বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > SRH vs LSG: সানরাইজার্সকে ১২ রানে হারিয়ে নাগাড়ে দ্বিতীয় জয় পেল লখনউ
উইকেট নিয়ে আবেশের উচ্ছ্বাস। ছবি- আইপিএল।

SRH vs LSG: সানরাইজার্সকে ১২ রানে হারিয়ে নাগাড়ে দ্বিতীয় জয় পেল লখনউ

লখনউয়ের হয়ে বল হাতে আবেশ চার ও জেসন হোল্ডার তিন উইকেট নেন।

ডিওয়াই পাতিল স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। টসে হেরে প্রথমে ব্য়াট করতে নেমে শুরুতে ২৭ রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যান লখনউ। তবে অধিনায়ক লোকেশ রাহুলের ৬৮ ও দীপক হুডার ৫১ রানের ইনিংসে ভর করেই ৭ উইকেটের বিনিময়ে ১৬৯ রান তোলে তারা। সানরাইজার্সের হয়ে ওয়াশিংটন সুন্দর, রোমারিও শেফার্ড ও নটরাজন দু'টি করে উইকেট নেন। জবাবে সানরাইজার্সও ৩৮ রানে দুই উইকেট হারায়। তবে রাহুল ত্রিপাঠীর ৪৪ ও নিকোলাস পুরানের ৩৪ রানের সুবাদে জয়ের স্বপ্ন দেখছিলেন তারা। কিন্তু ১৮তম ওভারে পুরান ও সামাদকে পরপর দুই বলে ফিরিয়ে খেলা ঘুরিয়ে দেন আবেশ। ১৫৭-৯ থমকে যায় সানরাইজার্স। আবেশ চার ও জেসন হোল্ডার ৩ উইকেট নেন।

04 Apr 2022, 11:46:51 PM IST

ম্যাচ সেরা আবেশ

চার ওভারে ২৪ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে ম্য়াচ সেরা হলেন লখনউ সুপার জায়ান্টসের আবেশ খান। 

04 Apr 2022, 11:22:45 PM IST

লাগাতার দ্বিতীয় জয় লখনউয়ের

২০তম ওভারের শেষ বলে আউট হলেন রোমারিও শেফার্ড। নয় উইকেটের বিনিময়ে ১৫৭ রানেই থমকে গেল সানরাইজার্স হায়দরাবাদ। ১২ রানে ম্যাচ জিতল লখনউ সুপার জায়ান্টস। ওভারে তিন উইকেট নিলেন জেসন হোল্ডার।

04 Apr 2022, 11:21:15 PM IST

ভুবি আউট

বড় শট হাঁকাতে গিয়ে ওভারের চতুর্থ বলে ১ রানে আউট হলেন ভুবনেশ্বর কুমার। লখনউয়ের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। 

04 Apr 2022, 11:15:19 PM IST

সুন্দর আউট

২০তম ওভারের প্রথম বলেই ওয়াশিংটন সুন্দরকে ১৮ রানে (১৪ বল) ফেরালেন জেসন হোল্ডার। সপ্তম উইকেট হারাল সানরাইজার্স।

04 Apr 2022, 11:14:12 PM IST

শেষ ওভারে চাই ১৬ রান

১৯তম ওভারে ১০ রান দিলেন টাই। ১৫০-র গণ্ডি টপকাল সানরাইজার্স। সানরাইজার্সের বর্তমান স্কোর ১৫৪-৬। শেষ ওভারে জয়ের জন্য সানরাইজার্সের ১৬ রান চাই।

04 Apr 2022, 11:08:04 PM IST

অসাধরণ ওভার আবেশের

১৮ তম ওভারে ৭ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে খেলাই ঘুরিয়ে দিলেন আবেশ খান। তিনি ২৪ রানের বিনিময়ে মোট চার উইকেট নিয়ে নিজের স্পেল শেষ করলেন। সানরাইজার্সের স্কোর ১৪৪-৬। শেষ দুই ওভারে জয়ের জন্য চাই ২৬ রান।

04 Apr 2022, 11:04:52 PM IST

ব্যাক-টু-ব্যাক উইকেট

পুরানের পর প্রথম বলেই আব্দুল সামাদকে শূন্য রানে ফিরিয়ে ম্যাচ সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিলেন আবেশ। এটি এই ম্যাচে তাঁর চতুর্থ উইকেট।

04 Apr 2022, 11:03:49 PM IST

বড় ধাক্কা সানরাইজার্সের; পুরান আউট

১৮তম ওভারের দ্বিতীয় বলে দারুণ ছন্দে দেখানো নিকোলাস পুরানকে ৩৪ রানে (২৪ বল) সাজঘরে ফিরিয়ে ম্যাচে নতুন প্রাণ সঞ্চার করলেন আবেশ খান। ১৪৩ রান পঞ্চম উইকেট হারাল সানরাইজার্স।

04 Apr 2022, 11:01:13 PM IST

চাপের মুখে ভাল ওভার টাইয়ের

১৭তম ওভারের শেষ বলে চার খেলেও, ওভারে মাত্র ৮ রান দিলেন অ্যান্ড্রু টাই। ১৭ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ১৩৭-৪। তিন ওভারে জয়ের জন্য সানরাইজার্সের আর ৩৩ রানের প্রয়োজন।

04 Apr 2022, 10:52:55 PM IST

১৬তম ওভারে উঠল ৯ রান

১৬তম ওভারে উঠল ৯ রান। সানরাইজার্সের বর্তমান স্কোর ১২৯-৪। পুরান খেলছেন ২৬ রানে (১৮ বল), ওয়াশিংটন সুন্দরের সংগ্রহ ১০ রান (৮ বল)। 

04 Apr 2022, 10:47:46 PM IST

পুরানের আক্রমণ

রাহুল ত্রিপাঠী আউট হয়ে যাওয়ার পর, ব্যাট হাতে আগ্রাসী ক্রিকেট খেলে সানরাইজার্সকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নিকোলাস পুরান। তাঁর সংগ্রহ ২১ রান (১৬ বল)। ১৫ ওভার শেষে স্কোর ১২০-৪। শেষ পাঁচ ওভারে জয়ের জন্য সানরাইজার্সকে ৫০ রান করতে হবে।

04 Apr 2022, 10:41:21 PM IST

শতরানের গণ্ডি টপকাল সানরাইজার্স

উইকেট নিলেও ওভারে ১০ রান দিলেন ক্রুণাল। ১৪তম ওভার শেষে সানরাইজার্সের স্কোর ১০৫-৪।

04 Apr 2022, 10:39:00 PM IST

দুই ওভারে দুই সাফল্য ক্রুণালের

বল হাতে ক্রুণালের সাফল্যের ধারা অব্যাহত। নিজের আগের ওভারে ফিরিয়েছিলেন মার্করামকে। এবার ১৪তম ওভারের প্রথম বলেই দারুণ ছন্দে দেখানো রাহুল ত্রিপাঠীকে ৪৪ রানে (৩০ বল) সাজঘরে ফেরালেন তিনি। ৯৫ রানে চতুর্থ উইকেট হারাল সানরাইজার্স। ক্রিজে নতুন ব্যাটার ওয়াশিংটন সুন্দর।

04 Apr 2022, 10:32:02 PM IST

ত্রিপাঠীর দারুণ ইনিংসে অব্যাহত

মার্করামকে হারালেও রাহুল ত্রিপাঠী নিজের খেলা চালিয়ে যাচ্ছেন। ২৭ বলে ইতিমধ্যেই ৪২ রান করে ফেলেছেন। ১২ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ৯১-৩।

04 Apr 2022, 10:21:52 PM IST

মার্করাম আউট

ঠিক যখন মনে হচ্ছিল মার্করাম এবং রাহুল ত্রিপাঠী সানরাইজার্সের হাল ধরে নিয়েছেন, তখনই ১১তম ওভারের প্রথম বলেই ১২ রানে (১৪ বল) মার্করামকে ফেরালেন ক্রুণাল পান্ডিয়া। 

04 Apr 2022, 10:20:30 PM IST

ভাল ওভার বিষ্ণোইয়ের

রানের গতিতে কিছুটা ব্রেক কষলেন রবি বিষ্ণোই। তাঁর ওভারে উঠল মাত্র ৫ রান। ১০ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ৮২-২। শেষ ১০ ওভারে জয়ের জন্য আর ৮৮ রান চাই।

