এক বছর আগে প্রতিজ্ঞা করেছিলেন। হতাশাজনক আইপিএলের শেষে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) ভক্তদের আশ্বস্ত করেছিলেন যে ২০২৩ সালে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন (২০২২ সালে প্লে-অফে উঠতে পারেনি চেন্নাই, নবম হয়েছিল)। আর সেই প্রতিজ্ঞা রাখলেন ‘থালা’ মহেন্দ্র সিং ধোনি। ২০২৩ সালের আইপিএলে প্লে-অফে উঠে গিয়েছে সিএসকে। শুধু তাই নয়, আগামী মঙ্গলবার সিএসকের হোমগ্রাউন্ড চিপক স্টেডিয়ামেই গুজরাট টাইটানসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামবেন ধোনিরা। সেই ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় ধোনির সেই প্রতিজ্ঞা ভাইরাল হয়ে গেল। নেটিজেনদের মতে, এটাই ধোনির ম্যাজিক।
এবার আইপিএলে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠে গিয়েছে সিএসকে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকার সুবাদে প্রথম কোয়ালিফায়ারে খেলবেন ধোনিরা। তারপরই ২০২২ সালে করা ধোনির সেই প্রতিজ্ঞা ভাইরাল হয়ে গিয়েছে। যে মরশুমে সিএসকে নয়া অধিনায়ক নিয়ে খেলতে নামলেও টুর্নামেন্টের মাঝপথেই রবীন্দ্র জাদেজার হাত থেকে চেন্নাইয়ের অধিনায়কত্বের ব্যাটন তুলে নিয়েছিলেন ধোনি। তবে তাতে ভাগ্য পালটায়নি চেন্নাইয়ের। ১০ দলের আইপিএলে নবম স্থানে শেষ করেছিলেন ধোনিরা।
সেই হতাশাজনক আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলেছিল চেন্নাই। প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার তথা ধারাভাষ্যকার ইয়ান বিশপের প্রশ্নের জবাবে ধোনি বলেছিলেন, ‘২০২৩ সালের আইপিএলই আমার শেষ আইপিএল হবে কি, হবে না, সেটা একটা বড় বিষয়। কারণ দু'বছর পর কী হবে, সেটা নিয়ে আগে থেকে ভবিষ্য়দ্বাণী করা যায় না। কিন্তু এটা নিশ্চিত যে আগামী বছর আরও শক্তিশালী হয়ে ফিরে আসার জন্য আমি আরও কঠোর পরিশ্রম করব।’
আরও পড়ুন: IPL 2023: DC-র বিরুদ্ধে CSK-এর বড় জয়ের পরেও ধোনি-জাদেজার মধ্যে তীব্র ঝামেলা, ফাটলের আশঙ্কা?- ভিডিয়ো
আর তিনি যে আরও পরিশ্রম করেছেন, সেটা স্পষ্টতই বোঝা যাচ্ছে। শুধু দল হিসেবে নয়, নিজে খেলোয়াড় হিসেবেও ২০২৩ সালের আইপিএলে প্রত্যাবর্তন করেছেন ধোনি। গতবারের থেকে এবার অনেক কম রান করলেও ২০২২ সালে ধোনির স্ট্রাইক রেট কম ছিল। ১৪ ম্যাচে ২৩২ রান করেছিলেন। সর্বোচ্চ ছিল অপরাজিত ৫০ রান। স্ট্রাইক রেট ছিল ১২৩.৪। এবার নিজের ভূমিকা পালটে ফেলেছেন ধোনি। অধিকাংশ ম্যাচে শেষ কয়েকটি বলের জন্য নেমেছেন। বড় শট মারছেন। দলের রানটা আর একটু বাড়িয়ে দিচ্ছেন।
আরও পড়ুন: IPL 2023: সেরা জায়গায় খেলানো হয়, দুর্বলতার জায়গা শোধরানো হয়, CSK-র সাফল্যের রেসিপি ব্যাখ্যা ধোনির
ধোনির সেই কৌশল সফলও হয়েছে। এবারের আইপিএলে এখনও পর্যন্ত ১৪ ম্যাচে ১০৩ রান করেছেন ধোনি। সর্বোচ্চ অপরাজিত ৩২ রান। স্ট্রাইক রেট ১৯০.৭৪। হাঁকিয়েছেন ১০ টি ছক্কা। মেরেছেন তিনটি চার। ব্যাট হাতে বাস্তবেই ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-র ভূমিকা পালন করেছেন। আর ফিল্ডিংয়ের সময় তো মগজাস্ত্রের প্রয়োগ করেছেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।