চেন্নাইয়ের বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েল ও ফ্যাফ ডু প্লেসির ঝোড়ো ইনিংস খেলেও জেতাতে পারলেন না। রোমাঞ্চকর ম্যাচে ব্যাঙ্গালুরুকে ৮ রানে হারাল চেন্নাই।
২০ ওভারে RCB স্কোর ২১৮/৮
৮ রানে পরাজিত হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ওভারের শেষ বলে প্রভুদেশাইকে আউট করলেন মাথিসা পথিরানা। শেষ পর্যন্ত ৮ রানে ম্যাচ জিতল চেন্নাই সুপার কিংস।
১৯ ওভারে RCB স্কোর ২০৮/৭
প্রভুদেশাই ৬ বলে ১০ রান করে খেলছেন। হাসারাঙ্গা ১ বলে ১ রান করে ক্রিজে রয়েছেন। ম্যাচ জিততে হলে ব্যাঙ্গালোরের ৬ বলে ১৯ রান দরকার।
আউট পার্নেল
৫ বলে ২ রান করে সাজঘরে ফিরলেন ওয়েন পার্নেল। তুষার দেশপান্ডের বলে শিবম দুবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন তিনি।
১৮ ওভারে RCB স্কোর ১৯৬/৬
সুয়াশ প্রভুদেশাই ও ওয়েন পার্নেলের সামনে বড় পরীক্ষা। ১২ বলে ব্যাঙ্গালোরের প্রয়েজন ৩১ রান।
আউট শাহবাজ
মাথিসা পথিরানার বলে অ্যাটাক করতে গিয়ে আউট শাহবাজ আহমেদ। ব্যাট করতে নামলেন ওয়েন পার্নেল।
১৭ ওভারে RCB স্কোর ১৯২/৫
এই ওভারে তুষার দেশপান্ডে ১১ রান দিলেন। ম্যাচ জিততে হলে ব্যাঙ্গালোরের ১৮ বলে প্রয়োজন ৩৫ রান।
আউট কার্তিক
১৪ বলে ২৮ রান করে সাজঘরে ফিরলেন দীনেশ কার্তিক। তুষার দেশপান্ডের বলে থিকশানার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন কার্তিক। ১৯ বলে ৩৬ রান দরকার। মাঠে নামলেন সিরাজের পরিবর্ত ক্রিকেটার সুয়াশ প্রভুদেশাই।
১৬ ওভারে RCB স্কোর ১৮১/৪
থিকশানার এই ওভারে ১২ রান নিল ব্যাঙ্গালোর। দীনেশ কার্তিক ৯ বলে ১৮ রান করে খেলছেন এবং শাহবাজ আহমেদ ৯ বলে ১২ রান করে খেলছেন। ম্যাচ জিততে RCB কে করতে হবে ৪৬ রান।
১৫ ওভারে RCB স্কোর ১৬৯/৪
জাদেজার এই ওভারে ১০ রান নিল ব্যাঙ্গালোর। ম্যাচ জিততে ব্যাঙ্গালোরের ৩০ বলে ৫৮ রান দরকার।
১৪ ওভারে RCB স্কোর ১৫৯/৪
মইন আলির ওভারের শেষ বলে বড় শট মারতে গিয়ে ধোনির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ফ্যাফ ডু প্লেসি।
১৩ ওভারে RCB স্কোর ১৪৬/৩
ফ্যাফ ৩০ বলে ৫৬ রান করে খেলছেন সঙ্গে রয়েছেন শাহবাজ আহমেদ। RCB-র এখনও ৪২ বলে ৮১ রান দরকার।
আউট ম্যাক্সওয়েল
থিকশানার বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে আউট ম্যাক্সওয়েল। ৩৬ বলে ৭৬ রান করে আউট হলেন ম্যাক্সওয়েল।
১২ ওভারে RCB স্কোর ১৪১/২
ফ্যাফ ৫৪ রান করে খেলছেন এবং ম্যাক্সওয়েল ৭৬ রান করে খেলছেন।
১১ ওভারে RCB স্কোর ১৩২/২
ম্যাক্সওয়েল ও ফ্যাফের মধ্যে ১০০ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে। ম্যাক্সওয়েল ৩১ বলে ৬৮ রান করেছেন, ফ্যাফ ২৬ বলে ৫৩ করে খেলছেন।
১০ ওভারে RCB স্কোর ১২১/২
ফ্যাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল দুজনেই অর্ধশতরান করলেন। এই ওভারে ১৬ রান নিল RCB.
