মহেন্দ্র সিং ধোনির মাথায় কি সত্যিই কোনও ‘বিশেষ কম্পিউটার’ বসানো আছে? নাকি একবিংশ শতাব্দীর ‘ফেলুদা’ তিনি? নাহলে এটা কীভাবে সম্ভব হতে পারে? তাও সেটা একবার নয়, বারবার হয়ে চলেছে। ধোনির তুখোড় চালের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সেইসব প্রশ্নই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কারণ শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের হ্যারি ব্রুক যে বলে আউট হন, সেটার আগের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) কোনও ফিল্ডার ছিলেন না। ইংল্যান্ডের তারকার জন্য ব্যাকওয়ার্ড পয়েন্টে রুতুরাজ গায়কোয়াড়কে ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়াতে বলেন ধোনি। তারপরই সোজা ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ব্রুক। যিনি দিনকয়েক আগেই কলকাতা নাইট রাইডর্সের (কেকেআর) বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন।
শুক্রবার চিপক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি। শুরুটা মন্দ করেনি সানরাইজার্স। ৪.২ ওভারে বিনা উইকেটে ৩৫ রান তুলে ফেলে। তারইমধ্যে আকাশ সিং পঞ্চম ওভারের দ্বিতীয় বল করর আগে ফিল্ডিংয়ে সামান্য পরিবর্তন করেন ধোনি। রুতুরাজকে ব্যাকওয়ার্ড পয়েন্টে নিয়ে আসেন। তারপর বল করতে আসেন আকাশ। অফস্টাম্পের বাইরে লেংথ বল করেন। সজোরে শট মারেন ব্রুক। ব্যাকওয়ার্ড পয়েন্টে নিজের ডানদিকে ক্যাচ তালুবন্দি করেন রুতুরাজ।
আরও পড়ুন: CSK vs SRH: এটা আমার কেরিয়ারের শেষ পর্যায়- SRH ম্যাচ জিতে অবসরের ইঙ্গিত দিলেন ধোনি
আর ধোনির সেই মগজাস্ত্রে মজেছে নেটপাড়া। এক নেটিজেন বলেন, 'বলটার আগে ক্যামেরার ফ্রেমেও ছিলেন না রুতুরাজ। এমএস ওকে (ব্যাকওয়ার্ড পয়েন্টে) নিয়ে এল। পরের বলেই সেই ফাঁদে পা দিল ব্রুক। ধোনির জ্ঞান অভাবনীয়।' অপর একজন ধোনির মগজাস্ত্রের প্রশংসা করে বলেন, 'ব্রুকের জন্য মাস্টার প্ল্যান ধোনির। ব্রুকের শক্তিশালী জায়গা হল কাট শট। অফসাইডে জোরদার ফিল্ডিং, বোলারকে অফসাইডে বল করতে বলেন (ধোনি)। যা সরাসরি ফিল্ডারের হাতে চলে যায়। অবিশ্বাস্য।' অপর একজন বলেন, 'অন্য যে কারও থেকে খেলাটা ভালো বুঝতে পারেন। সেই কারণেই আচমকা এরকম অবিশ্বাস্য মুহূর্ত তৈরি করে ফেলেন।'
অনেকে আবার শুক্রবারের ঘটনায় একেবারেই অবাক হননি। বরং তাঁদের বক্তব্য, এটাই ধোনি। কায়রন পোলার্ডকে আউট করার জন্য ম্যাথু হেডেনকে নির্দিষ্ট জায়গায় দাঁড় করানো হোক বা ব্রুককে ফাঁদে ফেলা হোক - এটাই ধোনির মগজাস্ত্রের পরিচয়। ধোনি যখন মাঠে থাকেন, তখন তিনি খেলাটা নিয়ন্ত্রণ করেন। বাকিরা যেন স্রেফ ওই খেলার অংশ হয়ে থাকেন। সেই রেশ ধরেই এক নেটিজেন বলেন, 'পরের মরশুম থেকে ঠিক এটারই অভাব অনুভব করবে চেন্নাই সুপার কিংস। ব্যাটার হিসেবে অতটাও অভাব মালুম হবে না। কিন্তু অধিনায়ক ধোনির অভাব প্রতি মুহূর্তে অভাব টের পাবে চেন্নাই সুপার কিংস।'
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।