বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > KKR vs RCB: বরুণ-নারিন-সুয়াশের স্পিন ত্রিফলায় বিদ্ধ আরসিবি, ইডেনে বিরাট জয় কলকাতার
দাপুটে জয় কলকাতার। ছবি- বিসিসিআই।

KKR vs RCB: বরুণ-নারিন-সুয়াশের স্পিন ত্রিফলায় বিদ্ধ আরসিবি, ইডেনে বিরাট জয় কলকাতার

Kolkata Knight Riders vs Royal Challengers Bangalore Live Score: গুরবাজ-রিঙ্কু-শার্দুলের ব্যাটে ভর করে বড় রানের ইনিংস গড়ে কলকাতা নাইট রাইডার্স। বরুণ-নারিন-সুয়াশের ঘূর্ণিতে বিধ্বস্ত হয় আরসিবি। 

নতুন কোচ-ক্যাপ্টেনের অধীনে কলকাতা নাইট রাইডার্সের নতুন আইপিএল মরশুমের শুরুটা মনে রাখার মতো হয়নি মোটেও। মোহালিতে নিজেদের প্রথম ম্যাচেই পঞ্জাব কিংসের কাছে পরাজিত হয় কেকেআর। যদিও বৃষ্টির জন্য শেষ পর্যন্ত লড়াই টেনে নিয়ে যাওয়ার সুযোগ পায়নি তারা। এবার ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে অভিযান শুরু করে কলকাতা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অবশ্য জয় দিয়ে আইপিএল ২০২৩ অভিযান শুরু করে। চিন্নাস্বামীতে মুম্বই ইন্ডিয়ান্সকে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত করেন বিরাট কোহলিরা। যদিও ইডেনের মহারণে কেকেআর বড় ব্যবধানে বিধ্বস্ত করে আরসিবিকে।

06 Apr 2023, 11:33:04 PM IST

ম্য়াচের সেরা শার্দুল

প্রথমে ব্যাট হাতে ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৬৮ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন শার্দুল ঠাকুর। পরে ২ ওভার বল করে ১৫ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন তিনি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন শার্দুল ঠাকুর।

06 Apr 2023, 11:09:44 PM IST

বিরাট জয় কেকেআরের

১৭.৪ ওভারে বরুণ চক্রবর্তীর বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আকাশ দীপ। ৮ বলে ১৭ রান করেন তিনি। মারেন ২টি চার ও ১টি ছক্কা। কেকেআরের ৭ উইকেটে ২০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে আরসিবি ১২৩ রানে অল-আউট হয়ে যায়। ৮১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে কলকাতা। ডেভিড উইলি ২টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ২০ রান করে নট-আউট থাকেন। বরুণ ৩.৪ ওভারে ১৫ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন।

06 Apr 2023, 11:08:22 PM IST

বোলিং কোটা শেষ সুয়াশের

নিজের প্রথম আইপিএল ম্যাচে ৪ ওভার বল করে ৩০ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন সুয়াশ শর্মা। ১৭ ওভার শেষে আরসিবির স্কোর ৯ উইকেটে ১২১ রান।

06 Apr 2023, 11:03:30 PM IST

নারিনের বোলিং কোটা শেষ

৪ ওভারের বোলিং কোটা শেষ করেন সুনীল নারিন। তিনি ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। ১৬ ওভার শেষে আরসিবির স্কোর ৯ উইকেটে ১০৯ রান।

06 Apr 2023, 10:56:59 PM IST

করণ শর্মা আউট

১৪.৩ ওভারে সুয়াশ শর্মার বলে নীতিশ রানার হাতে ধরা পড়েন করণ শর্মা। করণের বিরুদ্ধে এলবিডব্লিউ-র আবেদন জানিয়ে রিভিউ নেয় কেকেআর। তবে তিনি ক্যাচ আউট হয়েছেন বলে জানান তৃতীয় আম্পায়ার। ৩ বলে ১ রান করেন করণ। আরসিবি ৯৬ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আকাশ দীপ। ১৫ ওভার শেষে আরসিবির স্কোর ৯ উইকেটে ১০২ রান। সুয়াশ ৩ ওভারে ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।

