বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023 Record: ইতিহাস IPL-এ! ১০ দেশের খেলোয়াড়দের ঝুলিতে গেল সেরার পুরস্কার, ‘জিরো’ বাংলাদেশ

IPL 2023 Record: ইতিহাস IPL-এ! ১০ দেশের খেলোয়াড়দের ঝুলিতে গেল সেরার পুরস্কার, ‘জিরো’ বাংলাদেশ

ম্যাচের সেরার পুরস্কার হাতে রিঙ্কু সিং। (ছবি সৌজন্যে আইপিএল)

আপাতত আইপিএলে ৫০ টি ম্যাচ হয়েছে। তাতেই তৈরি হল রেকর্ড। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের আইপিএলে এখনও পর্যন্ত ১০ টি দেশের ক্রিকেটাররা ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। যা আগে কখনও হয়নি।

এখনও এক-তৃতীয়াংশ ম্যাচ বাকি আইপিএলের (৫০ টি ম্যাচ হয়েছে)। তারইমধ্যে ইতিহাস তৈরি হল ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের আইপিএলে এখনও পর্যন্ত ১০ টি দেশের ক্রিকেটাররা ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। যা আগে কখনও হয়নি। এখনও পর্যন্ত সর্বাধিক ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। তারপর আছেন যথাক্রমে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটররা। আয়ারল্যান্ড এবং জিম্বাবোয়েও নিয়ে গিয়েছে ম্যাচের সেরার পুরস্কার। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল বাংলাদেশের কোনও খেলোয়াড় ম্যাচের সেরার পুরস্কার পাননি। এবার অবশ্য শাকিব আল হাসান খেলতে আসেননি। লিটন দাস একটি ম্যাচে খেলেন। মুস্তাফিজুর রহমান।

২০২৩ সালের আইপিএলে দেশভিত্তিক ম্যাচের সেরার পুরস্কার (৬ মে পর্যন্ত)

ভারত: আর্শদীপ সিং (বনাম কলকাতা নাইট রাইডার্স), সাই সুদর্শন (বনাম দিল্লি ক্যাপিটালস), শার্দুল ঠাকুর (বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর), ক্রুণাল পান্ডিয়া (বনাম সানরাইজার্স হায়দরাবাদ), যশস্বী জয়সওয়াল (বনাম দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স) ……(চলছে)

(চলছে)…. রবীন্দ্র জাদেজা (বনাম মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ), রিঙ্কু সিং (বনাম গুজরাট টাইটানস), শিখর ধাওয়ান (বনাম সানরাইজার্স হায়দরাবাদ), রোহিত শর্মা (বনাম দিল্লি ক্যাপিটালস) ……(চলছে)

(চলছে)…. রবিচন্দ্রন অশ্বিন (বনাম চেন্নাই সুপার কিংস), মোহিত শর্মা (বনাম পঞ্জাব কিংস এবং বনাম লখনউ সুপার জায়েন্টস), বিরাট কোহলি (বনাম দিল্লি ক্যাপিটালস), বেঙ্কটেশ আইয়ার (বনাম মুম্বই ইন্ডিয়ান্স), মহম্মদ সিরাজ (বনাম পঞ্জাব কিংস), ইশান্ত শর্মা (বনাম কলকাতা নাইট রাইডার্স) ……(চলছে)

(চলছে)…. অজিঙ্কা রাহানে (বনাম কলকাতা নাইট রাইডার্স), অক্ষর প্যাটেল (বনাম সানরাইজার্স হায়দরাবাদ), অভিনব মনোহর (বনাম মুম্বই ইন্ডিয়ান্স), বরুণ চক্রবর্তী (বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দরাবাদ), মহম্মদ শামি (বনাম দিল্লি ক্যাপিটালস) এবং ইশান কিষান (বনাম পঞ্জাব কিংস)।

আরও পড়ুন: IPL 2023: কোহলিদের হারিয়ে লাস্টবয়ের তকমা মুছল DC, CSK উঠে এল দুইয়ে, চাপে RCB, MI

ইংল্যান্ড: মার্ক উড (বনাম দিল্লি ক্যাপিটালস), জস বাটলার (বনাম সানরাইজার্স হায়দরাবাদ), মইন আলি (বনাম লখনউ সুপার জায়েন্টস), হ্যারি ব্রুক (বনাম কলকাতা নাইট রাইডার্স), স্যাম কারান (বনাম মুম্বই ইন্ডিয়ান্স), এবং ফিল সল্ট (বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)। 

অস্ট্রেলিয়া: নাথান এলিস (বনাম রাজস্থান রয়্যালস), ক্যামেরন গ্রিন (বনাম সানরাইজার্স হায়দরাবাদ), মার্কাস স্টইনিস (বনাম রাজস্থান রয়্যালস এবং পঞ্জাব কিংস), গ্লেন ম্যাক্সওয়েল (বনাম রাজস্থান রয়্যালস) এবং মিচেল মার্শ (বনাম সানরাইজার্স হায়দরাবাদ)। 

ওয়েস্ট ইন্ডিজ: নিকোলাস পুরান (বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) এবং শিমরন হেতমায়ার (বনাম গুজরাট টাইটানস)। 

আফগানিস্তান: রশিদ খান (বনাম চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস)।

দক্ষিণ আফ্রিকা: ফ্যাফ ডু'প্লেসি (বনাম মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়েন্টস)। 

জিম্বাবোয়ে: সিকন্দর রাজা (বনাম লখনউ সুপার জায়েন্টস)।

আরও পড়ুন: Virat handshakes with Sourav: আর কোনও ‘ঝামেলা’ নয়, ম্যাচ শেষ হতেই হ্যান্ডশেক বিরাট ও সৌরভের, চাপড়ে দিলেন পিঠ

নিউজিল্যান্ড: ডেভন কনওয়ে (বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পঞ্জাব কিংস)। 

আয়ারল্যান্ড: জোশ লিটল (বনাম কলকাতা নাইট রাইডার্স)। 

শ্রীলঙ্কা: মাথিশা পাথিরানা (বনাম মুম্বই ইন্ডিয়ান্স)।

(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন