HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022 Qualifier 1: পরপর তিন ছক্কায় গুজরাটকে আইপিএলের ফাইনালে তুললেন মিলার

IPL 2022 Qualifier 1: পরপর তিন ছক্কায় গুজরাটকে আইপিএলের ফাইনালে তুললেন মিলার

শেষ ওভারের থ্রিলারে ইডেনের প্রথম কোয়ালিফায়ারে পরাজিত হয় রাজস্থান রয়্যালস। 

ম্যাচ জেতালেন মিলার। ছবি- আইপিএল।

প্লে-অফ ম্যাচ হলেও নক-আউট নয়। তাই IPL 2022-এর প্রথম কোয়ালিফায়ারে কিছুটা খোলা মনেই ক্রিকেট খেলার সুযোগ ছিল গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালসের ক্রিকেটারদের সামনে। তবে জিতলে সরাসরি ফাইনালের টিকিট হাতে আসবে, এই সুযোগটাই বাড়তি তৎপর করে তোলে উভয় দলকে। এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে রাজি ছিল না কোনও দলই। শেষমেশ রাজস্থানকে হারিয়ে খেতাবি লড়াইয়ের যোগ্যতা অর্জন করে গুজরাট টাইটানস।

25 May 2022, 12:03 AM IST

ম্যাচের সেরা মিলার

৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৬৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ডেভিড মিলার।

24 May 2022, 11:47 PM IST

ফাইনালে গুজরাট

রাজস্থান রয়্যালসের ৬ উইকেটে ১৮৮ রানের জবাবে ব্যাট করতে নেমে গুজরাট টাইটানস ১৯.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৯১ রান তুলে ম্যাচ জিতে যায়। সেই সঙ্গে আইপিএল ২০২২-এর ফাইনালের টিকিট পকেটে পোরে গুজরাট। রাজস্থান ম্যাচ হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে। 

24 May 2022, 11:31 PM IST

৩ ছক্কায় ম্যাচ জেতালেন মিলার

৬ বলে ১৬ রান দরকার ছিল গুজরাটের। শেষ ওভারে প্রসিধ কৃষ্ণার প্রথম বলে ছক্কা মারেন ডেভিড মিলার। দ্বিতীয় বলেও ছক্কা হাঁকান তিনি। ২ বলে ১২ রান ওঠে। জয়ের জন্য ৪ বলে ৪ রান দরকার গুজরাটের। তৃতীয় বলেও ছক্কা মারেন মিলার এবং ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে দলের জয় নিশ্চিত করেন। মিলার ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন। ৫টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ৪০ রান করে নট-আউট থাকেন হার্দিক পান্ডিয়া।

24 May 2022, 11:25 PM IST

হাফ-সেঞ্চুরি মিলারের

৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডেভিড মিলার। শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার গুজরাটের। মিলার ৫০ ও হার্দিক ৪০ রান করেছেন।

24 May 2022, 11:20 PM IST

২ ওভারে গুজরাটের দরকার ২৩ রান

জয়ের জন্য শেষ ২ ওভারে গুজরাট টাইটানসের দরকার ২৩ রান। ১৮ ওভার শেষে তারা ৩ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করেছে। মিলার ৩১ বলে ৪৪ রান করেছেন। ২৫ বলে ৩৯ রান করেছেন হার্দিক পান্ডিয়া।

24 May 2022, 11:16 PM IST

দেড়শো টপকাল গুজরাট

১৭ ওভারে গুজরাটের সংগ্রহ ৩ উইকেটে ১৫৫ রান। ২৭ বলে ৩৫ রান করেছেন ডেভিড মিলার। ২৩ বলে ৩৭ রান করেছেন হার্দির পান্ডিয়া।

24 May 2022, 11:09 PM IST

৪ ওভারে গুজরাটের দরকার ৪৩

জয়ের জন্য শেষ ২৪ বলে গুজরাটের দরকার ৪৩ রান। তারা ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করেছে। মিলার ২৩ বলে ২৮ রান করেছেন। হার্দিক ২১ বলে ৩৫ রান করেছেন।

