বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > MI vs SRH Probable Team: জিতলেই হবে না, নেট রানরেটের অঙ্ক মাথায় রাখতে হবে, কী ছক কষবে মুম্বই?

MI vs SRH Probable Team: জিতলেই হবে না, নেট রানরেটের অঙ্ক মাথায় রাখতে হবে, কী ছক কষবে মুম্বই?

প্লে-অফে উঠতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে।

রবিবার যদি দ্বিতীয় ম্যাচে ব্যাঙ্গালোরকে হারিয়ে দেয় গুজরাট, তবে মুম্বইয়ের শুধু জয়টাই যথেষ্ট হবে। আর আরসিবি জিতলে, প্লে-অফে ওঠার পাল্লা ভারি থাকবে বিরাট কোহলিদের। সে ক্ষেত্রে সুপার সানডে-তে ডাবল হেডারের প্রথম ম্যাচ খেলতে নেমে মুম্বইকে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে রাটরেট অনেকটা বাড়াতে হবে।

মুম্বই ইন্ডিয়ান্স আগের ম্যাচেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিরুদ্ধে বড় ধাক্কা খেয়েছে। যে হারটা তাদের প্লে-অফের অঙ্ককে জটিল করে তুলেছে। যে কারণে লিগের শেষ ম্যাচে তাদের সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শুধু জিতলেই হবে না, রানরেটের বিষয়টি মাথায় রেখে জিততে হবে। তবে নিজেদের লিগের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স একটাই সুবিধে পাবে, যেটা হল তারা এ দিন ঘরের মাঠে ওয়াংখেড়ে-তে সানরাইজার্সের মুখোমুখি হবে।

১৮৬, ২১৩ এবং ২০০ রানের স্কোর তাড়া করে তারা এখনও পর্যন্ত ছ'টি হোম ম্যাচের মধ্যে চারটি জিতেছে তারা। রবিবার বিকেলে তারা যদি সানরাইজার্সকে হারাতে পারে, তারা ওয়াংখেড়েতে তাদের সেরা রেকর্ডের হাত ধরে এই মরশুম শেষ করবে। মুম্বইয়ের ব্যাটাররা এবং বিশেষ করে সূর্যকুমার যাদব এ বার ঘরের মাঠে দুরন্ত ছন্দে ছিলেন। এবং লিগের শেষ মরণ-বাঁচন ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে মুম্বই ব্যাটারদের করিশ্মার বড় বেশি নির্ভর করে রয়েছে।

এ দিকে রবিবার যদি দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দেয় গুজরাট টাইটান্স, তবে মুম্বইয়ের শুধু জয়টাই যথেষ্ট হবে। আর আরসিবি জিতলে, প্লে-অফে ওঠার পাল্লা ভারি থাকবে বিরাট কোহলিদের। সে ক্ষেত্রে সুপার সানডে-তে ডাবল হেডারের প্রথম ম্যাচ খেলতে নেমে মুম্বইকে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে রাটরেট অনেকটা বাড়াতে হবে।

আরও পড়ুন: DC-র বিরুদ্ধে CSK-এর বড় জয়ের পরেও ধোনি-জাদেজার মধ্যে তীব্র ঝামেলা, ফাটলের আশঙ্কা?- ভিডিয়ো

সানরাইজার্স এ বার আইপিএলের দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের লড়াই থেকে দিল্লি ক্যাপিটালসের পর ছিটকে যায়। এখন তো এই তালিকায় উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স, পঞ্জাব কিংসের নামও। প্লে-অফের লড়াইয়ে তিনটি জায়গা পূর্ণ হয়ে গিয়েছে। টাইটান্স ছাড়াও চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস শেষ চারের লড়াইয়ে ঢুকে পড়েছে। একটি জায়গার জন্য এখন তিন দল- আরসিবি, মুম্বই এবং রাজস্থান রয়্যালসের লড়াই।

এই মরশুমে মুম্বই এবং হায়দরাবাদ যখন মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচ রোহিত শর্মা ব্রিগেড ১৪ রানে জিতেছিল। তবে মুম্বইয়ের মারকুটে ব্যাটার তিলক বর্মার চোটের কারণে কিছুটা সমস্যায় পড়েছিলেন রোহিতরা। মুম্বইয়ের হয়ে শেষ চারটি ম্যাচ তারা খেলতে পারেননি। এ দিনও তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এ দিন মুম্বই প্রথমে ব্যাট করলে বিষ্ণু বিনোদ শুরু করতে পারেন, অথবা আকাশ মাধওয়াল আগে বোলিং করলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বিষ্ণু দলে ঢুকবেন। তবে তিলর বর্মা ফিট থাকলে বিনোদের বদলে তিনি খেলতে পারেন।

আরও পড়ুন: গম্ভীরের 'ঘরের মাঠেও' চলল কোহলি-নবীন লড়াই, দর্শকদের স্লোগান চুপ করালেন আফগান তারকা- ভিডিয়ো

সানরাইজার্সের সব খেলোয়াড়কেই অবশ্য পাওয়া যাবে। আরসিবির বিপক্ষে যে দল খেলবে, সেই একই দল সানরাইজার্স খেলাতে পারে। যদি তারা প্রথমে বোলিং করে, তবে টি নটরাজন শুরু করবেন এবং ব্যাটিংয়ের সময়ে নীতীশ কুমার রেড্ডি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন। আর ব্যাটিং আগে করলে উল্টোটা হবে। তবে উমরান মালিক শেষ ম্যাচে দলে ফেরেন কিনা, সেটাও একটা দেখার বিষয় হবে।

ইমপ্যাক্ট প্লেয়ার সহ মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দ্বাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, ক্যামেরন গ্রিন, ক্রিস জর্ডন, হৃতিক শোকিন/কুমার কার্তিকেয়, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, আকাশ মাধওয়াল।

ইমপ্যাক্ট প্লেয়ার সহ সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দ্বাদশ: অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), হ্যারি ব্রুক, গ্লেন ফিলিপস, আব্দুল সামাদ, ভুবনেশ্বর কুমার, কার্তিক ত্যাগী, ময়াঙ্ক ডাগর, নীতীশ কুমার রেড্ডি/উমরান মালিক, টি নটরাজন।

বন্ধ করুন