২০২২ আইপিএল থেকে যে বিপর্যয় শুরু হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সে, এই বছরও টুর্নামেন্টের শুরুতে সেই ধারাই বজায় থাকল। পাঁচ বারের চ্যাম্পিয়নরা ২০২৩ আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ল্যাজেগোবরে হল। তিলক বর্মা ছাড়া মুম্বইয়ের ব্যাটিং অর্ডার যেমন হতাশ করেছে, তেমনই বোলাররাও নির্ভরতা দিতে ব্যর্থ। দলের পারফরম্যান্সে রীতিমতো ক্ষুব্ধ মুম্বইয়ের বোলিং কোচ শেন বন্ড। রোহিতদের দক্ষতা নিয়েই তিনি প্রশ্ন তুলে দিয়েছেন।
গত বার গ্রুপের ১৪টি ম্যাচের মধ্যে ১০টি ম্যাচে হেরেছিল মুম্বই। এ বারও প্রথম ম্যাচে ম্যাচেই হার। বেঙ্গালুরু ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে দলের প্রথম ম্যাচ হার নিয়ে ক্ষোভ উগরে বোলিং কোচ শেন বন্ড বলেন, ‘দলের সঙ্গে আমি ৯ বছর ধরে আছি। এক বারও দেখলাম না ওরা প্রথম ম্যাচ জিতল। খুব বিরক্ত লাগছে। আইপিএলে খুব কঠিন প্রতিযোগিতা। তাই শুরুটা খুব গুরুত্বপূর্ণ। আর শুরুতেই আমরা হেরে যাচ্ছি।’ প্রসঙ্গত, শেষ বার ২০১২ সালে নিজেদের প্রথম ম্যাচ জিতেছিল মুম্বই। তার পর থেকে এক বারও আইপিএলে প্রথম ম্যাচ জিততে পারেননি রোহিত শর্মারা।
আরও পড়ুন: ঠিক যেন ধোনির প্রতিচ্ছবি- তিলকের হেলিকপ্টার শটে ছক্কা, বিস্মিত ভারতের প্রাক্তনী
এখানেই থামেননি বন্ড। তিনি ব্যাটারদের শট নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন। স্পষ্ট ভাবে বন্ড বলে দিয়েছেন, ‘পাওয়ার প্লে-তে রান মোটামুটি খারাপ ছিল না। কিন্তু তার পর আমরা একের পর এক উইকেট হারালাম। চিন্নাস্বামীর ছোট মাঠে আমাদের আরও বেশি রান করা উচিত ছিল। ভুল সময়ে ভুল শট খেলে ব্যাটাররা আউট হল। এই মাটে ১৭০ রান করে জেতা যায় না।’
আরও পড়ুন: IPL প্লে-অফের হিসেবে CSK, MI-এর থেকে RCB পিছিয়ে নেই- নিন্দুকদের মুণ্ডুপাত কোহলির
শুধু বন্ড নয়, অধিনায়ক রোহিতও ম্যাচের পর ব্যাটারদের দুষেছেন। বলেছেন, ‘শুরুটা ভালো হল না। ব্যাট হাতে প্রথম ৬ ওভারে রান উঠল না। তবে পরে তিলক (বর্মা) এবং বাকি ব্যাটাররা খুব ভালো চেষ্টা করেছে। কিন্তু বল হাতে আমরা নিজেদের কাজটাই করতে পারলাম না। ব্যাট করার জন্য আদর্শ পিচ ছিল। আরও ৩০-৪০ রান প্রয়োজন ছিল।’
শুধু ব্যাটারদের নয়, বোলারদের পারফরম্যান্স নিয়েও শেন বন্ড বিরক্তি প্রকাশ করেছেন। তাঁর দাবি, ‘বোলাররাও ভুল জায়গায় বল ফেলল। তাই ওদের দুই ওপেনার থিতু হওয়ার সময় পেয়ে গেল। তার পর আর কিছু করার ছিল না। শুরুতে উইকেট তুলতে না পারলে বিরাট কোহলি, ফ্যাফ ডুপ্লেসিকে আউট করা যাবে না। আমরা ওদের চাপে ফেলতেই পারিনি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।