এখনও ফুরিয়ে যাননি। গতবার মনের মতো পারফরম্যান্স করতে না পারার সেটাই নিজেকে বারবার মনে করিয়ে যাচ্ছেন। এমনটাই জানালেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক।
আরও পড়ুন: IPL 2022: RCB ম্যাচে হেরে গেলেও অরেঞ্জ ক্যাপ জয় RR তারকার, প্রথম ২০-তে KKR-র মাত্র ১ জন!
মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংসের জন্য কার্তিককে ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয়েছে। সেই পুরস্কার গ্রহণের পরে কার্তিক বলেন, 'আমি সচেতনভাবে নিজেকে বলার চেষ্টা করছি যে আমি এখনও শেষ হয়ে যায়নি। আমার একটা লক্ষ্য আছে। আমি কিছু একটা অর্জনের চেষ্টা করছি। আমি নিজের সেরাটা করেছি। আমি নিজের প্রস্তুতি সেরেছি।' সঙ্গে তিনি বলেন, ‘এই বছরে নিজের প্রতি সুবিচার করার জন্য সচেতনভাবে চেষ্টা করেছি। গত বছরে আমি কিছুটা ভালো করতে পারতাম বলে মনে হচ্ছিল। (চলতি বছর) আমি যেভাবে প্রস্তুতি সেরেছিলাম, সেটা কিছুটা আলাদা ছিল। যাঁর সঙ্গে আমি অনুশীলন করেছিলাম, তাঁকে ধন্যবাদ। তিনি আমায় যা করিয়েছিলেন, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল।’
আরও পড়ুন: IPL 2022: KKR-র হয়ে গত বছর ভালো করতে পারেননি, পুরনো ছন্দে ফিরে স্বীকার কার্তিকের
শুধু রাজস্থান নয়, এবারের আইপিএলে তিনটি ম্যাচেই দুর্দান্ত খেলেছেন কার্তিক। ‘ফিনিশার’ ভূমিকায় দুর্দান্তভাবে নিজেকে মেলে ধরেছেন। তিন ম্যাচে ইতিমধ্যে ৯০ রান করে ফেলেছেন। তিন ম্যাচেই অপরাজিত ছিলেন। স্ট্রাইক রেট ২০৪.৫৫। সেই পরিস্থিতিতে দীনেশ বলেন, 'আমি সচেতনভাবে প্রচুর সাদা বলের ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি আর চারদিনের ক্রিকেট খেলি না। তাই ম্যাচের সংখ্যা কমে গিয়েছে। তাই আমায় অনুশীলন ম্যাচ হিসেবে সেইসংখ্যক ম্যাচ খেলতে হয়। আমি সেটা করার চেষ্টা করি। এই অনুশীলনের সময়টায় আমার সঙ্গে প্রচুর মানুষ থাকেন। সেই সময়টাই আপনি লড়াই করে যান। যখন কেউ দেখেন না। ওটাই সবথেকে গুরুত্বপূর্ণ সময়। কারণ এখানে এসে দারুণ বিষয়। দলের সেটআপ দারুণ। তাঁরা আমায় খুব সাহায্য করছেন। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই আসল কাজটা হয়। সেটার প্রতি যাবতীয় কৃতিত্ব দিতে চাই।'