বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: এটা সত্যিই হতাশাজনক- RCB-র কাছে হারের পর ক্ষোভ উগরে দিলেন MI বোলিং কোচ

IPL 2023: এটা সত্যিই হতাশাজনক- RCB-র কাছে হারের পর ক্ষোভ উগরে দিলেন MI বোলিং কোচ

২০২৩ আইপিএলের প্রথম ম্যাচেই ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ে মুম্বই।

২০২৩ আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ল্যাজেগোবরে হল। তিলক বর্মা ছাড়া মুম্বইয়ের ব্যাটিং অর্ডার যেমন হতাশ করেছে, তেমনই বোলাররাও নির্ভরতা দিতে ব্যর্থ। দলের পারফরম্যান্সে রীতিমতো ক্ষুব্ধ মুম্বইয়ের বোলিং কোচ শেন বন্ড।

২০২২ আইপিএল থেকে যে বিপর্যয় শুরু হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সে, এই বছরও টুর্নামেন্টের শুরুতে সেই ধারাই বজায় থাকল। পাঁচ বারের চ্যাম্পিয়নরা ২০২৩ আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ল্যাজেগোবরে হল। তিলক বর্মা ছাড়া মুম্বইয়ের ব্যাটিং অর্ডার যেমন হতাশ করেছে, তেমনই বোলাররাও নির্ভরতা দিতে ব্যর্থ। দলের পারফরম্যান্সে রীতিমতো ক্ষুব্ধ মুম্বইয়ের বোলিং কোচ শেন বন্ড। রোহিতদের দক্ষতা নিয়েই তিনি প্রশ্ন তুলে দিয়েছেন।

গত বার গ্রুপের ১৪টি ম্যাচের মধ্যে ১০টি ম্যাচে হেরেছিল মুম্বই। এ বারও প্রথম ম্যাচে ম্যাচেই হার। বেঙ্গালুরু ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে দলের প্রথম ম্যাচ হার নিয়ে ক্ষোভ উগরে বোলিং কোচ শেন বন্ড বলেন, ‘দলের সঙ্গে আমি ৯ বছর ধরে আছি। এক বারও দেখলাম না ওরা প্রথম ম্যাচ জিতল। খুব বিরক্ত লাগছে। আইপিএলে খুব কঠিন প্রতিযোগিতা। তাই শুরুটা খুব গুরুত্বপূর্ণ। আর শুরুতেই আমরা হেরে যাচ্ছি।’ প্রসঙ্গত, শেষ বার ২০১২ সালে নিজেদের প্রথম ম্যাচ জিতেছিল মুম্বই। তার পর থেকে এক বারও আইপিএলে প্রথম ম্যাচ জিততে পারেননি রোহিত শর্মারা।

আরও পড়ুন: ঠিক যেন ধোনির প্রতিচ্ছবি- তিলকের হেলিকপ্টার শটে ছক্কা, বিস্মিত ভারতের প্রাক্তনী

এখানেই থামেননি বন্ড। তিনি ব্যাটারদের শট নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন। স্পষ্ট ভাবে বন্ড বলে দিয়েছেন, ‘পাওয়ার প্লে-তে রান মোটামুটি খারাপ ছিল না। কিন্তু তার পর আমরা একের পর এক উইকেট হারালাম। চিন্নাস্বামীর ছোট মাঠে আমাদের আরও বেশি রান করা উচিত ছিল। ভুল সময়ে ভুল শট খেলে ব্যাটাররা আউট হল। এই মাটে ১৭০ রান করে জেতা যায় না।’

আরও পড়ুন: IPL প্লে-অফের হিসেবে CSK, MI-এর থেকে RCB পিছিয়ে নেই- নিন্দুকদের মুণ্ডুপাত কোহলির

শুধু বন্ড নয়, অধিনায়ক রোহিতও ম্যাচের পর ব্যাটারদের দুষেছেন। বলেছেন, ‘শুরুটা ভালো হল না। ব্যাট হাতে প্রথম ৬ ওভারে রান উঠল না। তবে পরে তিলক (বর্মা) এবং বাকি ব্যাটাররা খুব ভালো চেষ্টা করেছে। কিন্তু বল হাতে আমরা নিজেদের কাজটাই করতে পারলাম না। ব্যাট করার জন্য আদর্শ পিচ ছিল। আরও ৩০-৪০ রান প্রয়োজন ছিল।’

শুধু ব্যাটারদের নয়, বোলারদের পারফরম্যান্স নিয়েও শেন বন্ড বিরক্তি প্রকাশ করেছেন। তাঁর দাবি, ‘বোলাররাও ভুল জায়গায় বল ফেলল। তাই ওদের দুই ওপেনার থিতু হওয়ার সময় পেয়ে গেল। তার পর আর কিছু করার ছিল না। শুরুতে উইকেট তুলতে না পারলে বিরাট কোহলি, ফ্যাফ ডুপ্লেসিকে আউট করা যাবে না। আমরা ওদের চাপে ফেলতেই পারিনি।’

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

Eye Care Tips: এই অভ্যাস চোখের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় কার্যকারিতা দেখাতে পারে মেয়োনিজ, বলছে গবেষণা মহম্মদ ইউনুসের ‌মন্তব্যের তুমুল সমালোচনার জের, বরখাস্ত বাংলাদেশের ম্যাজিস্ট্রেট চাঁদের গৃহে মঙ্গলের প্রবেশ, ৪ রাশির জন্য আলোর উৎসব দীপাবলি আনবে সমৃদ্ধির জোয়ার ইঙ্গিত দিয়েছিলেন আগেই, দুই থেকে তিন হচ্ছেন, খুশির খবর জানালেন অক্ষর প্যাটেল চাকরি ছাড়েননি, শুধু ডিউটি করবেন না, ‘গণইস্তফা’ আরজি করের সিনিয়র ডাক্তারদের! ২৭ বছর পরে এমন সাফল্য, মুম্বইয়ের রাস্তায় ট্রফি হাতে রাহানে-সরফরাজদের উত্তাল নাচ নিউ ইয়র্কের গিয়েও মহা বিড়ম্বনায়! সেখানেও সেই 'হাওয়াই চটি'ই ভরসা গায়িকা সঞ্চিতার ঢোল-তাসা-স্লোগানে টিম ইন্ডিয়াকে স্বাগত জানাল দিল্লি! আনন্দে নেচে উঠলেন সূর্য ডায়মন্ডহারবার পুলিশ জেলার ডগ স্কোয়াড আরও শক্তিশালী, নতুন দুই সদস্যের নাম কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.