৯ ওভারে RCB স্কোর ১০৫/২
অজিঙ্কা রাহানের দারুণ একটা ফিল্ডিং দেখা গেল। ছক্কা বাঁচালেন তিনি। তবে এর মাঝেই পঞ্চাশ করলেন ফ্যাফ ডু প্লেসি। ম্যাক্সওয়েল ২২ বলে ৪৪ রান করে খেলছেন। ম্যাচ জিততে হলে RCB-র দরকার ৬৬ বলে ১২২ রান।
৮ ওভারে RCB স্কোর ৯৩/২
মাথিসা পথিরানার এই ওভারে ১২ রান তুলল ব্যাঙ্গালো। ফ্যাফ ২১ বলে ৪৮ রান করে খেলছেন। ম্যাক্সওয়েল ১৮ বলে ৩৪ রান করেছেন।
সপ্তম ওভারে RCB স্কোর ৮১/২
দারুণ একটা ওভার করলেন রবীন্দ্র জাদেজা। এই ওভারে ছয় রান খরচ করলেন তিনি। ২০ বলে ৪৮ করে খেলচেন ফ্যাফ, ম্যাক্সওয়েল ১৩ বলে ২৩ করে খেলছেন।
ষষ্ঠ ওভারে RCB স্কোর ৭৫/২
বোলিং-এ পরিবর্তন করলেন ধোনি। বল করতে এলেন মহেশ থিকশানা। এই ওভারে ব্যাঙ্গালোর ১৪ রান নিল। কমলা টুপির দৌড়ে এক নম্বরে উঠলেন ফ্যাফ ডু প্লেসি। ১৭ বলে ৪৫ রান করে খেলছেন তিনি। ১০ বলে ২০ রান করে খেলছেন ম্যাক্সওয়েল।
পঞ্চম ওভারে RCB স্কোর ৬১/২
ফ্যাফ ডু প্লেসি ১৫ বলে ৩৮ রান করে খেলছেন, গ্লেন ম্যাক্সওয়েল ৬ বলে ১৩ রান করে খেলছেন। আকাশ সিং-এর এই ওভারে মট ১৬ রান তুলল RCB.
চতুর্থ ওভারে RCB স্কোর ৪৫/২
ব্যাঙ্গালোরের জন্য দারুণ একটা ওভার। দেশপান্ডের এই ওভারে ১৭ রান নিল RCB. ফ্যাফ ৯ বলে ২২ রান করে খেলচেন এবং ম্যাক্সওয়েল ৬ বলে ১৩ রান করে খেলছেন।
তৃতীয় ওভারে RCB স্কোর ২৮/২
আকাশ সিং-এর এই ওভারে ১৩ রান নিল ব্যাঙ্গালোর। ম্যাক্সওয়েল দুটো ছক্কা মারেন। এবং পাঁচ বলে ১২ রান করে খেলছেন। ফ্যাফ ৪ বলে ছয় রান করেছেন।
দ্বিতীয় ওভারে RCB স্কোর ১৫/২
তুষার দেশপান্ডের দারুণ একটা ওভার। প্রথমে বেশ চাপে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এখন ক্রিজে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও ফ্যাফ ডু প্লেসি।
দ্বিতীয় উইকেটের পতন
তুষার দেশপান্ডের বলে মহিপাল লোমর রানের খাতা না খুলেই সাজঘরে ফিরলেন। পাঁচ বলে শূন্য রান করলেন মহিপাল লোমর।
প্রথম ওভারে RCB স্কোর ৬/১
ওভারে মাত্র ছয় রন দিলেন আকাশ সিং। তবে এই ওভারে বিরাট কোহলির সঙ্গে মহিপল লোমারের উইকেটও পেয়ে যেত পারতেন আকাশ সিং। কিন্তু মহেশ থিকশানা মিস করেন ও জীবন দান পান মহিপাল লোমর।
আউট বিরাট কোহলি
ভাগ্যের ফলে বিরাট কোহলির উইকেট পলেন আকাশ সিং। কোহলি প্রথম ওভারে বড় হিট করতে গিয়ে একটু এগিয়ে কেলেন কিন্তু বল ব্যাটে লেগে পায়ে গেলে উইকেটে হিট করে।
শুরু দ্বিতীয় ইনিংসের খেলা
কোহলি-ফ্যাফের জুটির সামনে বড় রানের লক্ষ্য। এখন দেখার তারা কীভাবে ইনিংস গড়ে তোলেন।
২০তম ওভার শেষে CSK স্কোর ২২৬/৬
১০ বলের ওভার ১৬ রান নিল চেন্নাই। ২০ ওভারের শেষে ২২৬/৬ রান তুলল চেন্নাই। মইন আলি ৯ বলে ১৯ রান করলেন এবং ধোনি ১ বলে ১ রানে অপরাজিত থাকলেন।