04 Apr 2022, 10:16:14 PM IST

নবম ওভারে উঠল ১১ রান

সানরাইজার্সের ব্যাটিং ইনিংসের নবম ওভারে উঠল ১১ রান। বর্তমান স্কোর ৭৭-২।

04 Apr 2022, 10:10:39 PM IST

ত্রিপাঠীর দুরন্ত ব্য়াটিং

রাহল ত্রিপাঠীকে বেশ ভাল ছন্দে দেখাচ্ছে। অ্যান্ড্রু টাইকে একই ওভারে তিনটি চার মারেন রাহুল। ৮ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ৬৬-২। রাহুল খেলছেন ২৪ রানে (১৫ বল), মার্করামের সংগ্রহ ৭ রান (৭ বল)।

04 Apr 2022, 10:05:11 PM IST

৫০-র গণ্ডি টপকাল সানরাইজার্স

সপ্তম ওভারে দুই উইকেট হারিয়ে ৫০-র গণ্ডি টপকাল সানরাইজার্স। বর্তমান স্কোর ৫১-২। ক্রিজে রাহুল ত্রিপাঠী ও এডেন মার্করাম রয়েছেন।

04 Apr 2022, 09:58:31 PM IST

দ্বিতীয় সাফল্য আবেশের

উইলিয়ামসনের পর নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই আরেক ওপেনার অভিষেককে ১৩ রানে ফেরালেন আবেশ। ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারাল সানরাইজার্স।

04 Apr 2022, 09:56:34 PM IST

৫ ওভার শেষে সানরাইজার্স ৩৮-১

৫ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ৩৮-১। ক্রিজে ১৩ রানে (১০ বল) ব্যাট করছেন অভিষেক, নতুন ব্যাটার রাহুল ত্রিপাঠীর সংগ্রহ ৪ (৪ বল)। 

04 Apr 2022, 09:47:11 PM IST

প্রথম ওভারেই সাফল্য পেলেন আবেশ

নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসনকে ১৬ রানে (১৬ বল) ফেরালেন আবেশ খান। ২৫ রানে প্রথম উইকেট হারাল সানরাইজার্স।

04 Apr 2022, 09:45:35 PM IST

তৃতীয় ওভারে উঠল ১০ রান

হোল্ডারের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভার থেকে ১০ রান উঠল। তিন ওভার শেষে স্কোর ২১-০। কেন উইলিয়ামসন ১২ রানে (১৩ বল) ব্যাট করছেন, অভিষেক শর্মার সংগ্রহ ৮ রান (৫ রান)।

04 Apr 2022, 09:40:35 PM IST

ভাল ওভার ক্রুণালের

হোল্ডারের পর দ্বিতীয় ওভারে ক্রুণাল পান্ডিয়াও বল হাতে শুরুটা ভালই করলেন। তাঁর ওভারে উঠল মাত্র ৫ রান। দুই ওভার শেষে সানরাইজার্সের স্কোর ১১-০।

04 Apr 2022, 09:37:05 PM IST

প্রথম ওভারে ৬ রান করল সানরাইজার্স

জেসন হোল্ডারের প্রথম ওভারে ৬ রান তুলে ইনিংস শুরু করলেন সানরাইজার্স হায়দরাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা ও কেন উইলিয়ামসন।

04 Apr 2022, 09:17:47 PM IST

শেষ বলে আউট বাদোনি

২০তম ওভারে ১৭ রান দিলেন শেফার্ড। ইনিংসের শেষ বলে ১৯ রানে (১২ বল) আউট হলেন বাদোনি। ৩ বলে ৮ রান করে অপরাজিত রইলেন জেসন হোল্ডার। ২০ ওভার শেষে লখনউ ৭ উইকেটের বিনিময়ে ১৬৯ রান তুলল।

04 Apr 2022, 09:11:16 PM IST

ওভারের দ্বিতীয় উইকেট

রাহুলের পর ওভারের চতুর্থ বলে ক্রুণাণল পান্ডিয়ারও উইকেট ছিটকে দিলেন নটরাজন। ওভারে ৮ রানের বিনিময়ে দুই উইকেট নেন তিনি। ১৯ ওভার শেষে লখনউয়ের স্কোর ১৫২-৬।

