ব্যাট হাতে ফের চূড়ান্ত ব্যর্থ বিরাট কোহলি। যদিও তার পরেও হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবির ম্যাচ জিততে বিশেষ অসুবিধা হল না। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্সের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাঙ্গালোর ৬৭ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয়।
টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ব্যাঙ্গালোর। ডু'প্লেসির অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি এবং রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল ও দীনেশ কার্তিকের মিলিত অবদানের সুবাদে আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৯২ রান তোলে।
জবাবে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ ১৯.২ ওভারে ১২৫ রানে অল-আউট হয়ে যায়। রাহুল ত্রিপাঠী লড়াকু হাফ-সেঞ্চুরি করলেও দলকে জয় এনে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না তাঁর একক প্রয়াস।
ম্যাচের প্রথম বলেই আউট হয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। খাতা খুলতে পারেননি তিনি। ডু'প্লেসি ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫০ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন। রজত পতিদার ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৪৮ রান করেন। গ্লেন ম্যাক্সওয়েল ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৩৩ রান করেন। দীনেশ কার্তিক ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলে নট-আউট থাকেন। ৩০ রানে ২টি উইকেট নেন জগদীশা সূচিথ। ১টি উইকেট নিয়েছেন কার্তিক ত্যাগী।
আরও পড়ুন:- SRH vs RCB: কোহলিকে ‘গোল্ডেন ডাকে’ ফিরিয়ে নতুন ইতিহাস লিখলেন সুচিথ
হায়দরাবাদের হয়ে ত্রিপাঠী ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৫৮ রান করে মাঠ ছাড়েন। এছাড়া এডেন মার্করাম ২১ ও নিকোলাস পুরান ১৯ রান করেন। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি। ক্যাপ্টেন উইলিয়ামসন কোনও বল খেলার আগেই রান-আউট হয়ে মাঠ ছাড়েন।
ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে ১টি মেডেন-সহ ১৮ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। হ্যাজেলউড নিয়েছেন ১৭ রানে ২টি উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন ম্যাক্সওয়েল ও হার্ষাল। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন হাসারাঙ্গা।