06 Apr 2023, 10:52:34 PM IST

শার্দুলের ওভারে ৯ রান

১৪তম ওভারে শার্দুল ঠাকুরের বলে ১টি চার মারেন ডেভিড উইলি। ওভারে মোট ৯ রান ওঠে। আরসিবির স্কোর ৮ উইকেটে ৯৫ রান। উইলি ৯ রানে ব্যাট করছেন।

06 Apr 2023, 10:46:00 PM IST

দীনেশ কার্তিক আউট

একই ওভারে ২টি উইকেট তুলে নিলেন সুয়াশ শর্মা। ১২.৫ ওভারে বরুণ চক্রবর্তীর হাতে ধরা পড়েন দীনেশ কার্তিক। ৮ বলে ৯ রান করেন তিনি। মারেন ১টি চার। ৮৬ রানে ৮ উইকেট হারায়। আরসিবি। ব্যাট করতে নামেন করণ শর্মা। সুয়াশ ২ ওভারে ১১ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

06 Apr 2023, 10:39:42 PM IST

আইপিএলে প্রথম উইকেট সুয়াশের

১২.২ ওভারে সুয়াশ শর্মার বলে সুনীল নারিনের হাতে ধরা পড়েন অনুজ রাওয়াত। ৫ বলে ১ রান করেন তিনি। আরসিবি ৮৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভিড উইলি। আইপিএল এটি সুয়াশের প্রথম উইকেট।

06 Apr 2023, 10:34:53 PM IST

ব্রেসওয়েলকে ফেরালেন শার্দুল

১১.৩ ওভারে শার্দুল ঠাকুরের বলে নীতিশ রানার হাতে ধরা পড়েন মাইকেল ব্রেসওয়েল। ১৮ বলে ১৯ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। আরসিবি ৮৩ রানে ৬ উইকেট হারায়। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামেন অনুজ রাওয়াত। তিনি মহম্মদ সিরাজের পরিবর্তে মাঠে নামেন। ১২ ওভার শেষে আরসিবির স্কোর ৬ উইকেটে ৮৪ রান।

06 Apr 2023, 10:31:38 PM IST

সুয়াশের ওভারে ৯ রান

১১তম ওভারে প্রথমবার বল করতে আসেন সুয়াশ শর্মা। তাঁর বলে ১টি ছক্কা মারেন ব্রেসওয়েল। ওভারে মোট ৯ রান ওঠে। ১১ ওভার শেষে আরসিবির স্কোর ৫ উইকেটে ৭৮ রান। ১৯ রানে ব্যাট করছেন ব্রেসওয়েল।

06 Apr 2023, 10:26:20 PM IST

১০ ওভারে ১৩৬ রান দরকার আরসিবির

১০ ওভার শেষে আরসিবির স্কোর ৫ উইকেটে ৬৯ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ১৩৬ রান। ১৩ বলে ১২ রান করেছেন ব্রেসওয়েল। বরুণ ৩ ওভারে ১৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।

06 Apr 2023, 10:20:27 PM IST

শাহবাজ আহমেদ আউট

৮.৫ ওভারে সুনীল নারিনের বলে শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়েন শাহবাজ আহমেদ। ৫ বলে ১ রান করেন তিনি। আরসিবি ৬১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। নারিন ৩ ওভারে ৯ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

06 Apr 2023, 10:15:01 PM IST

হার্ষাল প্য়াটেল আউট

একও ওভারে ২টি উইকেট তুলে নিলেন বরুণ। ৭.৪ ওভারে বরুণের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন হার্ষাল প্যাটেল। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। আরসিবি ৫৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহবাজ আহমেদ। বরুণ ২ ওভারে ৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।

06 Apr 2023, 10:12:03 PM IST

ম্যাক্সওয়েল আউট

৭.২ ওভারে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন গ্লেন ম্যাক্সওয়েল। ৭ বলে ৫ রান করেন তিনি। মারেন ১টি চার। আরসিবি ৫৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্ষাল প্যাটেল।

06 Apr 2023, 10:10:10 PM IST

নারিনের ওভারে ৩ রান

সপ্তম ওভারে মাত্র ৩ রান খরচ করেন সুনীল নারিন। ৭ ওভার শেষে আরসিবির স্কোর ২ উইকেটে ৫৩ রান। নারিন ২ ওভারে ৬ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