24 May 2022, 11:03 PM IST

৫ ওভারে গুজরাটের দরকার ৫০

জয়ের জন্য শেষ ৫ ওভারে গুজরাটের দরকার ৫০ রান। তারা ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করেছে। মিলার ১৮ বলে ২৩ রান করেছেন। হার্দিক ২০ বলে ৩৪ রান করেছেন।

24 May 2022, 10:54 PM IST

১৩ ওভারে গুজরাটের সংগ্রহ ৩ উইকেটে ১১৫

১৩ ওভার শেষে গুজরাট টাইটানসের সংগ্রহ ৩ উইকেটে ১১৫ রান। ১৩ বলে ২৪ রান করেছেন হার্দিক পান্ডিয়া। ১৩ বলে ১০ রান করেছেন ডেভিড মিলার।

24 May 2022, 10:34 PM IST

ওয়েড আউট

৯.৩ ওভারে ওবেদ ম্যাকয়ের বলে জোস বাটলারের হাতে ধরা পড়েন ম্যাথিউ ওয়েড। ৬টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ৩৫ রান করে মাঠ ছাড়েন ওয়েড। গুজরাট ৮৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট হাতে মাঠে আসেন ডেভিড মিলার। ১০ ওভারে গুজরাটের সংগ্রহ ৩ উইকেটে ৯৭ রান। ৬ বলে ১৫ রান করেছেন হার্দিক পান্ডিয়া।

24 May 2022, 10:25 PM IST

রান-আউট গিল

৭.৪ ওভারে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে মাঠ ছাড়েন শুভমন গিল। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। গুজরাট ৭২ রানে ২ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন হার্দিক পান্ডিয়া। ওয়েড ৩০ রানে ব্যাট করছেন।

24 May 2022, 10:15 PM IST

৬ ওভারে গুজরাটের সংগ্রহ ১ উইকেটে ৬৪

পাওয়ার প্লে-র ৬ ওভারে গুজরাটের সংগ্রহ ১ উইকেটে ৬৪ রান। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৩১ রান করেছেন গিল। ৫টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ২৭ রান করেছেন ওয়েড।

24 May 2022, 09:59 PM IST

৩ ওভারে গুজরাটের সংগ্রহ ১ উইকেটে ২৯

৩ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ১ উইকেটে ২৯ রান। ওয়েড ১২ বলে ১৮ রান করেছেন। ৪ বলে ৬ রান করেছেন শুভমন গিল।

24 May 2022, 09:45 PM IST

ঋদ্ধি আউট

গুজরাটের হয়ে ওপেন করতে নামেন ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। রাজস্থানের হয়ে বোলিং শুরু করেন ট্রেন্ট বোল্ট। প্রথম ওভারের দ্বিতীয় বলেই সঞ্জুর দস্তানায় ধরা পড়েন সাহা। খাতা খোলার আগেই মাঠ ছাড়তে হয় ঋদ্ধিকে। ব্যাট হাতে ক্রিজে আসেন ম্যাথিউ ওয়েড। তিনি চতুর্থ বলে চার মারেন। প্রথম ওভারে ১ উইকেট হারিয়ে চার রান সংগ্রহ করে গুজরাট।

24 May 2022, 09:31 PM IST

রাজস্থান ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮

নাটকীয় শেষ ওভার। যশ দয়ালের তৃতীয় বলে ছক্কা মারেন বাটলার। ষষ্ঠ বলে রান-আউট হন ব্রিটিশ তারকা। তিনি ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ৮৯ রান করে সাজঘরে ফেরেন। চলতি আইপিএলে ৭০০ রানের গণ্ডি টপকে যান বাটলার। তবে জোস যে বলে রান-আউট হন, সেটি নো-বল হয়। পুনরায় ষষ্ঠ বল করতে গিয়ে ওয়াইড করেন যশ। তবে সেই বলে নন-স্ট্রাইকার প্রান্তে রান-আউট হন রিয়ান পরাগ। শেষশেষ তৃতীয় প্রচেষ্টায় ওভারের শেষ বলে ২ রান তোলের অশ্বিন। রাজস্থান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৮ রান তোলে। সুতরাং, জয়ের জন্য ১৮৯ রান দরকার গুজরাটের।

