বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RR vs RCB: ডিকে-শাহবাজের দুরন্ত পার্টনারশিপে রাজস্থানকে মাত দিল আরসিবি
পরপর দুই ম্য়াচে অপরাজিত থেকে আরসিবিকে জেতালেন কার্তিক। ছবি- আইপিএল।

RR vs RCB: ডিকে-শাহবাজের দুরন্ত পার্টনারশিপে রাজস্থানকে মাত দিল আরসিবি

মরশুমে নিজেদের প্রথম ম্যাচ হারল রাজস্থান, নাগাড়ে দ্বিতীয় জয় পেল আরসিবি।

রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দুই দলই গত ম্যাচ জিতে প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে ওয়াংখেড়ের ময়দানে একে অপরের মুখোমুখি হয়েছিল। ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করে রাজস্থান। বেশিরভাগ ইনিংসই মন্থর গতিতে রান করলেও শেষ ২ ওভারে ৪২ রানের সুবাদে ১৬৯-৩ করে রাজস্থান। জোস বাটলার অপরাজিত ৭০ ও শিমরন হেতমায়ের অপরাজিত ৪২ রান করেন। জবাবে শুরুতে আরসিবি ওপেনাররা ৫০ রানের পার্টনারশিপ গড়লেও, মাত্র ১১ বলে ৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি। সেখান থেকে দীনেশ কার্তিক এবং শাহবাজ আহমেদের ৩২ বলে ৬৭ রানের পার্টনারশিপ আরসিবিকে জয় এনে দেয়। কার্তিক ৪৪ রানে অপরাজিত থাকেন, শাহবাজ করেন ৪৫ রান। বল হাতে রাজস্থানের হয়ে ট্রেন্ট বোল্ট ও যুজবেন্দ্র চাহাল দু'টি করে উইকেট নেন।

06 Apr 2022, 12:22:29 AM IST

ম্যাচ সেরা দীনেশ কার্তিক

প্রায় একা হাতে ম্যাচের ভাগ্য সম্পূর্ণ বদলে দেওয়া দীনেশ কার্তিক ম্যাচ সেরার পুরস্কার পেলেন। ২৩ বলে অপরাজিত ৪৪ রান করেন তিনি। 

05 Apr 2022, 11:28:32 PM IST

দুর্দান্ত জয় আরসিবির

২০তম ওভারের প্রথম বলেই জশস্বীর বিরুদ্ধে ছক্কা হাঁকিয়ে, পাঁচ বল ও চার উইকেট হাতে রেখে আরসিবিকে ম্যাচ জেতান হার্ষাল প্যাটেল। ২৩ বলে ৪৪ রানে অপরাজিত থাকলেন দীনেশ কার্তিক।

05 Apr 2022, 11:26:21 PM IST

১৯তম ওভারে উঠল ১২ রান

প্রসিধ কৃষ্ণর ১৯তম ওভারে উঠল ১২ রান। আরসিবির জয় এখন শুধু সময়ের অপেক্ষা। শেষ ওভারে জয়ের জন্য মাত্র তিন রান দরকার।

05 Apr 2022, 11:17:33 PM IST

অর্ধশতরান হল না শাহবাজের

ট্রেন্ট বোল্টের ১৮তম ওভারে প্রথম চার বলে ১২ রান তুলে দারুণ ব্যাটিং করলেও, পঞ্চম বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন শাহবাজ। তবে ২৬ বলে ৪৫ রানের তুখড় ইনিংস খেলে নিজের কাজটি করে দিয়ে গিয়েছেন তিনি। আর ১৩ বলে মাত্র ১৬ রান দরকার।

05 Apr 2022, 11:14:14 PM IST

দুর্দান্ত স্পেল চাহালের

প্রাক্তন দলের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করলেন যুজবেন্দ্র চাহাল। চার ওভারে মাত্র ১৫ রান খরচ করে দুই উইকেট নেন তিনি। ইনিংসের ১৭তম ওভারে দিলেন চার রান। আরসিবির স্কোর ১৪২-৫। তিন ওভারে জয়ের জন্য আর ২৮ রান দরকার আরসিবির।