আউট জাদেজা
ম্যাক্সওয়েলের বলে আউট হলেন জাদেজা। ৮ বলে ১০ রান করলেনতিনি।
২০তম ওভারের নাটক
হার্ষাল প্যাটেল ওভারে দুটো বিমার দিলেন তার ফলে তাঁকে আর বল করতে দেওয়া হল না। শেষ পর্ষ্যন্ত ম্যাক্সওয়েল ব করতে আসেন।
১৯ ওভার শেষে CSK স্কোর ২১০/৫
১৯ তম ওভারে ১০ রান দিলেন মহম্মদ সিরাজ। এই ওভারে একটি ছক্কা হজম করার পরে বাকি চারটি শট রান দিলেন তিনি। ৬ বলে ১৬ রান করে খেলছেন মইন আলি। জাদেজার স্কোর ৪ বলে ৩ রান।
১৮ ওভার শেষে CSK স্কোর ২০০/৫
বিজয়কুমারের চার ওভারে ৬২ রান নিল চেন্নাই। বিজয় অবশ্য একটি উইকেট শিকার করেছেন। এই ওভারে ১৪ রান নিল চেন্নাই।
আউট অম্বাতি
বিজয়কুমারের বলে বড় শট মারতে গিয়ে কার্তিকের হাতে ক্যাচ দিয়ে বসেন অম্বাতি রাইডু। এরপরে মাঠে নামেন জাদেজা।
১৭ ওভার শেষে CSK স্কোর ১৮৬/৪
ওয়েন পার্নেলের এই ওভারের শেষ বলে ছক্কা মারেন মইন আলি। এই ওভারে ১৪ রান তুলল চেন্নাই। মইন আলি ২ বলে সাত রান করে খেলছেন, অন্যদিকে রয়েছেন অম্বাতি রাইডু। তিনি করেছেন ২ বলে ২ রান।
পঞ্চাশ করে আউট শিবম দুবে
২৭ বলে ৫২ রান করে ওয়েন পার্নেলের বলে সিরাজের হাতে ক্ষাচ দিয়ে সাজঘরে ফিরলেন শিবম দুবে।
১৬ ওভার শেষে CSK স্কোর ১৭২/৩
শিবম দুবের পঞ্চাশের অপেক্ষা। এই ওভারে হার্ষাল সাত রান দিয়ে একটি উইকেট তুললেন। শিবম দুবে ২৪ বলে ৪৬ রান করে খেলছেন।
আউট কনওয়ে
৪৫ বলে ৮৩ রান করে হার্ষাল প্যাটেলের বলে বোল্ড হলেন ডেভন কনওয়ে। ১৫.৪ ওভারে চেন্নাই-এর স্কোর ১৭০/৩ রান। মাঠে নামলেন অম্বাতি রাইডু।
১৫ ওভার শেষে CSK স্কোর ১৬৫/২
১৫ ওভারে ১১ স্ট্রাইক রেটে ব্যাট করে ১৬৫ তুলল চেন্নাই। শিবম দুবে ২০ বলে ৪০ রান করে খেলছেন, ৪৪ বলে ৮৩ রান করেছেন কনওয়ে। শেষ পাঁচ ওভারে কত স্কোর ওঠে সেটাই দেখার।
১৪ ওভার শেষে CSK স্কোর ১৪৬/২
শিবম দুবে ১৭ বলে ৩২ রান করে খেলছেন। কনওয়ে ৪১ বলে ৭২ রান করেছেন। সিরাজের এই ওভারে ১৪ রান নিল চেন্নাই।
১৩ ওভার শেষে CSK স্কোর ১৩২/২
১০.১৫ স্ট্রাইক রেটে রান করে চলেছে চেন্নাই সুপার কিংস। এই ওভারে ৯ রান নিল CSK. কনওয়ে ৪১ বলে ৭২ রান ও শিবম দুবে ১১ বলে ১৯ রান করে খেলছেন।
১২ ওভার শেষে CSK স্কোর ১২৩/২
৪০ বলে ৭২ রান করে খেলছেন কনওয়ে, শিব দুবে ৬ বলে ১০ রান করে খেলছেন। বিজয়কুমার ২ ওভার বল করে ২৯ রান দিয়েছেন।
১১ ওভার শেষে CSK স্কোর ১০৭/২
এই ওভারে ম্যাক্সওয়েল ১০ রান দিলেন। ৩৫ বলে ৫৭ রান করে খেলছেন কনওয়ে। শিবম দুবে ৫ বলে ৯ রান করে খেলচেন।
কনওয়ের পঞ্চাশ
তিনটে চার ও চারটি ছক্কা মেরে ১৬৪.৭১ স্ট্রাইক রেটে পঞ্চাশ করলেন কনওয়ে।
১০ ওভার শেষে CSK স্কোর ৯৭/২