24 May 2022, 09:13 PM IST

হেতমায়ের আউট

১৮.২ ওভারে শামির বলে বাটলারের ক্যাচ ছাড়েন জোস বাটলার। ঠিক পরের বলে তেওয়াটিয়ার হাতে ধরা পড়েন শিমরন। ৭ বলে ৪ রান করে মাঠ ছাড়েন তিনি। রাজস্থান ১৬১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন রিয়ান পরাগ। রাজস্থান ১৯ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭২ রান তুলেছে। বাটলার ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৮০ রান করেছেন।

24 May 2022, 09:03 PM IST

হাফ-সেঞ্চুরি বাটলারের

১৬.১ ওভারে যশ দয়ালের বলে হার্দিক পান্ডিয়ার হাতে নিশ্চিত ধরা পড়তেন বাটলার। তবে ভাগ্য সঙ্গ দেওয়ায় বেঁচে যান তিনি। বল ধরার আগে পা পিছলে মাঠে পড়ে যান হার্দিক। বল বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। ঠিক পরের বলেই আলজারি জোসেফের পায়ের নীচ দিয়ে বল চলে যায় বাউন্ডারির বাইরে। বাটলার ৭টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ১৭ ওভারে রাজস্থানের স্কোর ৩ উইকেটে ১৪৫ রান। বাটলার ৪৪ বলে ৫৬ রান করেছেন।

24 May 2022, 08:48 PM IST

পাডিক্কাল আউট

১৪.১ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন দেবদূত পাডিক্কাল। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ২৮ রান করে মাঠ ছাড়েন পাডিক্কাল। ১১৬ রানে ৩ উইকেট হারায় রাজস্থান। ব্যাট হাতে ক্রিজে আসেন শিমরন হেতমায়ের। ১৫ ওভার শেষে রাজস্থানের সংগ্রহ ৩ উইকেটে ১২৪ রান। ৩৫ বলে ৩৭ রান করেছেন বাটলার।

24 May 2022, 08:46 PM IST

সাই কিশোরের ওভারে ওঠে  ১৮ রান

১৪তম ওভারে সাই কিশোরের বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন পাডিক্কাল। ১৯ বলে ২৮ রান করেছেন পাডিক্কাল। ৩১ বলে ৩০ রান করেছেন বাটলার।

24 May 2022, 08:38 PM IST

১৩ ওভারে রাজস্থানের স্কোর ২ উইকেটে ৯৮

১৩ ওভার শেষে রাজস্থান রয়্যালসের সংগ্রহ ২ উইকেটে ৯৮ রান। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ২৯ রান করেছেন জোস বাটলার। ১৪ বলে ১২ রান করেছেন দেবদূত পাডিক্কাল।

24 May 2022, 08:24 PM IST

স্যামসন আউট

৯.৫ ওভারে সাই কিশোরের বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় আউট হয়ে বসেন স্যামসন। বাউন্ডারি লাইনে জোসেফের হাতে ধরা পড়েন রাজস্থান দলনায়ক। ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪৭ রান করে মাঠ ছাড়েন সঞ্জু।  ৭৯ রানে ২ উইকেট হারায় রাজস্থান। ব্যাট হাতে ক্রিজে আসেন পাডিক্কাল।

24 May 2022, 08:19 PM IST

৯ ওভারে রাজস্থানের স্কোর ১ উইকেটে ৭৫

৯ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১ উইকেটে ৭৫ রান। ২৩ বলে ৪৫ রান করেছেন সঞ্জু। বাটলার ২৩ বলে ২১ রান করেছেন।

24 May 2022, 08:06 PM IST

৬ ওভারে রাজস্থানের স্কোর ১ উইকেটে ৫৫

পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১ উইকেটে ৫৫ রান। জোসেফের বলে জোড়া ছক্কা হাঁকান স্যামসন। ১৩ বলে ৩০ রান করেছেন সঞ্জু। বাটলার ১৫ বলে ১৬ রান করেছেন।