05 Apr 2022, 11:07:13 PM IST

অর্ধশতরানের পার্টনারশিপ

ডিকে এবং শাহবাজের পার্টনারশিপের খেলা পুরোপুরি ঘুরে গিয়েছে। মাত্র ২২ বলে অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করলেন ডিকে-শাহবাজ। ১৬ ওভার শেষে আরসিবির স্কোর ১৩৮-৫। জয়ের জন্য চার ওভারে আর মাত্র ৩২ রান প্রয়োজন।

05 Apr 2022, 10:59:51 PM IST

ডিকের দুর্ধর্ষ ইনিংস অব্যাহত

কার্যত একা হাতেই আরসিবির হয়ে ম্যাচ ঘুরিয়ে দিচ্ছেন কার্তিক। ১৫তম ওভারে উটল ১৬ রান। আরসিবির বর্তমান স্কোর ১২৫-৫। ১৩ বলে ৩১ রানে ব্যাট করছেন দীনেশ কার্তিক। শাহবাজের সংগ্রহ ১৫ বলে ২০। শেষ ৫ ওভারে আরসিবির জয়ের জন্য ৪৫ রান দরকার।

05 Apr 2022, 10:53:07 PM IST

৪,৬,৪,০,৪

দুর্দান্ত হিটিং দীনেশ কার্তিকের। ৫ উইকেট হারালেও ব্যাটে নেমেই প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিআক্রমণের পথ বেছে নিয়েছেন কার্তিক। অশ্বিনের বিরুদ্ধে ইনিংসের ১৪তম ওভারে উঠল ২১ রান। ১০০ রানের গণ্ডি টপকে গেল আরসিবি। ১৪ ওভার শেষে আরসিবির স্কোর ১০৯-৫। ডিকে খেলছেন ২০ রানে (৯ বল) এবং শাহবাজের সংগ্রহ ১৫ রান (১৩ বল)।

05 Apr 2022, 10:45:31 PM IST

পঞ্চম উইকেটের পতন

আরসিবি ব্যাটাররা মনে হয়না সম্পূর্ণরূপে নিজেদের একাগ্রতা হারিয়ে ফেলেছেন।ওভারের দ্বিতীয় বলে রান আউটের সুযোগ মিস হওয়ার পরের বলেই ট্রেন্ট বোল্টকে বড় শট মারতে গিয়ে ৫ রানে (১০ বল) আউট হলেন রাদারফোর্ড। দারুণ ক্যাচটি ধরেন নবদ্বীপ। ৮৭ রানে পঞ্চম উইকেট হারাল আরসিবি।

05 Apr 2022, 10:42:55 PM IST

আগ্রাসী শাহবাজ

গত ম্যাচে কেকেআরের বিরুদ্ধে বেশ ভাল ব্যাট করেছিলেন, এই ম্যাচেও শুরুটা বেশ ভালই করেছেন শাহবাজ আহমেদ। ১২তম ওভারে নবদ্বীপকে চার, ছয় মেরে ওভার থেকে মোট ১৫ রান তুললেন তিনি। ১২ ওভার শেষে আরসিবির স্কোর ৮৬-৪। শাহবাজ ১৩ রানে (১০ বল) খেলছেন, রাদারফোর্ডের সংগ্রহ ৫ রান (৯ বল)।

05 Apr 2022, 10:40:38 PM IST

ইনিংসের মাঝপথে আরসিবি ৬৯-৪

শুরুটা ভাল করেও, পরপর উইকেট হারিয়ে আরসিবি বেশ চাপে পড়ে গিয়েছে। ১০ ওভার শেষে ইনিংসের মাঝপথে তাদের স্কোর ৬৯-৪। বাকি ১০ ওভারে মোট ১০১ রান তুলতে হবে। বর্তমানে ক্রিজে রয়েছেন শাহবাজ আহমেদ ও শেরফান রাদারফোর্ড।

05 Apr 2022, 10:28:54 PM IST

চাহালললললল! ম্যাজিক!