হাসারাঙ্গার এই ওভারে ১৪ রান নিল চেন্নাই। যদিও এই ওভারে একটি উইকেট পেল ব্যাঙ্গালোর।
রাহানে আউট
২০ বলে ৩৭ রান করে সাজঘরে ফিরলেন রাহানে। হাসারাঙ্গার বলে বোল্ড হলেন রাহানে। মাঠে নামলেন শিবন দুবে। ৯.৩ ওভারে চেন্নাই-এর স্কোর ৯০/২ রান।
৯ ওভার শেষে CSK স্কোর ৮৩/১
হার্ষাল প্যাটেলের এই ওভারে ১৪ রান নিল রাহানে-কনওয়ে জুটি। কনওয়ে ২৯ বলে ৪২ রান ও রাহানে ১৯ বলে ৩৭ রান রেছেন।
৮ ওভার শেষে CSK স্কোর ৬৯/১
এই ওভারে ৮ রান খরচ করলেন হাসারাঙ্গা। এই ওভারে প্রতি বলেই রান নিলেন রাহানে ও কনওয়ে।
সপ্তম ওভার শেষে CSK স্কোর ৬২/১
বল করতে এলেন গ্লেন ম্যাক্সওয়েল। সপ্তম ওভারে শেষে চেন্নাই-এর স্কোর ৬২/১ রান। কনওয়ে ৩০ রান ও রাহানে ২৯ রান করে খেলছেন।
৬ নম্বর ওভার শেষে CSK স্কোর ৫৩/১
শেষ হল পাওয়ার প্লে। ৬ ওভার শেষে চেন্নাই-এর স্কোর ৫৩/১ রান। রাহানে করেছেন ১৪ বলে ২৮ রান ও কনওয়ে করলেন ১৬ বলে ২২ রান।
পঞ্চম ওভারে CSK স্কোর ৩৮/১
বিজয়কুমার বিশক এদিনের ম্যাচে নিজেরপ্রথম ওভারে ১৩ রান খরচ করলেন। রাহানে ও কনওয়ে মিলে ১৩ রান নিলেন। পাঁচ ওভার শেষে চেন্নাই-এর স্কোর ৩৮/১ রান।
চতুর্থ ওভারে CSK স্কোর ২৫/১
এই ওভারে মাত্র ছয় রান দিলেন ওয়েন পার্নেল। রাহানে সাত বলে ৭ রান করে খেলছেন।
তৃতীয় ওভারে CSK স্কোর ১৯/১
দারুণ একটা ওভার করল মহম্মদ সিরাজ। এই োভারে তিন রান দিয়ে একটি উইকেট তুললেন সিরাজ।
আউট রুতুরাজ
তিন রান করে সাজঘরে ফিরলেন রুতুরাজ। ২.২ ওভারে মহম্মদ সিরাজের বলে ওয়েন পার্নেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন রুতুরাজ।
দ্বিতীয় ওভারে CSK স্কোর ১৬/০
কনওয়ে এই ওভারে চার ও ছক্কা মেরে দারুণ শুরু করলেন। ওয়েন পার্নেলের এই ওভারে ১৩ রান নিল চেন্নাই।
প্রথম ওভারে CSK স্কোর ৩/০
দারুণ শুরু করল RCB. প্রথম ওভারে মহম্মদ সিরাজ মাত্র তিন রান খরচ করলেন। কনওয়ে ২ রান ও রুতুরাজ ১ রান করে খেলছেন।
শুরু বিরাট বনাম ধোনির লড়াই
ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড় ব্যাট হাতে নেমেছেন। মহম্মদ সিরাজ বল হাতে তৈরি।
চেন্নাই সুপার কিংসের একাদশ
ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, মইন আলি, শিবম দুবে, অম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মহেশ থিকশানা, মাথিসা পথিরানা, তুষার দেশপান্ডে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একাদশ
বিরাট কোহলি, ফ্যাফ ডু'প্লেসি (অধিনায়ক), মহিপাল লোমর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্ষাল প্যাটেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ওয়েন পার্নেল, মহম্মদ সিরাজ, বিজয়কুমার বিশক।
টস জিতল RCB