24 May 2022, 07:55 PM IST

৪ ওভারে রাজস্থানের স্কোর ১ উইকেটে ২৮

৪ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১ উইকেটে ২৮ রান। বাটলার ১০ বলে ১৪ রান করেছেন। ৬ বলে ১০ রান করেছেন সঞ্জু স্যামসন।

24 May 2022, 07:42 PM IST

যশস্বী আউট

১.৬ ওভারে যশ দয়ালের বলে ঋদ্ধিমান সাহার দস্তানায় ধরা পড়েন যশস্বী। ৮ বলে ৩ রান করে মাঠ ছাড়েন জসওয়াল। রাজস্থান ১১ রানে ১ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন সঞ্জু স্যামসন।

24 May 2022, 07:32 PM IST

ম্যাচ শুরু

রাজস্থানের হয়ে ওপেন করতে নামেন যশস্বী জসওয়াল ও জোস বাটলার। গুজরাটের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ শামি। প্রথম ওভারে ৯ রান ওঠে। ২টি চার মারেন বাটলার।

24 May 2022, 07:24 PM IST

রাজস্থানের প্রথম একাদশ

জোস বাটলার, যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), দেবদূত পাডিক্কাল, শিমরন হেতমায়ের, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাকয়, যুজবেন্দ্র চাহাল ও প্রসিধ কৃষ্ণা।

24 May 2022, 07:22 PM IST

গুজরাটের প্রথম একাদশ

শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ম্যাথিউ ওয়েড, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, সাই কিশোর, মহম্মদ শামি, আলজারি জোসেফ ও যশ দয়াল।

24 May 2022, 07:19 PM IST

বাদ পড়লেন ফার্গুসন

রাজস্থান রয়্যালস অপরিবর্তিত প্রথম একাদশে মাঠে নামার সিদ্ধান্ত নেয়। গুজরাট টাইটানস প্রথম একাদশে ১টি রদবদল করে। তারা লকি ফার্গুসনের বদলে আলজারি জোসেফকে দলে ফেরায়।

24 May 2022, 07:03 PM IST

টস জিতল গুজরাট

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর প্রথম কোয়ালিফায়ারে টস জিতল গুজরাট টাইটানস। তারা টস জিতে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানায় রাজস্থান রয়্যালসকে।

24 May 2022, 05:48 PM IST

মুখোমুখি লড়াইয়ের ফলাফল

লিগে গুজরাট ও রাজস্থান ১টি ম্যাচেই পরস্পরের মুখোমুখি হয়। সেই ম্যাচে গুজরাট টাইটানস ৩৭ রানে পরাজিত করে রাজস্থান রয়্যালসকে। প্রথমে ব্যাট করে গুজরাট ৪ উইকেটে ১৯২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান ৯ উইকেটে ১৫৫ রানে আটকে যায়।

24 May 2022, 05:42 PM IST

রাজস্থানের লিগের পারফর্ম্যান্স

লিগের ১৪টি ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় তুলে নেয় রাজস্থান রয়্যালস। তারা দিল্লি, কলকাতা, মুম্বই, গুজরাট ও আরসিবির কাছে ১টি করে ম্যাচে পরাজিত হয়।

24 May 2022, 05:39 PM IST

গুজরাটের লিগের পারফর্ম্যান্স

লিগের ১৪টি ম্যাচের মধ্যে ১০ ম্যাচে জয় তুলে নেয় গুজরাট টাইটানস। তারা একটি করে ম্যাচে পরাজিত হয় আরসিবি, মুম্বই, পঞ্জাব ও হায়দরাবাদের কাছে।

24 May 2022, 05:24 PM IST

চলতি আইপিএলে শামির পারফর্ম্যান্স

মহম্মদ শামি চলতি আইপিএলের ১৪টি ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি ৭.৭৭ রান খরচ করেছেন।