04 Apr 2022, 09:09:41 PM IST

১৫০ রানের গণ্ডি টপকাল লখনউ

ব্যাটে এসেই নিজের দ্বিতীয় বলে চার মেরে লখনউকে ১৫০-র গণ্ডি পার করালেন ক্রণাল পান্ডিয়া।

04 Apr 2022, 09:07:36 PM IST

প্রথম উইকেট পেলেন নটরাজন; রাহুল আউট

ম্যাচে নিজের প্রথম উইকেট পেলেন নটরানজন। ৫০ বলে ৬৮ রান করে ১৯তম ওভারের প্রথম বলেই আউট হলেন লোকেশ রাহুল। ১৪৪ রানে পঞ্চম উইকেট হারাল লখনউ।

04 Apr 2022, 09:05:05 PM IST

চাপের মুখে দুর্দান্ত ওভার ভুবির

১৮তম ওভারে মাত্র সাত রান দিয়ে নিজের স্পেল শেষ করলেন ভুবনেশ্বর কুমার। উইকেট না পেলেও, নিজের চার ওভারে মাত্র ২৫ রান দেন সানরাইজার্সের তারকা বোলার। ১৮ ওভার শেষে লখনউয়ের স্কোর ১৪৪-৪।

04 Apr 2022, 09:01:30 PM IST

১৭তম ওভারে উঠল ১৭ রান

গত ওভারে রানের গতিতে শেফার্ড একটু ব্রেক কষেছিলেন। তবে ওয়াশিংটনের বিরুদ্ধে ১৭তম ওভারে ১৭ রান তুললেন আয়ুষ বাদোনি ও রাহুল। ১৭ ওভার শেষে স্কোর ১৩৭-৪। রাহুল খেলছেন ৬২ রানে (৪৪ বল), বাদোনির সংগ্রহ ১০ রান (৬ বল)।

04 Apr 2022, 08:54:03 PM IST

শেফার্ডের সফল ওভার 

ইনিংসের ১৬তম ওভারে মাত্র ৬ রান দিয়ে হুডার উইকেট তুলে নিয়ে এক সফল ওভার শেষ করলেন শেফার্ড। লখনউয়ের বর্তমান স্কোর ১২০-৪। 

04 Apr 2022, 08:51:36 PM IST

অর্ধশতরান রাহুলের

অধিনায়কোচিত অর্ধশতরান লোকেশ রাহুলের। ৪০ বলে নিজের আইপিএল কেরিয়ারের ২৮তম অর্ধশতরান করলেন লখনউ অধিনায়ক।

04 Apr 2022, 08:49:10 PM IST

হুডা আউট

৮৭ রানের চতুর্থ উইকেটের পার্টনারশিপ অবশেষে ভাঙল। হুডাকে ৫১ রানে (৩৩ বল) সাজঘরে ফেরত পাঠালেন রোমারিও শেফার্ড। ১১৪ রানে চতুর্থ উইকেট হারাল লখনউ।

04 Apr 2022, 08:46:59 PM IST

ভাল ওভার নটরাজনের

১৫তম ওভারে মাত্র ৬ রান দিলেন নটরাজন। লখনউয়ের বর্তমান স্কোর ১১৪-৩।

04 Apr 2022, 08:46:03 PM IST

অর্ধশতরান হুডার

মাত্র ৩১ বলে নিজের আইপিএল কেরিয়ারের পঞ্চম অর্ধশতরান পূরণ করলেন দীপক হুডা।

04 Apr 2022, 08:40:42 PM IST

শতরানের গণ্ডি টপকাল লখনউ

১৪ তম ওভারে শতরানের গণ্ডি টপকাল লখনউ সুপার জায়ান্টস। রাহুল ও হুডার দুর্দান্ত ব্যাটিং অব্যাহত। ১৪ ওভার শেষে স্কোর ১০৮-৩।

04 Apr 2022, 08:37:13 PM IST

অর্ধশতরানের দোরগোড়ায় রাহুল

প্রথমেই তিন উইকেচ হারানোর পর হুডা এবং রাহুল লখনউয়ের হাল ধরে নিয়েছেন। ১৩ ওভার শেষে লখনউয়ের স্কোর ৯৩-৩। রাহুল খেলছেন ৪৬ রানে (৩৫ বল), হুডার স্কোর ৩৩ রান (২৪ বল)।