টস জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন ফ্যাফ। ফলে প্রথমে ব্যাট করতে নামবে ধোনির ব্রিগেড।
ইতিহাসের সামনে ধোনি
আর দুটো বাউন্ডারি মারলেই ইতিহাস গড়বেন ধোনি। এমএস ধোনি আইপিএলে ৩৫০টি চার পূর্ণ করার কাছাকাছি। তার জন্য দরকার মাত্র দুটি চার।
দেখে নিন চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ:
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাটিং): ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, মইন আলি, শিবম দুবে, অম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মহেশ থিকশানা, মাহানা /ডোয়েন প্রিটোরিয়াস, তুষার দেশপান্ডে।চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ (প্রথমে বোলিং): ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, মইন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মহেশ থিকশানা, মাহানা /ডোয়েন প্রিটোরিয়াস, তুষার দেশপাণ্ডে, আকাশ সিং।
দেখে নিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সম্ভাব্য একাদশ:
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাটিং):বিরাট কোহলি, ফ্যাফ ডু'প্লেসি (অধিনায়ক), মহিপাল লোমর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্ষাল প্যাটেল, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ওয়েন পার্নেল/ডেভিড উইলি, মহম্মদ সিরাজ।রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সম্ভাব্য একাদশ (প্রথমে বোলিং): বিরাট কোহলি, ফ্যাফ ডু'প্লেসি (অধিনায়ক), মহিপাল লোমর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্ষাল প্যাটেল, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ওয়েন পার্নেল/ডেভিড উইলি, মহম্মদ সিরাজ, বিজয়কুমার বিশক।
বিরাট রেকর্ডের সামনে কোহলি
IPL-এ CSK-এর বিরুদ্ধে 1000 রান পূর্ণ করার কাছাকাছি রয়েছেন বিরাট কোহলি। এই অঙ্ক ছুঁতে তাঁর দরকার আরও ২১ রান। এই ম্যাচে আর ২১ রান করলেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১০০০ রান করে ফেলবেন বিরাট কোহলি।
HT বাংলার লাইভে স্বাগত
ফ্যাফ ডু প্লেসির নেতৃত্বে আরসিবি তাদের আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে (DC) ২৩ রানে হারিয়েছিল। একই সময়ে, ধোনি ব্রিগেডকে তাদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের (RR) কাছে ৩ রানে পরাজিত হয়েছিল। RCB এবং CSK-র হেড টু হেডের কথা বললে, উভয় দল একে অপরের বিরুদ্ধে ৩০ বার মুখোমুখি হয়েছে। চেন্নাই এই সময়ের মধ্যে ১৯ বার জিতেছিল অন্যদিকে আরসিবি ১০টি ম্যাচে জয়ী হয়েছে। একটি ম্যাচ নিষ্পত্তি হয়নি।