ব্রেবোর্ন স্টেডিয়ামে সোমবার (১৮ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। ২১৮ রানের বিশাল রান তাড়া করতে নেমে একমসয় জয়ের দিকে ভালভাবেই অগ্রসর হচ্ছিল কেকেআর। তবে ১৭তম ওভারে যুজবেন্দ্র চাহাল একা হাতেই কার্যত রাজস্থানের দিকে ম্যাচ টেনে নিয়ে আসেন।
এক ওভারে হ্যাটট্রিকসহ মোট চার উইকেট নেন চাহাল। মরশুমের শুরুর দিকে করুণ নায়ার ক্যাচ মিস করায় চাহালের হ্যাটট্রিক হাতছাড়া হলেও, এবার তেমনটা হয়নি। তবে এবার কিন্তু হ্যাটট্রিক বলে প্যাট কামিন্সের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে নিজের পরিকল্পনা বদলে ফেলেন চাহাল। ম্যাচ শেষে নিজেই সে কথা জানালেন তারকা স্পিনার। তিনি বলেন, ‘আমি প্রথমে (হ্যাটট্রিক বলে) গুগলি করার কথা ভাবছিলাম। তবে সত্যি বলতে কোনওরকম ঝুঁকি নিতে চাইনি। তাই পরিকল্পনা বদলায়। আমার হ্যাটট্রিক বলে যদি উইকেট না পেয়ে, ডট বল হত, তাহলেও খুব একটা অখুশি হতাম না।’
নিজের নির্ধারিত চার ওভারে ৪০ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন চাহাল। সাত রানে ম্যাচ হারে কেকেআর। অনবদ্য বোলিং করে ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার জন্য় স্বাভাবিকভাবেই তাঁকেই ম্যাচ সেরা ঘোষণা করা হয়। ১৭তম ওভারে বল হাতে নিয়ে ঠিক কী ভাবছিলেন তিনি। ‘আমায় এই ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে করতে উইকেট নিতেই হত। এটাই মাথায় ঘোরাফেরা করছিল। আমি নিজের বোলিংয়ের উপর যথেষ্ট খেটেছি। কোচ এবং অধিনায়কের সঙ্গে আলোচনা করে নিজের পরিকল্পনা তৈরি করি।’ বলে জানান যুজি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।