04 Apr 2022, 08:26:59 PM IST

১১ ওভার শেষে লখনউয়ের স্কোর ৭৬-৩

১১তম ওভারে উঠল ৮ রান। ১১ ওভার শেষে লখনউয়ের স্কোর ৭৬-৩।

04 Apr 2022, 08:23:08 PM IST

২০ রানের ওভার

অবশেষে হাত খুললেন লখনউয়ের ব্যাটাররা। উমরান মালিকের বিরুদ্ধে এক ওভারে উঠল ২০ রান। ১০ ওভার শেষে লখনউয়ের স্কোর ৬৮-৩। হুডার সংগ্রহ ২০ রান (১৫ বল), রাহুল খেলছেন ৩৫ রানে (২৬ বল)।

04 Apr 2022, 08:16:14 PM IST

৯ ওভার শেষে স্কোর ৪৮-৩

৯ ওভার শেষে লখনউয়ের স্কোর ৪৮-৩। রাহুলের সংগ্রহ ২৬ রান (২৩ বল), হুডা খেলছেন ৯ রানে (১২ বল)।

04 Apr 2022, 08:12:17 PM IST

৮ ওভার পেরিয়েও ৫০ হল না 

আব্দুল সামাদের বিরুদ্ধেও খুব বড় রানের ওভার এল না। অষ্টম ওভার থেকে উঠল ৮ রান। লখনউয়ের বর্তমান স্কোর ৪৩-৩।

04 Apr 2022, 08:07:17 PM IST

মন্থর গতিতে রানের ধারা অব্যাহত

সপ্তম ওভারে উমরান মালিকের বিরুদ্ধে মাত্র তিন রান তুলল লখনউ। ৭ ওভার শেষে লখনউয়ের স্কোর ৩৫-৩।

04 Apr 2022, 08:03:36 PM IST

পাওয়ার প্লে শেষ

পরপর তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে লখনউ। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে উঠল মাত্র ৩২ রান। ধুঁকে ধুঁকে এগোচ্ছে লখনউ। ক্রিজে দীপক হুডা ২ রানে (৩ বল) খেলছেন ও অধিনায়ক লোকেশ রাহুল ১৭ রানে (১৪ বল) উপস্থিত রয়েছেন।

04 Apr 2022, 07:56:54 PM IST

মণীশ পাণ্ডে আউট

ফের একবার লখনউ ব্যাটিংয়ে প্রথম ম্যাচের ছায়া দেখা যাচ্ছে। ৫ ওভারের আগেই তিন উইকেট হারিয়ে ফেলল লখনউ। এবার রোমারিও শেফার্ডের শিকার মণীশ পান্ডে। ১১ রানে (১০ বল) আউট হন মণীশ। ২৭ রানে তৃতীয় উইকেট হারাল লখনউ।

04 Apr 2022, 07:53:22 PM IST

দুর্দান্ত ওভার

নিজের দ্বিতীয় এবং ম্যাচের চতুর্থ ওভারে মাত্র ১ রান দিয়ে এক উইকেট নিয়ে আবার এক সফল ওভার শেষ করলেন ওয়াশিংটন সুন্দর। চার ওভার শেষে লখনউয়ের স্কোর ১৭-২।

04 Apr 2022, 07:50:13 PM IST

দুইয়ে দুই

নিজের প্রথম ওভারে ডি'কককে ফেরানোর পর, দ্বিতীয় ওভারের প্রথম বলেই ১ রানে (৫ বল) এভিন লুইসকে সাজঘরে ফেরালেন ওয়াশিংটন সুন্দর। ১৬ রানে দুই উইকেট হারাল লখনউ। ক্রিজে নতুন ব্যাটার মণীশ পান্ডে।

04 Apr 2022, 07:48:21 PM IST

তৃতীয় ওভারে উঠল ৮ রান

তিন ওভার শেষে লখনউয়ের স্কোর ১৬-১। লোকেশ রাহুল খেলেছেন ১৪ রানে (১০ বল)। এভিন লুইসের সংগ্রহ ১ রান (৪ বলে)।

