মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর উদ্বোধনী ম্যাচে ২৭ রানে ৫ উইকেট নেন দিল্লি থেকে আরসিবিতে যোগ দেওয়া হার্ষাল প্যাটেল। ৩০ বছর বয়সী পেসারের এটিই আইপিএল তথা টি-২০ কেরিয়ারের সেরা বোলিং।
এদিন পোলার্ডকে ফেরানোর সঙ্গে সঙ্গে আইপিএলে ৫০টি উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন হার্ষাল। তার আগে ইশানের উইকেট তুলে নিয়ে টি-২০ কেরিয়ারে ১০০ উইকেটের মাইলফলক ছোঁন তিনি।
১. পরিবারের সঙ্গে আমেরিকায় চলে যাওয়ার কথা ছিল হার্ষাল প্যাটেলের। ক্রিকেটের জন্যই থেকে যান ভারতে। কোচ তারক ত্রিবেদীর জেদেই প্যাটেল ভারতে থেকে যান।
২. ২০০৮-০৯ মরশুমে অনূর্ধ্ব-১৯ বিনু মানকড় ট্রফিতে ১১ গড়ে ২৩টি উইকেট নেন হার্ষাল। সেবছরই গুজরাতের হয়ে লিস্ট-এ অভিষেক হয় তাঁর।
৩. ২০১০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন হার্ষাল। তার পরেই মুম্বইয়ের আইপিএল দলে ঢুকে পড়েন তিনি।
৪. ২০১১ সালে হরিয়ানার হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে হাতেখড়ি হয় প্যাটেলের।
৫. ভারতীয়-এ দল ও অনূর্ধ্ব-২৩ ভারতীয় দলের হয়েও প্রতিনিধিত্ব করেন প্যাটেল।
৬. দিল্লি ক্যাপিটালস থেকে এবছর ট্রেড উইন্ডো দিয়ে আরসিবিতে যোগ দেন হার্ষাল।
৭. ৬৪টি ফার্স্ট ক্লাস ম্যাচে ২২৬টি উইকেট নিয়েছেন তিনি।
৮. ৫৭টি লিস্ট-এ ম্যাচে হার্ষালের উইকেট সংখ্যা ৮০টি।
৯. এই ম্যাচের আগে ৯৬টি টি-২০ ম্যাচে প্যাটেল ৯৮টি উইকেট নেন।
১০. এই নিয়ে আইপিএলের ৪৯টি ম্যাচে ৫১টি উইকেট নিলেন হার্ষাল।
১১. এই নিয়ে মোট ৯টি মরশুমের আইপিএলে মাঠে নামার সুযোগ পেলেন তিনি।
১২. ২০১৫ আইপিএলে নিয়েছিলেন এক মরশুমে সর্বাধিক ১৭টি উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।