'চালিয়ে যাচ্ছি, যতখানি পারা যায়', রাজস্থান বনাম গুজরাট ম্য়াচের শেষে পরিস্কার বাংলায় বলা ঋদ্ধির কথাটা ভারতীয় টিম ম্যানেজমেন্টের কানে পৌঁছবে নিশ্চিত। তবে তাদের পক্ষে উপলব্ধি করা মুশকিল এর পিছনে কতটা যন্ত্রণা ও ক্রিকেটে নিয়ে আবেগ লুকিয়ে থাকতে পারে। প্রথমত, ভালো খেলেও ঋদ্ধিকে জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে টিম ম্যানেজমেন্টের অদ্ভুত যুক্তিতে। দ্রাবিড়রা নতুনদের দিকে তাকাতে চান বলে ৩৮ বছরের ঋদ্ধি ব্রাত্য় জাতীয় দলে।
আইপিএলে ভালো খেললে জাতীয় দলের দরজা খুলতে পারে। ঘরোয়া ক্রিকেটাররা এতদিনে সেটা ভালো মতোই বুঝে গিয়েছেন। তাই ইন্ডিয়ান প্রিমিয়র লিগের মঞ্চে বাড়তি উদ্যম চোখে পড়ে তরুণ ক্রিকেটারদের মধ্যে। যাঁরা জাতীয় দলের আঙিনা থেকে বাদ পড়েছেন, তাঁদের কাছে আইপিএল টিম ইন্ডিয়ায় কামব্যাকের মঞ্চ। তবে যদি কেউ জানেন যে, তিনি যত ভালোই খেলুন না কেন, তাঁর জন্য জাতীয় দলে ফেরার দরজা বন্ধ, তবে নিছক অর্থ উপার্জনের জন্যও আইপিএলে নিজের সেরাটা মেলে ধরা মুশকিল।
ঋদ্ধির পরিস্থিতিটা ঠিক সেরকমই। এমন পরিস্থিতিতে নিজেকে অনুপ্রাণিত করাই যেখানে কঠিন কাজ, ঋদ্ধি ব্যতিক্রমী হয়ে লড়ে যাচ্ছেন পূর্ণ উদ্যমে। তাঁর কিপিংয়ে মুগ্ধ বিশেষজ্ঞরা। হর্ষ ভোগলে থেকে অনিল কুম্বলে, জাহির খান থেকে আকাশ চোপড়া, রবি শাস্ত্রী থেকে পার্থিব প্যাটেল, কার্যত এককথায় মেনে নিচ্ছেন যে, শুধু আইপিএলেরই নয়, বরং এখনও বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার হলেন সাহা।
গুজরাট টাইটানসের দুই আফগান স্পিনার রশিদ খান ও নূর আহমেদকে চলতি আইপিএলে যেভাবে কিপ করছেন, ধারাভাষ্য দিতে বসে কুম্বলে সরাসরি ঋদ্ধিকে ভারতের এক নম্বর উইকেটকিপারের তকমা দিতে কুণ্ঠা বোধ করেননি। সেরা হয়েও টেস্ট দলে জায়গা হয় না সাহার, এই আক্ষপেই কি ঋদ্ধি বলে উঠলেন, ‘চালিয়ে যাচ্ছি, যতখানি পারা যায়’!
গুজরাট টাইটানসের ধারাবাহিকতার মূল রহস্য যে তাদের বোলিং আক্রমণে লুকিয়ে রয়েছে, সেটা স্পষ্ট স্বীকার করে নিলেন ঋদ্ধিমান। তিনি বলেন, ‘গতবছর আমরা একটা বেঞ্চমার্ক তৈরি করেছিলাম। সেটাই জারি রয়েছে এবছর। আমাদের সব বোলাররা ম্যাচে নিজেদের অবদান রাখছে, এটা অত্যন্ত ভালো লক্ষণ। যে কারণে বেগুনি টুপি ঘোরাফেরা করছে (আমাদের) বোলারদের মধ্যে।’
ব্যক্তিগত পারফর্ম্যান্স নিয়ে ঋদ্ধিমান বলেন, ‘পাওয়ার প্লে-টাকে যথাযথ ব্যবহার করার পরিকল্পনা ছিল। কয়েকটা ভালো শট মারার পরে আত্মবিশ্বাস বাড়ে। রশিদ ও নূরের বিরুদ্ধে কিপিং করার সময়ে যত দেরিতে সম্ভব মুভ করার চেষ্টা করি। যদি ওদের ভেরিয়েশন বুঝতে নাও পারি, তবে ভুল শুধরে নেওয়ার সুযোগ থাকে।’
উল্লেখ্য, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এই ম্যাচে অনবদ্য কিপিংয়ের পাশাপাশি ঋদ্ধিমান সাহা দুর্দান্ত ব্যাটিংও করেন। তিনি ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।