস, ডেভিড ওয়ার্নার (ভাইস ক্যাপ্টেন), শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), নীতিশ রানা, আন্দ্রে রাসেল, অক্ষর প্যাটেল, উমেশ যাদব, খলিল আহমেদ, টিম সাউদি ও শার্দুল ঠাকুর।