06 Apr 2023, 10:03:45 PM IST

ফ্যাফ ডু'প্লেসি আউট

৫.২ ওভারে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ফ্যাফ ডু'প্লেসি। ১২ বলে ২৩ রান করেন তিনি। মারেন ২টি চার ও ২টি ছক্কা। আরসিবি ৪৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। ওভারের পঞ্চম বলে চার মারেন গ্লেন। পাওয়ার প্লের ৬ ওভারে আরসিবির স্কোর ২ উইকেটে ৫০ রান।

06 Apr 2023, 09:59:14 PM IST

বিরাট কোহলি আউট

৪.৫ ওভারে সুনীল নারিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। ১৮ বলে ২১ রান করেন তিনি। মারেন ৩টি চার। আরসিবি ৪৪ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মাইকেল ব্রেসওয়েল। ৫ ওভার শেষে আরসিবির স্কোর ১ উইকেটে ৪৫ রান। ১৫০তম আইপিএল ম্যাচ খেলতে নামা নারিন নিজের প্রথম ওভারে ৩ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। ২৩ রানে ব্যাট করছেন ডু'প্লেসি।

06 Apr 2023, 09:57:33 PM IST

৪,৩,৬,৪,৬,০, সাউদির ওভারে ২৩ রান

চতুর্থ ওভারে সাউদির প্রথম বলে চার মারেন কোহলি। দ্বিতীয় বলে ৩ রান নেন তিনি। তৃতীয় বলে ছক্কা হাঁকান ডু'প্লেসি। চতুর্থ বলে চার মারেন তিনি। পঞ্চম বলে ছক্কা হাঁকান ফ্যাফ। ওভারে মোট ২৩ রান ওঠে। ৪ ওভার শেষে আরসিবির স্কোর বিনা উইকেটে ৪২ রান। কোহলি ২০ ও ফ্যাফ ২২ রানে ব্যাট করছেন।

06 Apr 2023, 09:52:27 PM IST

উমেশের ওভারে ৭ রান

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন উমেশ যাদব। ১টি চার মারেন ডু'প্লেসি। ওভারে মোট ৭ রান ওঠে। ৩ ওভার শেষে আরসিবির স্কোর বিনা উইকেটে ১৯ রান।

06 Apr 2023, 09:48:07 PM IST

টাইট ওভার সাউদির

দ্বিতীয় ওভারে বল করতে আসেন টিম সাউদি। ওভারে ৪টি ডট বল করেন তিনি। মাত্র ২ রান ওঠে দ্বিতীয় ওভারে। ২ ওভার শেষে আরসিবির স্কোর বিনা উইকেটে ১২ রান। ইডেনের গ্যালারি আরসিবি তথা কোহলির সমর্থনে উদ্বেল।

06 Apr 2023, 09:43:27 PM IST

ম্যাচের প্রথম বলেই বাউন্ডারি কোহলির

ফ্যাফ ডু'প্লেসিকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন বিরাট কোহলি। বোলিং শুরু করেন উমেশ যাদব। প্রথম বলেই চার মেরে খাতা খোলেন কোহলি। শেষ বলেও চার মারেন তিনি। প্রথম ওভারে ১০ রান ওঠে। কোহলি ৯ রানে ব্যাট করছেন।

06 Apr 2023, 09:40:20 PM IST

ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে সুয়াশ

দ্বিতীয় ইনিংসের শুরুতেই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুয়াশ শর্মাকে মাঠে নামায় কলকাতা নাইট রাইডার্স। তিনি বেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে মাঠে নামেন।

06 Apr 2023, 09:22:35 PM IST

২০০ টপকে থামল কেকেআর

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০৪ রান তোলে কলকাতা নাইট রাইডার্স। ২ বলে ৬ রান করে নট-আউট থাকেন উমেশ। ১ বল খেলে খাতা খপলতে পারেননি নারিন। সিরাজ ৪ ওভারে ৪৪ রান খরচ করে ১টি উইকেট নেন। জয়ের জন্য আরসিবির দরকার ২০৫ রান।

06 Apr 2023, 09:18:16 PM IST

শার্দুল ঠাকুর আউট

১৯.৪ ওভারে মহম্মদ সিরাজের বলে ম্যাক্সওয়েলের হাতে ধরা পড়েন শার্দুল ঠাকুর। ২৯ বলে ৬৮ রান করেন তিনি। মারেন ৯টি চার ও ৩টি ছক্কা। ১৯৮ রানে ৭ উইকেট হারায় কেকেআর। ব্যাট করতে নামেন উমেশ যাদব। তিনি মাঠে নেমেই চার মারেন।

06 Apr 2023, 09:14:46 PM IST

রিঙ্কু সিং আউট

১৯তম ওভারে হার্ষাল প্যাটেলের বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন রিঙ্কু সিং। ১৮.৬ ওভারে হার্ষালের বলে কার্তিকের দস্তানায় ধরা পড়েন তিনি। ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৪৬ রান করে মাঠ ছাড়েন রিঙ্কু। ১৯২ রানে ৬ উইকেট হারায় কেকেআর। ব্যাট করতে নামেন সুনীল নারিন। হার্ষাল ৩ ওভারে ৩৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ৬৩ রানে ব্যাট করছেন শার্দুল।

06 Apr 2023, 09:08:48 PM IST

সিরাজের ওভারে ১৫ রান

১৮তম ওভারে সিরাজের বলে ১টি চার মারেন শার্দুল ঠাকুর। একটি নো বলে ছক্কা মারেন রিঙ্কু সিং। ওভারে ১৫ রান ওঠে। ১৮ ওভার শেষে কেকেআরের স্কোর ৫ উইকেটে ১৭৫ রান। শার্দুল ৬৩ ও রিঙ্কু ৩০ রানে ব্যাট করছেন। সিরাজ ৩ ওভারে ৩৩ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি তিনি।

06 Apr 2023, 08:59:23 PM IST

হাফ-সেঞ্চুরি শার্দুলের

দরকারের সময় ব্যাট হাতে দলকে নির্ভরতা দিলেন শার্দুল ঠাকুর। ৬টি ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। চলতি আইপিএলে যুগ্মভাবে দ্রুততম অর্ধশতরান করলেন শার্দুল। ১৭ ওভার শেষে কেকেআরের স্কোর ৫ উইকেটে ১৬০ রান। শার্দুল ৫৮ রানে ব্যাট করছেন।

06 Apr 2023, 08:55:32 PM IST

বোলিং কোটা শেষ উইলির

৪ ওভারের বোলিং কোটা শেষ করলেন ডেভিড উইলি। তিনি ১টি মেডেন-সহ ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। ১৬ ওভার শেষে কলকাতার স্কোর ৫ উইকেটে ১৪৭ রান। ১৯ বলে ৪৭ রান করেছেন শার্দুল। ২১ বলে ২১ রান করেছেন রিঙ্কু।

06 Apr 2023, 08:51:42 PM IST

ব্রেসওয়েলকে জোড়া ছক্কা শার্দুলের

১৫তম ওভারে মাইকেল ব্রেসওয়েলের বলে জোড়া ছক্কা মারেন শার্দুল ঠাকুর। ওভারে ১৬ রান ওঠে। ১৫ ওভার শেষে কলকাতার স্কোর ৫ উইকেটে ১৪০ রান। শার্দুল ১৫ বলে ৪২ রান করেছেন। মেরেছেন ৪টি চার ও ৩টি ছক্কা।

06 Apr 2023, 08:48:27 PM IST

করণের ওভারে ১১ রান

১৪তম ওভারে করণ শর্মার বলে ১টি চার মারেন শার্দুল। ওভারে মোট ১১ রান ওঠে। ১৪ ওভার শেষে কেকেআরের স্কোর ৫ উইকেটে ১২৪ রান। শার্দুল ২৮ রানে ব্যাট করছেন। 

06 Apr 2023, 08:44:42 PM IST

১০০ টপকাল কলকাতা

ব্যাট চালাচ্ছেন শার্দুল ঠাকুর। ১৩তম ওভারে আকাশ দীপের বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ওভারে মোট ১৯ রান ওঠে। ১৩ ওভার শেষে কেকেআরের স্কোর ৫ উইকেটে ১১৩ রান। শার্দুল ৮ বলে ২১ রান করেছেন। ১৪ রানে ব্যাট করছেন রিঙ্কু। আকাশ দীপ ২ ওভারে ৩০ রান খরচ করেছেন।

06 Apr 2023, 08:33:26 PM IST

আন্দ্রে রাসেল আউট

পরপর ২ বলে ২টি উইকেট তুলে নিলেন করণ। ১১.৩ ওভারে করণ শর্মার বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন আন্দ্রে রাসেল। নিজের কেরিয়ারের ১০০তম আইপিএল ম্যাচে গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন দ্রে রাস। কেকেআর ৮৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর। তিনি প্রথম বলেই চার মারেন। ১২ ওভার শেষে কেকেআরের স্কোর ৫ উইকেটে ৯৪ রান। করণ ২ ওভারে ১৫ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

06 Apr 2023, 08:32:33 PM IST

রহমানউল্লাহ গুরবাজ আউট

জোর ধাক্কা নাইট শিবিরে। ১১.২ ওভারে করণ শর্মার বলে আকাশ দীপের হাতে ধরা পড়েন রহমানউল্লাহ গুরবাজ। ৪৪ বলে ৫৭ রান করেন তিনি। মারেন ৬টি চার ও ৩টি ছক্কা। কেকেআর ৮৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল।

06 Apr 2023, 08:29:37 PM IST

হার্ষালকে বাউন্ডারি রিঙ্কুর

১০.৬ ওভারে হার্ষাল প্যাটেলের বলে চার মারেন রিঙ্কু সিং। অর্থাৎ, ১১ ওভারে গিয়ে রহমানউল্লাহ গুরবাজ ছাড়া কেকেআরের অন্য কোনও ব্যাটসম্যান বাউন্ডারি মারতে সক্ষম হন। ১১ ওভার শেষে কেকেআরের স্কোর ৩ উইকেটে ৮৭ রান। রহমানউল্লাহ ৫৫ ও রিঙ্কু ১২ রানে ব্যাট করছেন।

06 Apr 2023, 08:23:02 PM IST

হাফ-সেঞ্চুরি গুরবাজের

৯.২ ওভারে করণ শর্মার বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রহমানউল্লাহ গুরবাজ। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৮ বলে পঞ্চাশ রানের গণ্ডি টপকে যান তিনি। ১০ ওভার শেষে কেকেআরের স্কোর ৩ উইকেটে ৭৯ রান। গুরবাজ ৫৪ রানে ব্যাট করছেন।

06 Apr 2023, 08:19:01 PM IST

একা লড়ছেন রহমানউল্লাহ

নবম ওভারে ব্রেসওয়েলের বলে ১টি ছয় ও ১টি চার মারেন রহমানউল্লাহ। ওভারে মোট ১৪ রান ওঠে। ৯ ওভার শেষে কেকেআরের স্কোর ৩ উইকেটে ৭১ রান। ৩৬ বলে ৪৭ রান করেছেন গুরবাজ। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন।

06 Apr 2023, 08:15:29 PM IST

রিভিউ নিয়ে বাঁচলেন গুরবাজ

অষ্টম ওভারে বল করতে আসেন শাহবাজ আহমেদ। তাঁর প্রথম বলেই গুরবাজকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান রহমানউল্লাহ। বল তাঁর গ্লাভসে লাগে। ওভারের পঞ্চম বলে টার মারেন গুরবাজ। ওভারে ৬ রান ওঠে। ৮ ওভার শেষে কেকেআরের স্কোর ৩ উইকেটে ৫৭ রান। রহমানউল্লাহ ৩৫ রানে ব্যাট করছেন।

06 Apr 2023, 08:08:16 PM IST

নীতিশ রানা আউট

সপ্তম ওভারে বল করতে আসেন মাইকেল ব্রেসওয়েল। তিনি প্রথম বলেই আউট করেন নাইট অধিনায়ক নীতিশ রানাকে। রানার বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন জানায় আরসিবি। আম্পায়ার আউট দেননি। রিভিউ নিয়ে সাফল্য পায় ব্যাঙ্গালোর। বল রানার গ্লাভসে লেগে কার্তিকের দস্তানায় জমা পড়ে। তবে টেলিভিশন রিপ্লে দেখার আগে পর্যন্ত মাঠ ছাড়েননি নীতিশ। শেষে তৃতীয় আম্পায়ার আল্ট্রা এজ চেক করার আগেই মাঠ ছাড়েন রানা। ৫ বলে ১ রান করেন নীতিশ। কেকেআর ৪৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিঙ্কু সিং। ব্রেসওয়েলের ওভারে ৪ রান ওঠে। ৭ ওভার শেষে কেকেআরের স্কোর ৩ উইকেটে ৫১ রান। গুরবাজ ৩০ রানে ব্যাট করছেন।

06 Apr 2023, 08:04:23 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

ষষ্ঠ ওভারে ডেভিড উইলির বলে ১টি চার মারেন রহমানউল্লাহ। ওভারে ৬ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে কলকাতার স্কোর ২ উইকেটে ৪৭ রান। গুরবাজ ২৭ রানে ব্যাট করছেন। উইলি ৩ ওভারে ৯ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

06 Apr 2023, 07:59:41 PM IST

ভয়ডরহীন ব্যাটিং রহমানউল্লাহর

একপ্রান্ত দিয়ে পরপর ২টি উইকেট পড়তে দেখেও ভয়ডরহীন ব্যাটিং রহমানউল্লাহ গুরবাজের। পঞ্চম ওভারে আকাশ দীপের একটি নো বলে ছক্কা হাঁকান তিনি। ওভারের পঞ্চম বলে ১টি চারও মারেন আফগান তারকা। ওভারে মোট ১৫ রান ওঠে। ৫ ওভার শেষে কেকেআরের স্কোর ২ উইকেটে ৪১ রান। রহমানউল্লাহ ২০ বলে ২৬ রান করেছেন।

06 Apr 2023, 07:50:32 PM IST

১ বলে বোল্ড মনদীপ

পরপর ২ বলে কেকেআরের দু'জন ব্যাটসম্যানকে বোল্ড করেন ডেভিড উইলি। ৩.৩ ওভারে উইলির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মনদীপ সিং। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন তিনি। কেকেআর ২৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নীতিশ রানা। চতুর্থ ওভারে কোনও রান না খরচ করেই ২টি উইকেট নেন ডেভিড। ৪ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ২৬ রান। উইলি ২ ওভারে ১টি মেডেন-সহ ৩ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

06 Apr 2023, 07:49:10 PM IST

বেঙ্কটেশ আইয়ার আউট

৩.২ ওভারে ডেভিড উইলির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বেঙ্কটেশ আইয়ার। ৭ বলে ৩ রান করে মাঠ সাজঘরে ফেরেন তিনি। কেকেআর ২৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মনদীপ সিং।

06 Apr 2023, 07:47:34 PM IST

সিরাজের ওভারে ১৪ রান

তৃতীয় ওভারে সিরাজের বলে জোড়া বাউন্ডারি মারেন রহমানউল্লাহ। বাই-হিসেবে ৪ রান পেয়ে যায় কেকেআর। ওভারে মোট ১৪ রান ওঠে। ৩ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ২৬ রান। ১৩ রানে ব্যাট করছেন গুরবাজ।

06 Apr 2023, 07:42:49 PM IST

উইলির ওভারে ৩ রান

দ্বিতীয় ওভারে বল করতে আসেন ডেভিড উইলি। তাঁর ওভারে ৩ রান ওঠে। ২ ওভার শেষে কেকেআরের সংগ্রহ বিনা উইকেটে ১২ রান। ৫ রানে ব্যাট করছেন রহমানউল্লাহ।

06 Apr 2023, 07:35:58 PM IST

গুরবাজের বাউন্ডারিতে ম্যাচ শুরু

বেঙ্কটেশ আইয়ারকে নিয়ে ওপেন করতে নামেন রহমানউল্লাহ গুরবাজ। বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। পঞ্চম বলে চার মারেন রহমানউল্লাহ। ওভারে ১টি ওয়াইড বল বাউন্ডারির বাইরে চলে যাওয়ায় ৫ রান অতিরিক্ত পায় কেকেআর। প্রথম ওভারে ৯ রান ওঠে।

06 Apr 2023, 07:21:29 PM IST

আরসিবির প্রথম একাদশ

ফ্যাফ ডু'প্লেসি (ক্যাপ্টেন), বিরাট কোহলি, মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্ষাল প্যাটেল, আকাশ দীপ, ডেভিড উইলি, মহম্মদ সিরাজ ও করণ শর্মা।

06 Apr 2023, 07:20:34 PM IST

কেকেআরের প্রথম একাদশ

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), মনদীপ সিং, নীতিশ রানা (ক্যাপ্টেন), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, টিম সাউদি, বেঙ্কটেশ আইয়ার, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।

06 Apr 2023, 07:10:47 PM IST

প্রথম একাদশে বদল উভয় দলের

কেকেআর তাদের প্রথম একাদশে ১টি রদবদল করে। তারা অনুকূল রায়কে বসিয়ে প্রথম থেকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় বেঙ্কটেশ আইয়ারকে। যদিও টসের পরে নীতিশ রানা জানিয়েছিলেন যে, সুয়াশ শর্মার আইপিএল অভিষেক হচ্ছে এই ম্যাচে। তবে টসের পরে বদলায় টিম লিস্ট। সুয়াশের নাম থাকে পরিবর্ত ক্রিকেটারদের তালিকায়। বেঙ্কটেশ গত ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়াক হিসেবে মাঠে নেমেছিলেন। আরসিবি চোট পাওয়া রিস টপলির জায়গায় মাঠে নামায় ডেভিড উইলিকে।

06 Apr 2023, 07:04:11 PM IST

বিতর্ক উসকে টস জিতলেন ডু'প্লেসি

ইডেনে কেকেআরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্য়াচে টস জিতল আরসিবি। টস জিতে ফ্যাফ ডু'প্লেসি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান নাইট রাইডার্সকে। সুতরাং, ঘরের মাঠে টস হেরে শুরুতে ব্যাটিং নাইট রাইডার্সের। টসের সময়েই তৈরি হয় বিতর্ক। হোম টিমের ক্যাপ্টেন নীতিশ রানা টস করেন। ফ্যাফ ডু'প্লেসি কল করেন। ম্য়াচ রেফারি জানান নীতিশ টস জিতেছেন। তবে ডু'প্লেসি দাবি করেন তাঁর কল শুনতে ভুল করেছেন ম্যাচ রেফারি। শেষমেশ ফ্যাফ টস জিতেছেন বলে ঘোষণা করেন ম্যাচ রেফারি। রানা যে খুশি হননি, সেটা বোঝা যায় তাঁর অভিব্যক্তি দেখেই।

06 Apr 2023, 06:56:31 PM IST

ইডেনের গ্যালারিতে উপস্থিত থাকবেন শাহরুখ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএল ম্য়াচের সময় ইডেনের গ্যালারিতে উপস্থিত থাকবেন কেকেআর মালিক শাহরুখ খান। উপস্থিত থাকবেন জুহি চাওলাও।

06 Apr 2023, 06:39:25 PM IST

পিচের সম্ভাব্য গতিপ্রকৃতি

সাম্প্রতিক সময়ে ইডেনের পিচে পেসারদের জন্য অল্প-বিস্তর সাহায্য থাকে। শুরুর দিতে বলের নড়াচড়া চোখে পড়তে পারে। তবে রান তুলতে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয় ব্যাটসম্যানদের। দ্বিতীয় ইনিংসে শিশির প্রভাব ফেলতে পারে ম্যাচের গতিপ্রকৃতিতে।

06 Apr 2023, 06:26:21 PM IST

মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কেকেআর

আইপিএলে এখনও পর্যন্ত একে অপরের বিরুদ্ধে মোট ৩০ বার খেলতে নেমেছে কেকেআর ও আরসিবি। কেকেআর জিতেছে ১৬টি ম্যাচ। আরসিবি জিতেছে ১৪টি ম্যাচ। ইডেনে আরসিবির বিরুদ্ধে ১০টি ম্যাচের মধ্যে ৬টি জিতেছে কেকেআর, হেরেছে ৪টি ম্যাচ।

06 Apr 2023, 06:12:53 PM IST

নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ নাইটদের কোচ-ক্যাপ্টেনের

হার দিয়ে আইপিএল ২০২৩ অভিযান শুরু করতে হলেও কেকেআরের মোহালির পারফর্ম্যান্স নিয়ে খুব একটা কাটাছেঁড়া হয়নি। তবে ইডেনে কেকেআর কেমন খেলে, সেটা দেখার জন্য মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। ঘরের মাঠে টিম মালিক শাহরুখ খানের সামনে নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ নাইট রাইডার্সের নতুন কোচ-ক্যাপ্টেন নীতিশ রানা ও চন্দ্রকান্ত পণ্ডিতের সামনে।

06 Apr 2023, 06:04:41 PM IST

মাইলস্টোন ম্যাচ নারিন-রাসেলের

ইডেনে আরসিবির বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ম্যাচটি হতে চলেছে সুনীল নারিনের কেরিয়ারের ১৫০তম ও আন্দ্রে রাসেলের কেরিয়ারের ১০০তম আইপিএল ম্যাচ। ঘরের মাঠে নিজেদের মাইলস্টোন ম্যাচে দারুণ কিছু করে দেখাতে মরিয়া থাকবেন দুই ক্যারিবিয়ান তারকা। বিস্তারিত পড়ুন:- KKR vs RCB IPL 2023: আরসিবির বিরুদ্ধে মাঠে নেমেই 'সেঞ্চুরি' করবেন রাসেল, ইডেনেই দেড়শো ছোঁবেন নারিন 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আগামিকাল রাজকুমারের উদয়, তিন রাশির ভাগ্য হবে উজ্জ্বল, কর্মজীবনে আসবে পরিবর্তন টানটান থ্রিলারে শেষ ওভারে জিম্বাবোয়েকে হারাল আফগানরা! নবির ব্যাটিংয়ে সিরিজ জয়… আগামিকাল শুভ যোগে মোক্ষদা একাদশী, করুন এই কাজ, জীবনে খুলবে উন্নতির রাস্তা এবার শুক্র প্রদোষে ৩ বিশেষ শুভ সংযোগ, এইভাবে শিবের উপাসনায় কাটবে সমস্ত দুর্ভোগ রেফারির ভুলে বাঁচল মোহনবাগান? পেনাল্টি দেওয়া হল না? নেটপাড়া বলল ‘সার্কাস লিগ’ ৯০ বছরে পা শ্যাম বেনেগালের, এই বয়সেও একসঙ্গে ২-৩ টি প্রজেক্টে কাজ করছেন! স্বামী বিবেকানন্দ-মাদার টেরেজার টিফো যুবভারতীতে! বাংলাদেশকে ভদ্রতা শেখাল বাগান হাসিনা ‘মা’ হলে ইউনুস ‘বাবা’! পাল্টি খেতে চাপ নেই জয়ের সাহায্য করতে গিয়ে বিপত্তি!অ্যাডিলেডে লোডশেডিংকাণ্ডে গার্ডের ভুলের দায় নিলেন লিয়ন বাংলাদেশে আয়নাঘরে আটক, গুমের নেপথ্যে ‘নির্দেশদাতা’ হাসিনা! এল নয়া রিপোর্ট

IPL 2025 News in Bangla

তাঁর নেতৃত্বে SMAT 2024-র ফাইনালে MP, এবার কি RCB-র দায়িত্ব নেবেন রজত পতিদার? IPL-এ দল না পাওয়া তারকা ক্রিকেটাররা PSL-এ খেলতে চাইছেন না! কারণ জানলে অবাক হবেন রাজস্থানে যোগ দিয়েই গুরু দ্রাবিড়ের কাছে আর্জি নীতীশের! ‘জাতীয় দলে ফিরতে চাই…’ অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ও বড্ড ভদ্র...রাহুলের সঙ্গে মন কষাকষির দিন শেষ, ভালো কথাই বললেন সঞ্জীব গোয়েঙ্কা KKR অধিনায়কের দৌড়ে রাহানে,বেঙ্কি,রিঙ্কুরা! SMATতে কেমন পারফরমেন্স? নজর রাখা যাক ২৭ কোটিতে LSGতে পন্ত…তবু কিসের আক্ষেপ গোয়েঙ্কার? কেন টানলেন মোহনবাগানের উদাহরণ? ১৭ বছরেও জেতা হয়নি IPL… খরা কাটাতে সবার আগে মাঠে নামল RCB! মাঠে ক্রুণাল,জিতেশরা… ধোনির সঙ্গে খেলতে চাই: CSK-কে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করতে চান KKR এর প্রাক্তনী আমায় KKR-এ ফেরাতে যা দরকার করবেন…CEO বেঙ্কিকে ফোনে বলেছিলেন বেঙ্কি!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.