04 Apr 2022, 07:43:13 PM IST

সফল ওভারের সমাপ্তি

মাত্র ৫ রান দিয়ে নিজের সফল ওভার শেষ করলেন পুরান। ২ ওভার শেষে লখনউয়ের স্কোর ৮-১।

04 Apr 2022, 07:39:56 PM IST

ডি'কক আউট

দুরন্ত চাল কেন উইলিয়ামসনের। পেসের বিরুদ্ধে দক্ষ কুইন্টন ডি'কককে মাত দিতে দ্বিতীয় ওভারেই স্পিনার ওয়াশিংটন সুন্দরের হাতে বল থামেন উইলিয়ামসন। ওভারের চতুর্থ বলেই ডি'কককে ১ রানে (৪ বল) সাজঘরে ফিরিয়ে সানরাইজার্সকে প্রথম সাফল্য এনে দিলেন সুন্দর। ৮ রানে প্রথম উইকেট হারাল লখনউ।

04 Apr 2022, 07:35:09 PM IST

ভাল ওভার ভুবনেশ্বরের

সানরাইজার্সের হয়ে বল হাতে শুরুটা ভালই করলেন ভুবনেশ্বর কুমার। তাঁর প্রথম ওভারে মাত্র ৩ রান উঠল।

04 Apr 2022, 07:11:52 PM IST

লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশ

প্রত্যাশামতোই লখনউ জার্সিতে অভিষেক ঘটাতে চলেছেন জেসন হোল্ডার। বাদ পড়লেন দুষ্মন্ত চামিরা।লখনউয়ের প্রথম একাদশ-লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি'কক (উইকেটরক্ষক), মণীশ পান্ডে, এভিন লুইস, দীপক হুডা, আয়ুষ বাদোনি, জেসন হোল্ডার, ক্রুণাল পান্ডিয়া, অ্যান্ড্রু টাই, আবেশ খান, রবি বিষ্ণোই

04 Apr 2022, 07:07:14 PM IST

সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ

অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, কেন উইলিয়ামসন (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটরক্ষক), এডেন মার্করাম, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও উমরান মালিক

04 Apr 2022, 07:01:49 PM IST

টসে জিতল সানরাইজার্স

সানরাইজার্স হায়দরাবাদের তরফে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

04 Apr 2022, 06:47:41 PM IST

ট্রাম্প কার্ড বাদোনি

প্রথম ম্যাচে অর্ধশতরান করেও দলকে জয় এনে দিতে পারেননি, তবে দ্বিতীয় ম্যাচে ১৯ বলে ৯ রানের ক্যামিও খেলে দলকে জিতিয়েছেন আয়ুষ বাদোনি। ইতিমধ্যেই লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল তাঁকে ৩৬০ ডিগ্রি খেলোয়াড়ের তকমা দিয়েছেন। এই ম্যাচেও কিন্তু ২২ বছরের তরুণ বাদোনির উপর বিশেষ নজর থাকবে।

04 Apr 2022, 06:43:51 PM IST

জন্মদিনে কি দেখা যাবে নটরাজন জাদু?

‘ইয়র্কার কিং’ হিসাবে ইতিমধ্যেই বেশ সুখ্যাতি লাভ করেছেন সানরাইজার্সের নটরাজন। তবে চোট সারিয়ে ফেরার পর থেকে এখনও তাঁকে আগের ছন্দে দেখা যায়নি। নিজের ৩১তম জন্মদিনে বল হাতে তিনি জ্বলে উঠতে পারেন কিনা, সেটাই দেখার।

04 Apr 2022, 06:41:43 PM IST

সানরাইজার্সের জঘন্য রেকর্ড

নিজেদের গত ১৫ ম্যাচের তিনটিতে জিততে পেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচ জয়ের জন্য ফেভারিট নন তারা। তবে আইপিএলে ম্যাচের আগে থেকে কিছুই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

04 Apr 2022, 06:39:30 PM IST

অভিষেক জেসন হোল্ডারের!

