গত ৩১ মার্চ থেকে শুরু হয়েছে এবারের আইপিএল। ইতিধ্যেই সব দল অর্ধেকের বেশি ম্যাচ খেলে ফেলেছে। শনিবার ডবল হেডারের প্রথম ম্য়াচে এমএ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। আর এই ম্যাচ খুব সহজেই জিতে নেয় সিএসকে। চিপকে ৪,৭৭৭ দিন পর হারের মুখ দেখতে হল রোহিত শর্মার দলকে।
এই ম্যাচে মুম্বই ১৪৯ রানের টার্গেট দিলেও চেন্নাই সেই লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলে। তবে মুম্বইয়ের এই রানের পিছনে বড় ভূমিকা পালন করতে পারেনি অধিনায়ক রোহিত শর্মা। এই নিয়ে পরপর দুই ম্যাচেই তিনি শূন্য রানে আউট হলেন। আইপিএলে সবচেয়ে বেশি শূন্য রানে ফিরে যাওয়ার জঘন্য রেকর্ড গড়েন হিটম্যান। রোহিতের এই শূন্য রানে আউট হওয়ার বিষয়ে কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর বিস্ফোরক মন্তব্য করলেন।
এই ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নামেন মুম্বই অধিনায়ক। কিন্তু সিএসকের পেসার দীপক চাহারের বলে মাত্র তিনটি বল খেলে খাতা না খুলেই ফিরে যান। আর তাতেই চটেছেন সানি। প্রাক্তন এই ক্রিকেটার মনে করেন, কোনও দলের অধিনায়ক যদি পরপর শূন্য রানে আউট হয় সেটা মোটেই ভালো নয় দলের জন্য।
আইপিএল শেষে ভারত অধিনায়ককে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ফিট থাকতে হবে। আইপিএল শেষের পরেই ৭ জুন ওভালে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া দলের মুখোমুখি হবে রোহিত শর্মার দল টিম ইন্ডিয়া। রোহিতের এই খারাপ পারফরম্যান্সের জন্য কিংবদন্তি সুনীল গাভাসকর বলেন, 'রোহিতকে আপাতত কয়েক দিনের বিরতি নেওয়া উচিত। কারণ আইপিএল শেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে টিম ইন্ডিয়া রোহিতের নেতৃত্বে। তাই ওকে এখন ফিট থাকতে হবে। আপাতত আইপিএলে কটা ম্যাচে বিশ্রাম নিয়ে তারপর আবার খেলা উচিত।'
শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক শূন্য রান করার রেকর্ড ভাঙলেন। তিনি আইপিএলের ১৬ বার শূন্য রান করেছেন। যা আইপিএলে শূন্য করার তালিকায় থাকা সুনীল নারিন, মনদীপ সিং এবং দীনেশ কার্তিকেও ছাড়িয়ে গিয়েছে।
গাভাসকর আরও বলেন, 'ও যে খেলার মধ্যে আছে সেটা আমার মনে হয় না। কারণ ও যে শটগুলি খেলছে সেটা কোনও অধিনায়কের হতে পারে না। পাওয়ারপ্লেতে দুটি উইকেট পড়ে যাওয়া কোনও ব্যাপার নয়। কিন্তু নিজেকে সব সময় ফর্মে রাখতে হয়। একজন অধিনায়কের দায়িত্ব দলের কোথায় সমস্যা হচ্ছে তা জেনে সমাধান করার। কিন্তু এদিন রোহিত উইকেট উপহার দিয়ে এলো। একজন অধিনায়ক যদি পরপর শূন্য রানে আউট হয়, তা মোটেই ভালো নয় দলের জন্য।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)