গত বলে বিরাট রান আউট হয়েছিলেন, ঠিক পরের বলেই শূন্য রানে উইলিকে বোল্ড করে সাজঘরে পাঠালেন চাহাল। অবিশ্বাস্য ব্যাটিং ধ্বস আরসিবির। এই নিয়ে ৭ রানে ৪ উইকেট হারাল আরসিবি।

05 Apr 2022, 10:27:27 PM IST

অভূতপূর্ব স্যামসন

ডেভিড উইলি ও বিরাট কোহলির বোঝাপড়ার হালকা ভুলটাকেই দারুণভাবে কাজে লাগাল রাজস্থান। ছুটে গিয়ে বিদুৎ গতিতে নন-স্ট্রাইক এন্ডে বল ছুড়ে বিরাটকে রান আউট করলেন স্যামসন। ৬২ রানে তিন উইকেট হারাল আরসিবি। বিরাট ফিরলেন ৫ রানে (৬ বল)।

05 Apr 2022, 10:20:25 PM IST

দুই ওভারে দুই উইকেট

গত ওভারের শেষ বলে আউট হয়েছিলেন, এই ওভারে আরেক ওপেনার অনুজ রাওয়াতকেও ২৬ রানে (২৫ বল) ফেরালেন নবদ্বীপ সাইনি। ৮ ওভার শেষে আরসিবির স্কোর ৬১-২।

05 Apr 2022, 10:11:44 PM IST

ডু'প্লেসি আউট

দলগত ৫০ পার করেই প্রথম উইকেট হারাল আরসিবি। অধিনায়ক ডু'প্লেসিকে ২৯ রানে (২০ বল) ফেরালেন যুজবেন্দ্র চাহাল। ৭ ওভার শেষে স্কোর ৫৫-১।  

05 Apr 2022, 10:08:06 PM IST

৫০-র গণ্ডি টপকাল রাজস্থান

৬.২ ওভারে বিনা উইকেটে ৫০-র গণ্ডি পেরিয়ে গেল আরসিবি।

05 Apr 2022, 10:07:00 PM IST

পাওয়ার প্লে শেষ 

পাওয়ার প্লেতে বিনা উইকেট হারিয়ে ৪৮ রান করে শুরুটা দারুণভাবে করেছেন আরসিবি ওপেনাররা। ম্যাচ জিততে বাকি ১৪ ওভারে আর ১২২ রান করতে হবে তাদের। তবে সবচেয়ে বড় কথা আরসিবির হাতে ১০ উইকেটই রয়েছে।

05 Apr 2022, 10:03:34 PM IST

৫ ওভারে আরসিবির স্কোর ৪০-০

আরসিবির হয়ে ফ্যাফ ও অনুজের দুরন্ত ওপেনিং পার্টনারশিপ অব্যাহত। ৫ ওভারে আরসিবির স্কোর বিনা উইকেটে ৪০। ফ্যাফ ব্যাট করছেন ১৮ রানে (১২ বল), অনুজের সংগ্রহ ২০ রান (১৮ বল)।

05 Apr 2022, 09:51:21 PM IST

বড় ওভার

তৃতীয় ওভারে তিনটি বাউন্ডারিসহ মোট ১৬ রান উঠল। ৩ ওভার শেষে আরসিবির স্কোর ২৮-০। শুরুটা বেশ ভালই করেছে আরসিবি।

05 Apr 2022, 09:43:03 PM IST

দ্বিতীয় ইনিংস শুরু

আরসিবির হয়ে ওপেন করতে নামলেন ফ্যাফ ডু'প্লেসি ও অনুজ রাওয়াত। ট্রেন্ট বোল্টের প্রথম ওভারে উঠল ৩ রান।

