বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RR জার্সিতে প্রথম দিনের অনুশীলনে প্রথম বলেই ক্যামেরার দফারফা করলেন জো রুট- ভিডিয়ো

RR জার্সিতে প্রথম দিনের অনুশীলনে প্রথম বলেই ক্যামেরার দফারফা করলেন জো রুট- ভিডিয়ো

জো রুট।

প্রথম প্রশিক্ষণ সেশনের প্রথম বলে জো রুট কভার ড্রাইভ হাঁকাতে গিয়ে একেবারে সোজা ক্যামেরায় বল মারেন। যে ভিডিয়ো পোস্ট করে রাজস্থান টুইটারের ক্যাপশনে লিখেছে, ‘২৬.০৩.২৩- রয়্যালদের হয়ে জো রুটের প্রথম বল!’

২০২৩ আইপিএল শুরুর আগে জো রুট সম্প্রতি রাজস্থান রয়্যালসের ক্যাম্পে যোগ দিয়েছেন। এবং তিনি নিজেকে একেবারে আইপিএলের রঙেই রাঙিয়ে নিয়েছেন। তারকা ব্রিটিশ ব্যাটসম্যান রাজস্থানের হয়ে তাঁর প্রথম অনুশীলন সেশনে সকলকে রীতিমতো চমকে দিয়েছেন। জো রুটের প্রশিক্ষণের একটি ঝলক রাজস্থান ফ্র্যাঞ্চাইজি টুইটারে শেয়ার করেছেন। তা দেখে চোখ কপালে নেটিজেনদের।

আরও পড়ুন: প্রসিধের পরিবর্ত হিসেবে PBKS এবং SRH-এ খেলা ১০ বছরের অভিজ্ঞ তারকা পেসারকে নিল RR

দলের তরফে শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রথম প্রশিক্ষণ সেশনের প্রথম বলে জো রুট কভার ড্রাইভ হাঁকাতে গিয়ে একেবারে সোজা ক্যামেরায় বল মারেন। যে ভিডিয়ো পোস্ট করে রাজস্থান টুইটারের ক্যাপশনে লিখেছে, ‘২৬.০৩.২৩- রয়্যালদের হয়ে জো রুটের প্রথম বল!’ সেটাই সোজা ক্যামেরায় আঘাত করে। নিঃসন্দেহে মজার বিষয়। এই ভিডিয়োটি হুহু করে বেশ ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, এই বছর প্রথম আইপিএল খেলতে চলেছেন জো রুট। তাঁকে রাজস্থান তাঁর বেস প্রাইস ১ কোটি টাকায় কিনেছে।

২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম সংস্করণ শুরু হবে ৩১ মার্চ থেকে। বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগে বিভিন্ন দেশের তাবড় তাবড় তারকা ক্রিকেটাররা একে অপরের সঙ্গে লড়াই করবেন।

টুর্নামেন্টে ২০২২ সংস্করণের ফাইনালিস্ট রাজস্থান রয়্যালস আসন্ন টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিয়ে ফের ফাইনালে উঠতে চাইবে। এবং তারা এ বার শিরোপা জয়ের জন্য লড়াই চালাবে। হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্সের কাছে ফাইনালে হেরে গিয়ে আইপিএলের শিরোপা মিস করেছিলেন সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান। তারা গত বছর প্রায় প্রতিটি প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করেছিল।

আরও পড়ুন: WC-এর ছয় মাস বাকি, কিন্তু বিশ্বকাপ জয় থেকে অনেক দূরে ভারত, রোহিতদের খোঁচা ভনের

২০২৩ আইপিএলের আগে মিনি নিলামে রাজস্থান যে ভাবে হিসেব করে দুরন্ত পরিকল্পনা করে প্লেয়ার কিনেছেন, তা থেকেই প্রমাণিত, রাজস্থান শিরোপা জিততে কতটা মরিয়া হয়ে রয়েছে। তারা এ বারের নিলামে জেসন হোল্ডার, অ্যাডাম জাম্পা এবং জো রুটের মতো অনেক বড় নামকে দলে অন্তর্ভুক্ত করেছে।

রাজস্থান ২০২৩ আইপিএল অভিযান শুরু করবে এডেন মার্করামের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। যেটি প্রতিযোগিতার চতুর্থ ম্যাচ হবে। ম্যাচটি ২ এপ্রিল রবিবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। এবং প্রথম ম্যাচ থেকে গত বারের ফাইনালিস্টরা জিততে মরিয়া হয়ে থাকবে। অধিনায়ক সঞ্জু স্যামসনের অস্ত্রাগারে জস বাটলার, ট্রেন্ট বোল্ট এবং জেসন হোল্ডারের মতো ধ্বংসাত্মক সব অস্ত্র রয়েছে। যাঁদের উপর এ বার রাজস্থানের গভীর আস্থা।

বন্ধ করুন