সম্ভবত প্রাক্তন দল সানরাইজার্সের বিরুদ্ধেই লখনউ সুপার জায়ান্টস জার্সিতে নিজের অভিষেক ঘটাতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার।

04 Apr 2022, 06:35:16 PM IST

লখনউয়ের বিরুদ্ধে প্রথম জয়ের খোঁজে সানরাইজার্স

গত মরশুমের লাস্টবয় সানরাইজার্স হায়দরাবাদ, এ মরশুমের শুরুটাও হতাশাজনকভাবেই করেছে। প্রথম ম্যাচেই ৬১ রানে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারতে হয়েছিল তাদের। সেই হারের প্রায় সপ্তাহখানেক বাদে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামবে কেন উইলিয়ামসনের দল। অপরদিকে, নবাগতদের লড়াইয়ে প্রথম ম্যাচে গুজরাটের বিরুদ্ধে হারলেও, চেন্নাই সুপার কিংসকে ছয় উইকেটে নিজেদের গত ম্য়াচে মাত দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দলের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বাংলার সরকারি কর্মীদের জন্য বড় আপডেট, ভোটের মাঝে 'পেট ভরাতে' জারি বিজ্ঞপ্তি এই দিনে পালিত হবে নরসিংহ জয়ন্তী, পুজোর শুভ সময় ও পুজো পদ্ধতি জেনে নিন গপ গপিয়ে খাচ্ছেন চাউমিন-পাস্তা, তবু ছিপছিপে চেহারা! রহস্য ফাঁস করলেন মন্দিরা সন্দেশখালিতে ধর্মের ভিত্তিতে মহিলাদের ধর্ষণ করেছে শেখ শাহজাহানরা: অমিত শাহ রাতারাতি নাম করতে হবে! উত্তরাখণ্ডের জঙ্গলে আগুন লাগিয়ে রিলস তৈরির অভিযোগে ধৃত ৩ গরমে আইসক্রিম ম্যানিয়া! ৪৫ দিনে ৩০০ টিরও বেশি আইসক্রিম অর্ডার করলেন ব্যক্তি Summer Tips: গরমে আমলা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে বিরাট-রোহিত নয়, বিশ্বকাপে যশস্বীকে আউট করতে মুখিয়ে রাজস্থান দলের বিদেশি সতীর্থ ভোট দেব, আগে বিয়ের ব্যবস্থা করে দিন! চার বছর সানাই বাজেনি এই গ্রামে, কেন জানেন? ডিএ বৃদ্ধির পরে আরও এক সুখবর, একসঙ্গে লাখ লাখ টাকার 'লাভ' সরকারি কর্মীদের

Latest IPL News

বিরাট-রোহিত নয়, বিশ্বকাপে যশস্বীকে আউট করতে মুখিয়ে রাজস্থান দলের বিদেশি সতীর্থ ‘১৫-২০ রান কম উঠেছিল’,ধোনির দিকে আঙুল না তুললেও ব্যাটিং নিয়ে মুখ খুললেন জাড্ডু ‘ওর ৯ নম্বরে ব্যাট করতে আসার থেকে ফাস্ট বোলার নেওয়া ভালো’, ধোনিকে আক্রমণ ভাজ্জির IPL-সাপোর্ট স্টাফের সমর্থন প্রয়োজন লাগে, কারোর প্রশংসা নাকি কাউকে খোঁচা নারিনের? LSG v KKR ম্যাচে চোখ জুড়ানো ক্যাচ বল বয়ের, অটোগ্রাফ চাইলেন জন্টি রোডস- ভিডিয়ো ধোনির দেখা নেই রে… T20-তে প্রথম নয়ে ব্যাট করতে নামলেন মাহি,মিমে ভরে গেল নেটপাড়া একানা স্টেডিয়ামে প্রথম দল হিসেবে T20 ফর্ম্যাটে দু'শো রানের গণ্ডি টপকাল KKR স্ট্রাইক ও রেট শুনলেই অনেকে ভয় পান, তবে সত্যি চাপা যায় না, বিরাটকে খোঁচা হর্ষের? নারিন ঝড়ের পর,বরুণ-হর্ষিতের তাণ্ডব- LSG-কে ৯৮ রানে উড়িয়ে লিগ টেবলের শীর্ষে KKR বিশ্বকাপ ফাইনালের হেডকে মনে করালেন রমনদীপ, স্টার্কের বলে নিলেন অবিশ্বাস্য ক্যাচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.