24 May 2022, 05:22 PM IST

চলতি আইপিএলে ঋদ্ধির পারফর্ম্যান্স

ঋদ্ধিমান সাহা চলতি আইপিএলের ৯টি ম্যাচে ৩৯.০০ গড়ে ৩১২ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ৩টি। ক্যাচ ধরেছেন ৯টি। স্টাম্প-আউট করেছেন ২টি। 

24 May 2022, 05:17 PM IST

ইডেনে নামছেন ঋদ্ধি-শামি

একে তো আইপিএল প্লে-অফের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ। তার উপর দীর্ঘদিন পরে বাংলার দুই ঘরের ছেলে ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি খেলতে নামছেন ইডেন গার্ডেন্সে। স্বাভাবিকভাবেই বাংলার ক্রিকেটপ্রেমীদের মনোরঞ্জনের এর থেকে ভালো উপকরণ আর কিই বা হতে পারে!

Latest News

অযোগ্যদের হয়ে সওয়াল করব না বলেও সুপ্রিম কোর্টে বেতন ফেরতের বিরোধিতা SSCর ঠিক করে দাঁত মাজেন না? মাথার কোন ক্ষতি হচ্ছে, ভাবতেও পারবেন না জুন ও তাঁর স্বামী কয়েক কোটির মালিক, কত টাকার ঋণ রয়েছে মেদিনীপুরের TMC প্রার্থীর হায় কপাল! ঐশ্বর্যর কানের জামা পরেই মেট গালায় চলে গেলেন নাকি মিন্ডি কালিং ধূসর রঙের টপে স্পষ্ট বক্ষবিভাজিকা, শরীর চাপা গাউনে মেট গালায় লাইমলাইটে কিম T20 WC 2024-এ বয়স্কতম ক্রিকেটার হওয়ার নজির গড়ার পথে উগান্ডার অলরাউন্ডার ‘‌কুত্তা ভোকে হাজার হাতি চলে বাজার’‌, গো–ব্যাক স্লোগান শুনে মেজাজ হারালেন দিলীপ বৈশাখ অমাবস্যায় করুন এই ৫ কাজ, পিতৃ পুরুষের আশীর্বাদে সব কাজে হবেন সফল সবথেকে বেশি বয়সে অভিষেক আশার, বাঙালি অ্যাঙ্কর ভাসালেন আবেগে, হাততালি পুরো দলের অগ্নিদগ্ধ স্ত্রী'র শেষ জবানবন্দির ভিত্তিতে তিনজনের হত্যার দায়ে জেলে গেল স্বামী

Latest IPL News

সানরাইজার্স হায়দরাবাদ সোশ্যাল মিডিয়াতে ব্লক করা প্রসঙ্গে মুখ খুললেন ওয়ার্নার সেঞ্চুরির পথে খোঁড়াচ্ছিলেন, ম্যাচ শেষে চোট নিয়ে আপডেট দিলেন স্কাই T20 WC 2024-এর আগে ব্যাটে রান নেই! সাজঘরে ফিরেই কি কেঁদে ফেললেন রোহিত শর্মা? স্ট্র্যাটেজি নয়, বাধ্য হয়েই ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিল ধোনি! সামনে এল বড় কারণ টিম KKR বারাণসীতে কী করছে? কলকাতায় নামতে পারল না নাইটদের চাটার্ড বিমান IPL-এ নিজের আক্রমণাত্মক মেজাজ নিয়ে অনুতপ্ত গৌতম গম্ভীর কোহলি ও গায়কোয়াড়ের লড়াইয়ের মাঝে অরেঞ্জ ক্যাপের রেসে ট্র্যাভিস হেডের এন্ট্রি রাতের ওয়াংখেড়েতে সূর্যোদয়, ঝোড়ো শতরান করে MI-কে জেতালেন স্কাই, ধাক্কা খেল SRH ‘ক্রিকেট না খেলে ব্যবসা করলে ওরা আমায় ঠকিয়ে দিত’, কাদের কথা বললেন বিরাট? ভিডিয়ো LSG vs KKR: রাসেল মিডল ওভারে উইকেট নিয়ে চাপ কমিয়ে দেয়, প্রশংসায় পঞ্চমুখ রানা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