২০২৩ আইপিএল মরশুমের জন্য গত ডিসেম্বরে নিলামে বাছাই করা প্রথম বড় নামগুলির মধ্যে ছিলেন হ্যারি ব্রুক। বেন স্টোকস এমন কী বিরাট কোহলির সঙ্গে তাঁকে তুলনা করার পাশাপাশি একজন নতুন ব্যাটিং সেনসেশন হিসেবে তাঁকে সমাদৃত করা হয়েছিল। সানরাইজার্স হায়দরাবাদ তাঁর উপর বিশ্বাস রেখে তাঁকে ১৩.২৫ কোটি টাকায় কিনে নিয়েছিল। ইংল্যান্ড তারকাকে দলে নেওয়ার সিদ্ধান্ত তাৎক্ষণিক ভাবে দুরন্ত বলে মনে হয়েছিল। কিন্তু ব্রুক তার প্রথম তিনটি ম্যাচে যথাক্রমে ১৩, ৩ এবং ১৩ করার পরে অনলাইন ট্রোলের শিকার হন। এবং যখন তিনি ২০২৩ আইপিএলের প্রথম সেঞ্চুরি হাঁকান, তখন তিনি পাল্টা ট্রোলারদের এক হাত নেন। তবে সেই সেঞ্চুরিটুকু ছাড়া ব্রুকের বাকি ম্যাচে পারফরম্যান্স তথৈবচ। বাধ্য হয়ে সানরাইজার্স রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে ব্রুককে দল থেকে বাদ দেয়।
ভারতের ব্যাটিং কিংবদন্তি বীরেন্দ্র সেহওয়াগ এর পর ব্রুককে রীতিমতো ভর্ৎসনা করেছেন। ট্রোলারদের মন্তব্যের পালটা জবাব দেওয়া নিয়ে ব্রিটিশ তারকাকে একেবারে ধুইয়ে দিয়েছেন।
আরও পড়ুন: রোহিতের নাম ‘নো হিট শর্মা’ রাখা উচিত- MI অধিনায়ককে চূড়ান্ত কটাক্ষ শ্রীকান্তের
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫৫ বলে সেঞ্চুরি করে দুরন্ত ছন্দে প্রত্যাবর্তন করেন ব্রুক। সেই ম্যাচে হায়দরাবাদ ২৩ রানে জয় পায়। এর পর প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার পর ব্রুক ট্রোলারদের পাল্টা আক্রমণ করে বলেন, ‘আমি নিজের উপর একটু চাপ নিয়ে ফেলেছিলাম। সোশ্যাল মিডিয়াতে সকলে আমাকে ফালতু বলছিল। সেখানে অনেক ভারতীয় ভক্তও রয়েছে, যারা আজ (শুক্রবার) বলবে, এই রাতে আমি কিছু দারুণ করেছি। কিন্তু কয়েক দিন আগে ওরাই আমাকে স্লেজিং করেছে। কুকথা বলেছে। আমি খুশি যে, ওদের মুখ বন্ধ করতে পেরেছি।’
যদিও এটি আশা করা হয়েছিল যে, ব্রুক ইডেনের সেঞ্চুরির পর এই ফর্ম ধরে রাখবে। তবে তিনি পরের পাঁচটি ম্যাচে মাত্র ৩৪ রান করেন। যার মধ্যে পরপর দু'টি শূন্য রানে আউটও রয়েছে। রবিবার, জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে ব্রুককে বাদ দিয়ে গ্লেন ফিলিপসকে খেলায় হায়দরাবাদ।
আরও পড়ুন: বাড়িতে তো দুই পয়েন্ট আসছে- মায়ের মনের কথা ম্যাচ হেরে বললেন ক্রুণাল
এর পরেই সেহওয়াগ বলেন, ‘কেন আপনি ট্রোলারদের সঙ্গে ঝামেলা করবেন? কারা আপনাকে ট্রোল করছেন বা আপনার সমালোচনা করছেন বা আপনার প্রশংসা করছেন, সে দিকে কেন আপনার নজর দেওয়ার দরকার কী? আপনার কাজ হল, খেলতে এসেছেন, ভালো পারফর্ম করে ফিরে যান। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কিছু রাখতে চান, তবে সেটা পোস্ট করুন। কিন্তু পোস্ট করার পরে কে কী মন্তব্য করছেন, সেইগুলো দেখার দরকার নেই। কারণ এটা অবশ্যই আপনার মনকে প্রভাবিত করবে। যে কারণে এই সব দেখার দরকারই নেই- সিনেমা দেখুন, গান শুনুন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিন। সোশ্যাল মিডিয়া আসলে কোনও কিছু দেখার জন্য নয়, এটি শুধুমাত্র আপডেট পোস্ট করার জায়গা। আপনি যদি পারফর্ম করেন, এমন কী যাঁদেরকে আপনি ট্রোলড বা সমালোচনা করেছিলেন, তাঁরাও আপনার প্রশংসা করবেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।