বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: ফিঞ্চের উইকেটটাই তফাৎ গড়ে দিল, ‘অভিশপ্ত’ মাঠে পঞ্চম ম্যাচ হেরে আক্ষেপ শ্রেয়সের

IPL 2022: ফিঞ্চের উইকেটটাই তফাৎ গড়ে দিল, ‘অভিশপ্ত’ মাঠে পঞ্চম ম্যাচ হেরে আক্ষেপ শ্রেয়সের

ম্যাচ শেষে দুই দলের অধিনায়ক শ্রেয়স ও সঞ্জুর শুভেচ্ছা বিনিময়। ছবি- আইপিএল।

শ্রেয়স ও ফিঞ্চ মিলে দ্বিতীয় উইকেটে ৫৪ বলে ১০৭ রানের পার্টনারশিপ গড়েছিলেন।

‘অভিশপ্ত’ মাঠে দারুণ লড়াই করেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সাত রানে হারতে হল কলকাতা নাইট রাইডার্স। ব্রেবোর্ন স্টেডিয়ামে কেকেআর এই নিয়ে পাঁচ নম্বর (এ মরশুমে তিনটি) খেলে পাঁচটিতেই হারল। অধিনায়ক শ্রেয়স আইয়ারের ৮৫ রানের ইনিংসেও লাভের লাভ কিছুই হল না।

একসময় জয়ের পথে ভালভাবেই অগ্রসর হলেও, ঠিক কোথায় ম্যাচ হারল নাইটরা? শ্রেয়স আইয়ারের মতে, ‘আমার মতে আমরা যেভাবে শুরুটা করেছিলাম, তাতে রানের রেটের দিক থেকে তো আমরা ঠিকভাবেই এগোচ্ছিলাম। ফিঞ্চি (অ্যারন ফিঞ্চ) দারুণ খেলছিল। তবে ওর উইকেটটাই তফাৎ গড়ে দিল। ও আউট হওয়ার পরেই আমাদের রানের গতি কমে যায়। তবে খেলায় তো এমনটা হয়েই থাকে।’

নিজেদের ইনিংসের প্রথম বলেই সুনীল নারিন আউট হওয়ার পরে, ফিঞ্চ এবং শ্রেয়স আইয়ার মিলে ৫৪ বলে ১০৭ রানের পার্টনারশিপ গড়েন। ফিঞ্চ ২৮ বলে ৫৮ রানের একটি দারুণ ইনিংস খেলে আউট হন। ম্যাচে যে শিশিরের কোনও প্রভাব পড়েনি, তা সাফ জানিয়ে দিয়ে পিচেরও প্রশংসা করেন শ্রেয়স। তবে ব্রেবোর্ন যে দলের জন্য একেবারেই সুখকর হয়নি, তা একবাক্যে স্বীকার করে নিচ্ছেন নাইট অধিনায়কও।

‘আজকের ম্যাচে শিশির একদমই প্রভাব ফেলেনি। উইকেটটাও ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। দুর্ভাগ্যবশত ব্রেবোর্ন আমাদের জন্য একেবারেই সুখকর হয়নি। আশা করছি পরের ম্যাচগুলিতে আমরা ভালভাবে ফিরে আসতে পারব।’ আশাবাদী শ্রেয়স। আর দুঃস্বপ্নের ব্রেবোর্নে খেলতে হচ্ছে না কেকেআরকে, এটাই বাঁচোয়া। শনিবার (২৩ এপ্রিল) পরের ম্যাচে ডিওয়াই পাতিলে গুজরাট টাইটানসের মুখোমুখি হবে শ্রেয়সের দল। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন