কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে আইপিএল ২০২০-র ১৩ ম্যাচে সাকুল্যে ১০৮ রান সংগ্রহ করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪ মেরেছিলেন মোটে ৯টি। একটিও ছক্কা মারতে পারেননি অজি অল-রাউন্ডার। স্বাভাবিকভাবেই পঞ্জাব ফ্র্যাঞ্চাইজি আস্থা হারায় ম্যাক্সওয়েলের উপর। এবছর আইপিএল নিলামের আগে অজি তারকাকে স্কোয়াড থেকে ছেড়ে দেয় পঞ্জাব।
গত আইপিলের পারফর্ম্যান্স যতই খারাপ হোক না কেন, এবছর নিলামে ১৪.২৫ কোটি টাকার বিপুল অঙ্কে ম্যাক্সওয়েলকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। স্বাভাবিকভাবেই এত দামি অল-রাউন্ডার এবছর আরসিবির জার্সিতে কেমন পারফর্ম্যান্স করেন, তা দেখার জন্য মুখিয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। প্রথম ম্যাচের পারফর্ম্যান্স দিয়ে ফ্র্যাঞ্চাইজির আস্থার মর্যাদা রাখেন ম্যাক্সওয়েল।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে ম্যাক্সওয়েলকে দিয়ে বোলিং করাননি কোহলি। তবে ব্যাট হাতে দলের হয়ে কার্যকরী ইনিংস খেলেন গ্লেন। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৩৯ রান করে আউট হন তিনি।
ম্যাক্সওেলের ২টি ছক্কা ছিল দর্শনীয়। যার মধ্যে একটি ছক্কায় বল স্টেডিয়ামের ছাদে গিয়ে পড়ে। ১১তম ওভারে ক্রুণাল পান্ডিয়ার প্রথম বলে স্টেপ-আউট করে ১০০ মিটারের বিশাল ছক্কা হাঁকান গ্লেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।