05 Apr 2022, 09:23:54 PM IST

দুর্দান্ত ফিনিশ

গত ওভারে ১৯ রানের পর শেষ ওভারে উঠল ২৩ রান। বাটলার শেষ করলেন ৭০ রানে (৪৭ বল), হেতমায়ের অপরাজিত রইলেন ৪২ রানে (৩১ বল)। ২০ ওভার শেষে রাজস্থানের স্কোর ১৬৯-৩।

05 Apr 2022, 09:19:09 PM IST

১৫০-র গণ্ডি পেরোল রাজস্থান

১৯.২ ওভারে আকাশ দীপের বলে ছয় হাঁকিয়ে রাজস্থানকে ১৫০-র গণ্ডি পার করালেন জোস বাটলার।

05 Apr 2022, 09:16:37 PM IST

১০০-র পর ৫০ 

গত ম্যাচে ১০০ করার পর এই ম্যাচে ৫০ রান করলেন জোস বাটলার। পরপর বলে সিরাজকে দুইটি ছক্কা হাঁকিয়ে ৪২ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি। সিরাজের ওভারে উঠল ১৯ রান। ১৯ ওভার শেষে রাজস্থানের স্কোর ১৪৬-৩। 

05 Apr 2022, 09:14:48 PM IST

অর্ধশতরানের পার্টনারশিপ

৪৫ বলে চতুর্থ উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করলেন বাটলার ও হেতমায়ের।

05 Apr 2022, 09:10:53 PM IST

দুর্দান্ত স্পেল হার্ষালের

নিজের শেষ ওভারে ৯ রান দিলেও, ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে এক উইকেট নিয়ে এক দুর্দান্ত স্পেল শেষ করলেন হার্ষাল প্যাটেল। ১৮ ওভার শেষে রাজস্থানের স্কোর ১২৭-৩।

05 Apr 2022, 09:09:15 PM IST

১৭ ওভার শেষে রাজস্থান ১১৮-৩

সিরাজেরবল করা ১৭তম ওভারে উঠল ১১ রান। ১৭ ওভার শেষে রাজস্থানের স্কোর ১১৮-৩। ওপেন করেও এখনও অর্ধশতরান অবধি করতে পারেননি জোস বাটলার। তিনি ৪৩ রানে (৪০ বল) ব্যাট করছেন।

05 Apr 2022, 08:59:46 PM IST

কচ্ছপ গতিতে রানের ধারা অব্যাহত

ইনিংসে ১৬ ওভার হয়ে গেলেও এখনও হাত খোলা শুরু করেননি রাজস্থান ব্যাটাররা। ১৬তম ওভারে উঠল মাত্র ৪ রান। রাজস্থানের বর্তমান স্কোর ১০৭-৩।

05 Apr 2022, 08:55:03 PM IST

১০০-র গণ্ডি টপকাল রাজস্থান

১৪.১ ওভারে ১০০ রানের গণ্ডি টপকাল রাজস্থান রয়্যালস। তবে ওপেন করলেও বেশ মন্থর গতিতেই এখনও অবধি ব্যাট করছেন তিনি। ৩৩ বলে তাঁর সংগ্রহ ৩৭ রান। ১৪ বলে ১১ রানে ব্যাট করছেন হেতমায়ের। ১৫ ওভার শেষে রাজস্থানের স্কোর ১০৩-৩।

05 Apr 2022, 08:52:58 PM IST

অবশেষে খাতা খুললেন হেতমায়ের

পরপর সাত বলে রান করতে ব্যর্থ হওয়ার পর অবশেষে খাতা খুললেন হেতমায়ের। হাসারাঙ্গাকে পরপর দুই বলে দুই চার মারেন তিনি। ১৪তম ওভারে উঠল ১০ রান। রাজস্থানের বর্তমান স্কোর ৯৯-১।

05 Apr 2022, 08:37:50 PM IST

সঞ্জুকে ফেরালেন হাসারাঙ্গা

হাসারাঙ্গার সাফল্য অব্যাহত। ওভারে একটি ছয় খেলেও, সঞ্জু স্যামসনকে মাত্র ৮ রানে (৮ বল) ফেরালেন তিনি। ১১.৪ ওভারে ৮৬ রানে তৃতীয় উইকেট হারাল রাজস্থান। ক্রিজে নতুন ব্যাটার শিমরন হেতমায়ের।

05 Apr 2022, 08:28:26 PM IST

প্রথম ওভারেই উইকেট পেলেন হার্ষাল

আইপিএলে হার্ষাল জাদু অব্যাহত। ইনিংসের ১০ম ওভারে বল করতে এসেই তুলে নিলেন সেট দেবদূত পাডিক্কালের উইকেট। পাডিক্কাল আউট হলেন ৩৭ রানে (২৯ বল)। ৭০ রানের দ্বিতীয় উইকেটের পার্টনারশিপ ভাঙল। ইনিংসের মাঝপথে রাজস্থানের স্কোর ৭৬-২। ক্রিজে নতুন ব্যাটার সঞ্জু স্যামসন।

05 Apr 2022, 08:19:47 PM IST

হাসারাঙ্গার বিরুদ্ধে শুরুতেই আক্রমণে রাজস্থান

গত ম্য়াচে ৪ উইকেট পেয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে এই ম্যাচে বলে আসতেই তাঁর বিরুদ্ধে আক্রমণের পথ বেছে নিলেন রাজস্থান ব্যাটাররা। তাঁর ওভারে উঠল ১২ রান। ৯ ওভার শেষে স্কোর ৭৩-১।

05 Apr 2022, 08:13:00 PM IST

৫০-র গণ্ডি টপকাল রাজস্থান

৭.৩ ওভারে অবশেষে ৫০-র গণ্ডি টপকাল রাজস্থান রয়্যালস। যশস্বী আউট হলেও, ইনিংসের হাল ধরে নিয়েছেন পাডিক্কাল ও বাটলার। ৮ ওভার শেষে স্কোর ৬১-১। অষ্টম ওভারে উঠল ১৪ রান।

05 Apr 2022, 08:03:38 PM IST

পাওয়ার প্লে শেষ

শুরুটা বেশ মন্থর গতিতে করেছে রাজস্থান রয়্যালস। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে এক উইকেটের বিনিময়ে উঠল মাত্র ৩৫ রান। বাটলার খেলছেন ৭ রানে (১১ বল), পাডিক্কালের সংগ্রহ ১৭ রান (১৩ বল)।

05 Apr 2022, 08:01:32 PM IST

বল হাতে ভাল শুরু করলেন আকাশ দীপ

গত দুই ম্যাচে উইকেট পেলেও, প্রচুর রান দিয়েছিলেন বাংলা তথা আরসিবি তারকা আকাশ দীপ। তবে এই ম্যাচে নিজের প্রথম ওভারে মাত্র ৫ রান দিয়ে শুরুটা ভালই করলেন তিনি। ৫ ওভার শেষে রাজস্থান ৩০-১।

05 Apr 2022, 07:53:31 PM IST

আরসিবির ভাল বোলিং অব্যাহত

আগ্রাসী বাটলার এবং পাডিক্কালকে এখনও ব্যাট চালানোর খুব বেশি সুযোগ দেননি আরসিবির বোলাররা। ৪ ওভার শেষে রাজস্থানের স্কোর ২৫-১।

05 Apr 2022, 07:42:46 PM IST

ফের ব্য়র্থ যশস্বী

আবারও ব্যর্থ যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মাত্র ৪ রানে (৬ বল) সাজঘরে ফিরলেন তরুণ ব্যাটার। উইকেট পেলেন ডেভিড উইলি। ২ ওভার শেষে রাজস্থানের স্কোর ৬-১। ক্রিজে নতুন ব্য়াটার দেবদূত পাডিক্কাল।

05 Apr 2022, 07:35:43 PM IST

ভাল ওভার সিরাজের 

ম্যাচের প্রথম ওভারে মাত্র ২ রান দিয়ে শুরুটা ভালই করলেন সিরাজ।

05 Apr 2022, 07:32:05 PM IST

ম্যাচ শুরু

রাজস্থানের হয়ে ব্যাট হাতে ওপেন করতে নেমেছেন যশস্বী জয়সওয়াল ও জোস বাটলার। আরসিবির হয়ে বল হাতে ওপেন করছেন মহম্মদ সিরাজ।

05 Apr 2022, 07:09:38 PM IST

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একাদশ

রাজস্থানের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও গত ম্যাচের নিজেদের উইনিং কম্বিনেশন ধরে রেখেছে।আরসিবির প্রথম একাদশ-ফ্যাফ ডু'প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক) , শেরফান রাদারফোর্ড, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডেভিড উইলি, হার্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ, আকাশ দীপ

05 Apr 2022, 07:05:23 PM IST

রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গত ম্যাচে যে দল খেলেছিল, সেই দলই এই ম্যাচের জন্যও ধরে রাখল রাজস্থান রয়্যালস।রাজস্থানের প্রথম একাদশ-যশস্বী জয়সওয়াল, জোস বাটলার, দেবদূত পাডিক্কাল, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), শিমরন হেতমায়ের, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট ও প্রসিধ কৃষ্ণা।

05 Apr 2022, 07:02:45 PM IST

টসে জিতল আরসিবি

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি।

05 Apr 2022, 06:41:33 PM IST

নজির গড়ার সুযোগ ডিকের সামনেও

এই ম্যাচে আর মাত্র উইকেটকিপার হিসাবে দু'টি উইকেট পেলেই মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় কিপার হিসাবে আইপিএলে ১৫০টি আউট করে ফেলবেন দীনেশ কার্তিক।  

05 Apr 2022, 06:39:11 PM IST

নজিরের সামনে দাঁড়িয়ে কোহলি

দরকার আর মাত্র একটি চার, তাহলেই শিখর ধাওয়ানের (৬৬৪) পর, মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে ৫৫০টি চার মারার নজির গড়বেন প্রাক্তন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। এই ম্যাচেই সেই মাইলস্টোন গড়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে কোহলির।

05 Apr 2022, 06:37:21 PM IST

পুরনো দলের বিরুদ্ধে লড়াই

বর্তমানে রাজস্থান রয়্যালসের অংশ দেবদূত পাডিক্কাল, নবদ্বীপ সাইনি এবং যুজবেন্দ্র চাহাল, সকলেই গত মরশুমে আরসিবির অংশ ছিলেন। অপরদিকে, মহিপাল লোমরোর ছিলেন রাজস্থান রয়্যালসের সদস্য। সুতরাং, বহু তারকাই এই ম্যাচে নিজেদের পুরনো দলের বিরুদ্ধে মাঠে নামবেন।

05 Apr 2022, 06:34:59 PM IST

সাম্প্রতিক ফলাফল

গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ২৩ রানে মাত দিয়েছিল রাজস্থান রয়্যালস। অপরদিকে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লো স্কোরিং ম্যাচে তিন উইকেটে জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

05 Apr 2022, 06:31:12 PM IST

রয়্যালসদের লড়াই

এ মরশুমের ১৩তম ম্যাচে ওয়াংখেড়ে ময়দানে লড়াই দুই রয়্যালসের। রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুই দলই নিজেদের গত ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে। এবার সেই জয়ের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যেই একে অপরের মুখোমুখি হচ্ছে দুই দল। পাশাপাশি বাড়তি অনুপ্রেরণা হিসাবে এই ম্যাচ জিতে আইপিএল লিগ তালিকায় শীর্ষে নিজেদের জায়গা ধরে রাখতে পারার সুযোগ রয়েছে রাজস্থানের সামনে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ জীবনে এসেছে ছোট্ট প্রাণ, 'আর তাই সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছি', জানালেন পিয়া

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.